JUGANTOR RSS feed of latest topics https://stage.jugantor.com JUGANTOR https://stage.jugantor.com/web-assets/img/jug-logo.png https://stage.jugantor.com Copyright 2022 https://stage.jugantor.com Fri, 27 May 2022, 00:00:00 <![CDATA[প্রধানমন্ত্রীকে টিআইবির সাধুবাদ, দিল যে পরামর্শ]]> https://stage.jugantor.com/national/535698/প্রধানমন্ত্রীকে-টিআইবির-সাধুবাদ-দিল-যে-পরামর্শ 535698 2022-05-20T20:29:22+06:00 যুগান্তর ডেস্ক প্রধানমন্ত্রীকে টিআইবির সাধুবাদ, দিল যে পরামর্শ

প্রধানমন্ত্রীকে টিআইবির সাধুবাদ, দিল যে পরামর্শ

জাতীয়

যুগান্তর ডেস্ক

করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সাশ্রয়ী হওয়ার যে পরামর্শ দিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ সাধুবাদ জানান।একইসঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্রুত একটি স্বাধীন অর্থনৈতিক কৌশলবিষয়ক উপদেষ্টা কমিটি গঠনের আহ্বান জানিয়েছে তিনি। 

টিআইবি বলছে, কমিটি সরকারের সহায়ক হিসেবে কাজ করবে। সরকারকে স্বাধীন ও নিরপেক্ষ দিকনির্দেশনা দিতে দেশে ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বাংলাদেশি অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও সংশ্লিষ্ট অন্যান্য বিশেষজ্ঞদের সমন্বয়ে এ কমিটি হতে পারে বলেও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার যে পরামর্শ দিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, একদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বিপুল আমদানি ব্যয়ে বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা বা রিজার্ভের ওপর চাপ তৈরি হচ্ছে। এসব মোকাবিলায় ব্যয় কমানোসহ জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সুচিন্তিত অর্থনৈতিক কর্মকৌশল ঠিক করতে হবে। একইসঙ্গে তা সাহসের সঙ্গে বাস্তবায়নও জরুরি।

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান আর্থসামাজিক প্রভাবের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশও সম্ভাব্য খাদ্য ঘাটতিসহ বহুমুখী সংকটের মুখোমুখি হতে পারে। বৈশ্বিক অভিজ্ঞতা অনুসারে, এ ধরনের সংকটে যে কোনো দেশেই সুশাসন ব্যাহত হয়। দুর্নীতি ও অর্থপাচারসহ আর্থিক খাতের বহুমুখী অনিয়ম গভীর ও ব্যাপক হয়। আর্থসামাজিক বৈষম্য ও দারিদ্র্য বাড়ে। পাশাপাশি মৌলিক মানবাধিকারের সুরক্ষা চ্যালেঞ্জের মুখে পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংকট মোকাবিলায় কৌশল প্রণয়নে বস্তুনিষ্ঠ, পেশাগত উৎকর্ষ, বিজ্ঞানভিত্তিক ও নিরপেক্ষ দিকনির্দেশনা সরকারকে বিশেষভাবে সহায়তা করবে। সম্ভাব্য সংকট মোকাবিলা করে প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১-এর লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উচ্চ আয় ও শূন্য দারিদ্র্য নিশ্চিতে সুনির্দিষ্ট কৌশল প্রণয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ভারতে আলু-পটল কিনতে গেলেও পিআর করে: অনন্ত জলিল]]> https://stage.jugantor.com/entertainment/535697/ভারতে-আলুপটল-কিনতে-গেলেও-পিআর-করে-অনন্ত-জলিল 535697 2022-05-20T16:40:00+06:00 বিনোদন ডেস্ক ভারতে আলু-পটল কিনতে গেলেও পিআর করে: অনন্ত জলিল

ভারতে আলু-পটল কিনতে গেলেও পিআর করে: অনন্ত জলিল

বিনোদন

বিনোদন ডেস্ক

নিজের ফেসবুক পেজে কানে অংশ নেওয়ার বিশেষ মুহূর্তগুলোর ছবি, ভিডিও আপলোড করেছেন অনন্ত জলিল।

এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল। যেখানে নেতিবাচক মন্তব্য এসেছে অনেক।  

ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্ত-বর্ষাকে ঘিরে ফটোগ্রাফারদের ভিড়, তারা অনবরত ছবি তুলে যাচ্ছেন বাংলাদেশি দুই তারকার। এদিকে বেশ কয়েকজন এসেছেন তাদের সঙ্গে সেলফি তুলতে।

সুদূর ফ্রান্সে অনন্ত-বর্ষাকে ঘিরে মানুষের এত আগ্রহ নিয়েই যত কথা। অনেকের দাবি, এটি অনন্ত জলিলের পিআর প্ল্যানের একটি অংশ। মানে নিজেই এমন ফটোগ্রাফার ও সেলফিয়ারদের জটলা তৈরি করে ভিডিওটি তৈরি করিয়েছেন।

নেটিজেনদের এমন দাবির জবাবও দিয়েছেন অনন্ত। তিনি জানালেন, ভারতে আলু-পটল কিনতে গেলেও পিআর লাগে তাদের। সেটি দেখেই হয়তো নেটিজেনদের একাংশ ভিডিও প্রসঙ্গে এমনটি ভাবছেন।

অনন্ত জলিল বলেন, ‘অনেকে যেটা বলছেন— এটি রাইট। আই কান্ট ইগনোর দেওয়ার কমেন্ট। ইন্ডিয়ায় যেটা করে পিআর। আলু-পটল কিনতে গেলেও পিআর লাগে তাদের। দেখা যাচ্ছে, বাসা থেকে বের হয়ে জিম করতে যাচ্ছে, সেখানেও পিআর আছে। সেটি ভেবেই হয়তো অনেকে আমাদের এই ন্যাচারাল ভিডিওটাকেও পিআর ভাবছেন।’

 ‘মোস্ট ওয়েলকাম’ তারকা বলেন, ‘ কান উৎসবে হাজারের ওপর সাংবাদিক এসেছেন। তাদের চোখ সর্বক্ষণ স্টারদের খুঁজে ফেরে।  কে অনন্ত জলিল আর কে বর্ষা— এটি দেখার সময় নেই তাদের। এখানে এআর রহমান, কমল হাসান, উর্বশিরা হেঁটে যাচ্ছে আমাদের পাশাপাশি। কাউকে অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই এখানে। এটা ইন্টারন্যাশনাল আর্টিস্টদের মিলনমেলা। এখানে কারও কোনো ইগো নেই, কোনো ভেদাভেদ নেই। ফটোগ্রাফাররা স্টার দেখলে ছুটছেন। এখানে হোটেল থেকে বের হলেই তারা বুঝে যান, এরা সুপারস্টার।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[লুহানস্কে রাশিয়ার হামলায় নিহত ১৩]]> https://stage.jugantor.com/international/535696/লুহানস্কে-রাশিয়ার-হামলায়-নিহত-১৩ 535696 2022-05-20T16:34:13+06:00 আন্তর্জাতিক ডেস্ক লুহানস্কে রাশিয়ার হামলায় নিহত ১৩

লুহানস্কে রাশিয়ার হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেভেরোদোনেৎস্কে ১২ জন এবং গিরস্কে বসতিতে একজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার লুহানস্কের গভর্নর সেরহি হাইদাইয়ের এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

এছাড়া লুহানস্কের আঞ্চলিক কেন্দ্র এবং লিসিচানস্কের দিকে আরও অগ্রসর হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। 

সেরহি হাইদাই বলেন, বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় সেভেরোদোনেতস্ক ও গিরস্কে বসতিতে এই ১৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া রুশ সেনাদের হামলায় লুহানস্ক অঞ্চলে ৬০টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া এসব বাড়ি-ঘর জোলোট, ভ্রুবিভকা এবং রুবিঝন এলাকায় অবস্থিত।

তিনি বলেন, ‘তোশকিভকা এলাকায় এখনও সংঘর্ষ চলছে এবং সেসব এলাকার ক্ষয়ক্ষতি পরিমাপ করা অসম্ভব।’

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাধারণ কর্মীরা জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বশেষ হামলা ব্যর্থ হয়েছে এবং সেখানে রাশিয়া সেনা হারিয়েছে। এর পর সেখান থেকে রুশ সেনারা পিছু হটে বলেও দাবি করেছে তারা।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[গণকমিশনের ভিত্তি নেই, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী]]> https://stage.jugantor.com/national/535695/গণকমিশনের-ভিত্তি-নেই-বিশৃঙ্খলা-করলে-ব্যবস্থা-স্বরাষ্ট্রমন্ত্রী 535695 2022-05-20T16:29:42+06:00 যুগান্তর ডেস্ক গণকমিশনের ভিত্তি নেই, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গণকমিশনের ভিত্তি নেই, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

যুগান্তর ডেস্ক

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন হয়।

এ সময় গণকমিশনের তালিকা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা একটি বই প্রকাশ করেছে ২০০৩ সন্ত্রাস। এর ভেতরে কী লিখেছে আমি জানি না। তারা যাদের নামে সন্ত্রাস কিংবা দুর্নীতির দায়ভার দিচ্ছে, সেটা আমরা দেখিনি, তাই এর সম্পর্কে কিছু বলতে পারব না।

‘আমরা একটি কথা জোর দিয়ে বলতে চাই— যে অভিযোগের কোনো প্রমাণ নেই, সে অভিযোগ আমরা আমলে নিই না।’

সম্প্রতি ১১৬ ওয়ায়েজিনের (ধর্মীয় বক্তা) একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন।

দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া ২২০০ পৃষ্ঠার প্রতিবেদনের ৭৬০ ও ৭৬১ পৃষ্ঠায় ধর্মীয় বক্তাদের নাম প্রকাশ করা হয়। এদের বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও ওয়াজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ আনে গণকমিশন।

গণকমিশনের চেয়ারম্যান হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[হজ নিবন্ধনে জমা করা অর্থ ফেরত পাবেন যেভাবে]]> https://stage.jugantor.com/national/535694/হজ-নিবন্ধনে-জমা-করা-অর্থ-ফেরত-পাবেন-যেভাবে 535694 2022-05-18T16:15:18+06:00 যুগান্তর প্রতিবেদন হজ নিবন্ধনে জমা করা অর্থ ফেরত পাবেন যেভাবে

হজ নিবন্ধনে জমা করা অর্থ ফেরত পাবেন যেভাবে

জাতীয়

যুগান্তর প্রতিবেদন

যেসব হজযাত্রী এরই মধ্যে মারা গেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাদের প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ আবেদন করে ফেরত নিতে পারবেন। 

বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজযাত্রীদের জন্য এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, যেসব হজযাত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন বা অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না। এমন ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ আবেদন করে উত্তোলন বা ফেরত নিতে পারবেন। 

টাকা ফেরত পাওয়ার জন্য www.hajj.gov.bd-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করতে হবে। এ ক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।   

© JUGANTOR.COM
]]>
<![CDATA[মুশফিকের ব্যাটে স্বস্তির সেঞ্চুরি]]> https://stage.jugantor.com/sports/535693/মুশফিকের-ব্যাটে-স্বস্তির-সেঞ্চুরি 535693 2022-05-18T16:14:13+06:00 স্পোর্টস ডেস্ক মুশফিকের ব্যাটে স্বস্তির সেঞ্চুরি

মুশফিকের ব্যাটে স্বস্তির সেঞ্চুরি

খেলা

স্পোর্টস ডেস্ক

সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিও ইঙ্গিত দিয়েছেন, নিজের সিদ্ধান্ত এবার নিজেকেই নিতে হবে অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে।

তাকে নিয়ে এমন আলোচনা যেন তাতিয়ে দিয়েছে মুশফিককে। চট্টগ্রাম টেস্টে মধুর সেঞ্চুরি হাঁকিয়ে যেন তারই জবাব দিলেন তিনি। মুশফিকের রানে ফেরা স্বস্তি এনে দিয়েছে তার ভক্তদের।

মুশফিকের এই সেঞ্চুরি এসেছে ২৭০ বলে। ইনিংসের ১৫৩তম ওভারে অসিথা ফার্নান্দোকে চার মেরে অঙ্কের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত এ ব্যাটার। ১২৫ বলে অর্ধশতক করা মুশফিক পরের পঞ্চাশ করতে খেলেছেন ১৪৫ বল। ৭৫ থেকে ১০০ রানের কোটা ছুঁতে অর্থাৎ এই ২৫ রান করতে ৭৫ বল খেলেছেন।

তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪টি, কোনো ছয় নেই। সাদা পোশাক গায়ে এটি তার অষ্টম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ।

অন্য ফরম্যাটের মতো টেস্টেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন মুশফিকের ব্যাট। শেষ ৯ ইনিংসে অর্ধশতক মাত্র একটি। শেষবার সেঞ্চুরি পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ প্রায় ২৭ মাস পর আবার শতকের দেখা পেলেন তিনি। এই দুই সেঞ্চুরির মাঝে কেটে গেছে ১৮ ইনিংস আর ১০ ম্যাচ। 

টেস্টে শ্রীলংকার বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় শতক। আগেরটি এসেছিল ২০১৩ সালে লংকান দ্বীপপুঞ্জে। সেই শতককে ডাবলে রূপ দিয়েছিলেন তিনি। এবার কোথায় গিয়ে থামেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, এখন সেটিই দেখার অপেক্ষা।

এই ম্যাচে আরেক মাইলফলক অতিক্রম করেছেন মুশফিক। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশে করেছেন তিনি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[asfdasdfasd]]> https://stage.jugantor.com/covid-19/535692/asfdasdfasd 535692 2022-05-18T15:08:05+06:00 অনলাইন ডেস্ক asfdasdfasd

asfdasdfasd

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

dfasfasdfasf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[৫৩ বছর ইমামতি করা ইমামের রাজকীয় বিদায়]]> https://stage.jugantor.com/politics/awami-league/535691/৫৩-বছর-ইমামতি-করা-ইমামের-রাজকীয়-বিদায় 535691 2022-05-07T21:14:39+06:00 পাবনা ও সুজানগর প্রতিনিধি ৫৩ বছর ইমামতি করা ইমামের রাজকীয় বিদায়

৫৩ বছর ইমামতি করা ইমামের রাজকীয় বিদায়

আওয়ামী লীগ

পাবনা ও সুজানগর প্রতিনিধি

বর-কনের হেলিকপ্টারে বিয়ে, নায়ক-নায়িকার বিয়ে, জেলার পুলিশ সুপারের বিদায়সহ নানাভাবে সমাজের সেলিব্রেটিদের জাঁকজমকপূর্ণ বিদায় বা বিয়ে দেখেছেন অনেকেই। কিন্তু মসজিদের ইমামের এমন বিদায় দেখেননি কেউ।

দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর শতাধিক মোটরসাইকেল, সিএনজি এবং ঘোড়ার গাড়িতে করে জাঁকজমকপূর্ণভাবে বিদায় দেওয়া হয়েছে মসজিদের প্রিয় ইমাম ও খতিব হাফেজ আবু মুসাকে।

বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। নেট দুনিয়ায় ঘটনাটি ভাইরাল হয়েছে।

পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার সীমান্ত এলাকা যশমন্তদুলিয়া গ্রামে ঈদের পরদিন ইমামের সম্মানে এ বিরল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকাবাসী জানান, সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের হাফেজ আবু মুসা যশমন্তদুলিয়া গ্রামের মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৫৩ বছর দায়িত্ব পালন করেন। এই ৫৩ বছরের মধ্যে তিনি গ্রামবাসীদের আত্মার সঙ্গে মিশে গেছেন। এখন তিনি বার্ধক্যে পৌঁছেছেন। এ অবস্থায় তার বিদায় নেওয়ার পালা। কিন্তু বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নেন এবং তার সম্মানে স্থানীয় যশমন্তদুলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজন করেন রাজকীয় বিদায় সংবর্ধনার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় ক্রেস্ট। পরে তাকে ঘোড়ার গাড়ির বহরে করে রাজকীয় অথচ চোখের জলে বিদায় দেওয়া হয়। এ সময় এলাকার মুরুব্বিসহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ধরে গাড়িতে তুলে দেন এবং শতাধিক মোটরসাইকেল, সিএনজিসহ ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।

এ সময় সবাই কান্নায় ভেঙে পড়েন। মসজিদের ইমাম কাম-খতিবের এমন রাজকীয় বিদায়ের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তা ভাইরাল হয় এবং নেটিজেনসহ সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসেন এলাকাবাসী।

মসজিদ কমিটির সভাপতি ও উদ্যোক্তাদের অন্যতম ব্যক্তি মইনউদ্দিন মাস্টার বলেন, আবু মুসা দীর্ঘ ৫৩ বছর তাদের মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে এখন বার্ধক্যে পৌঁছেন। তিনি আমাদের সবার সঙ্গে মিশে ছিলেন। গ্রামবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন। তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাই তাকে বিদায় বেলায় এভাবে সম্মানিত করার চেষ্টা করেছি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[তীব্র যানজটে সীমাহীন ভোগান্তি]]> https://stage.jugantor.com/national/535690/তীব্র-যানজটে-সীমাহীন-ভোগান্তি 535690 2022-05-07T20:53:39+06:00 শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)  তীব্র যানজটে সীমাহীন ভোগান্তি

তীব্র যানজটে সীমাহীন ভোগান্তি

জাতীয়

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। অসংখ্য মানুষ ও যানবাহনের চাপে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে যানবাহনের এ সিরিয়াল দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ পর্যন্ত ১১ কিলোমিটার ছাড়িয়ে যায়। 

এছাড়া গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আরও ৩ কিলোমিটারের মতো যানবাহনের দীর্ঘ সারি ছিল। 

আটকে থাকা যানবাহনের যাত্রী, চালক, সহকারী ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সীমাহীন ভোগান্তির শিকার হন। 

ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকার পর শত শত যাত্রী বাস থেকে নেমে হেঁটে লঞ্চ-ফেরি ঘাটের দিকে রওনা দেন। এ সময় তাদের কাঁধে ও মাথায় ছিল শিশু বাচ্চা ও ব্যাগ। 

রুটে অপর্যাপ্ত ফেরি, পন্টুন এবং অত্যধিক যাত্রী ও যানবাহনের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

এ অবস্থায় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান দৌলতদিয়া-পাটুরিয়া রুট বাদ দিয়ে বিকল্প যমুনা সেতু দিয়ে চলাচল করার জন্য জরুরি পণ্যবাহী ও কাঁচামালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, মহাসড়কে কর্মমুখী মানুষ ও যানবাহনের অত্যাধিক চাপ। এ অবস্থার মধ্যে অধিকাংশ চালক সড়কের শৃঙ্খলা মেনে চলেন না। সবাই আগে যেতে চান। ফলে মাঝে-মধ্যেই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। আমরা মাঠে থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ অবস্থায় ঘাটের ওপর চাপ কমাতে ও দীর্ঘ সময় আটকে না থেকে জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে লালন শাহ সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে চলাচল করতে পরামর্শ দিচ্ছি। 

সরজমিন শনিবার সকালে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ পর্যন্ত দীর্ঘ ১১ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের যানবাহনের সারি সৃষ্টি হয়ে আছে। এতে বিভিন্ন ধরনের প্রায় ২ সহস্রাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, কাঁচামালবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে। 
 
একইভাবে গোয়ালন্দ মোড় এলাকায় প্রায় ৩ কিলোমিটারজুড়ে ৩ শতাধিক বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এর বাইরেও দৌলতদিয়া ট্রাক টার্মিনাল থেকে চর দৌলতদিয়াগামী গ্রামীণ সড়কে ২ কিলোমিটারজুড়ে আটকা পড়ে রয়েছে ৩ শতাধিক ব্যক্তিগত গাড়ি এবং মাহেন্দ্রা-ইজিবাইক। 

এদিকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী, চালক, সহকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ অবস্থার মধ্যে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে আটকে থাকা বাসযাত্রী শরিফুল ইসলাম বলেন, বাসের মধ্যে দীর্ঘ ৬ ঘণ্টা যাবৎ বসে আছি। সঙ্গে পরিবার ও ব্যাগ থাকায় বাস থেকে নেমেও যেতে পারছি না। তীব্র গরমে অনেক কষ্ট হচ্ছে। দুর্ভোগ কাকে বলে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। 

গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে দিয়ে স্ত্রীসহ ব্যাগ মাথায় নিয়ে হেঁটে যাচ্ছিলেন মাগুরা থেকে আসা নাজমুল হোসাইন (৩২)।

তিনি বলেন, সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হই। রাস্তায় দূরপাল্লার কোনো বাসে সিট পাইনি। লোকাল বাস, অটোরিকশা ও রিকশাযোগে ঘাট থেকে প্রায় ১১-১২ কিলোমিটারে দূরে এসে যানজটে আটকে পড়ি। প্রায় দুই ঘণ্টা লোকাল বাসে বসে থাকার পর একপর্যায়ে স্ত্রীকে নিয়ে হাঁটতে শুরু করি। ভেঙে ভেঙে আসতে তার অন্তত তিনগুণ বাড়তি টাকা খরচ হয়েছে বলে জানান। 

মাগুরা থেকে মোটরসাইকেলের পেছনে স্ত্রী ও শিশুসন্তানসহ ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন এয়ারফোর্সে কর্মরত সাব্বির রহমান। তিনি বলেন, দূরপাল্লার বাসে সিট পাইনি। ছুটিও শেষ হয়ে গেছে। তাই ঝুঁকি নিয়েই রওনা দিয়েছি।

দুপুর ২টার দিকে আলাপ হয় সাতক্ষীরা থেকে আসা সাতক্ষীরা এক্সপ্রেসের যাত্রী রাবেয়া সুলতানার সঙ্গে। তিনি বলেন, দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে প্রায় ১০ ঘণ্টা আটকে রয়েছেন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। বাসের ভাড়াও বেশি আদায় করা হয়েছে। সাধারণ সময়ে সাতক্ষীরা থেকে ঢাকা যেতে ৫শ টাকা ভাড়া নেওয়া হয়। কিন্তু এখন নেওয়া হয়েছে ৮শ টাকা।

খুলনার পাইকগাছা থেকে আসা ঢাকাগামী তরমুজবোঝাই কাভার্ডভ্যান চালক আবু মুসা বলেন, শনিবার রাত ১টার দিকে গোয়ালন্দে এসে মহাসড়কে আটকে পড়ি। আজকে ফেরির নাগাল পাবেন কিনা তার সন্দেহ রয়েছে।

যশোর থেকে আসা নিটল মটরসে কর্মরত আজাদ হোসেন জানান, তাদের বাসটি শুক্রবার দিবাগত শনিবার রাত ১টার দিকে গোয়ালন্দে এসে আটকা পড়ে। এই বাসে নরমাল সময়ে ৫৫০ টাকা ভাড়া নেওয়া হয়। এখন নেওয়া হয়েছে ৭৫০ টাকা।

সোহাগ পরিবহণের চালক আব্দুস সাত্তার ও সহকারী নাসির হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে তারা খুলনা হতে ছেড়ে আসেন। শনিবার দুপুর ২টা পর্যন্ত ঘাট থেকে ১ কিলোমিটার দূরে অবস্থান করছেন। সারারাত ও দিনের তীব্র রোদ-গরমে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন। অনেক যাত্রী বাসে বসে না থেকে বিকল্প উপায়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

বাড়তি ভাড়ার বিষয়ে তিনি বলেন, করোনার আগে তাদের ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া ছিল ৫৫০ টাকা। করোনাকালীন সেটা বাড়িয়ে ৬৯০ টাকা করা হয়। আমরা ৬৯০ টাকাই নিচ্ছি।

যশোর থেকে আসা সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী সেলিম রেজা বলেন, ৫৫০ টাকার ভাড়া ৮০০ টাকা আদায় করা হয়েছে। তারপরও বাসে এসে ঘাটের ১০ কিলোমিটার দূরে আটকা পড়ি। সেখান থেকে রিকশা ও হেঁটে ঘাট পর্যন্ত এসেছি। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে। চালু রয়েছে ৪টি ফেরি ঘাট। ৩টি ঘাট বন্ধ রয়েছে।

তিনি বলেন, শুক্রবার এ রুটের দুইটি ফেরি বিকল থাকাতে সমস্যা প্রকট হয়। শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহন ও যাত্রীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় সাধারণ যাত্রী ও ব্যক্তিগত শত শত গাড়ি ঘাটে এসে ভিড় করছে। কোনো ফেরি ঘাটে আসা মাত্রই তারা হুড়মুড়িয়ে ফেরিতে উঠে পড়ছেন। ফলে ফেরিতে পর্যাপ্ত বাস ও অন্যান্য যানবাহন পারাপার করা যাচ্ছে না। এতে মহাসড়কে দূরপাল্লার বাসের সারি দীর্ঘ হচ্ছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[কপোতাক্ষপাড়ে গল্প করার সময় নববধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা]]> https://stage.jugantor.com/country-news/535689/কপোতাক্ষপাড়ে-গল্প-করার-সময়-নববধূকে-পুড়িয়ে-হত্যাচেষ্টা 535689 2022-05-07T20:41:17+06:00 সাতক্ষীরা প্রতিনিধি কপোতাক্ষপাড়ে গল্প করার সময় নববধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা

কপোতাক্ষপাড়ে গল্প করার সময় নববধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা

সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক নবদম্পতিকে দাহ্য পদার্থ ছুড়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নববধূ তামান্না ও তার স্বামী ফরহাদ হোসেন দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে খুলনা এবং পরে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বড়কাশিপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে। এ সময় ওই দম্পতি কপোতাক্ষ পাড়ে বসে গল্প করছিলেন।

কোনকিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কে বা কারা দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে তামান্নার কাপড়চোপড়ের সঙ্গে তার মুখমণ্ডল এবং দেহের বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে পুড়ে যায়। স্বামী ফরহাদ হোসেনও কমবেশি দগ্ধ হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের পাটকেলঘাটার একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত কুমার রায় জানান, এ বিষয়ে তিনি একটি মামলা রেকর্ড করেছেন। আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে।

তামান্নার পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, বড়কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে তামান্নার সঙ্গে কলারোয়ার তুলসিডাঙা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের বিয়ে হয় মোবাইল ফোনের মাধ্যমে। পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বাবা শেখ আব্দুল হক মেয়ে তামান্নাকে দ্বিতীয় বিয়ে দেন পুরাতন সাতক্ষীরার ফরহাদ হোসেনের সঙ্গে। ফরহাদ হোসেন তার সদ্য পরিণিতা স্ত্রী তামান্নাকে নিয়ে শ্বশুরবাড়ির ধারে কপোতাক্ষর তীরে সন্ধ্যায় গল্প করছিলেন। এ সময় দাহ্যপদার্থ ছুড়ে হামলার এ ঘটনা ঘটে।

ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তালাক দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রথম স্বামী সাদ্দাম হোসেন প্রতিশোধ গ্রহণের জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এমন অভিযোগ তামান্নার বাবারও। আমরা আসামি ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[শিশুর কোষ্ঠকাঠিন্যের লক্ষণ, কী করবেন?]]> https://stage.jugantor.com/lifestyle/535688/শিশুর-কোষ্ঠকাঠিন্যের-লক্ষণ-কী-করবেন 535688 2022-05-07T11:06:31+06:00 লাইফস্টাইল ডেস্ক শিশুর কোষ্ঠকাঠিন্যের লক্ষণ, কী করবেন?

শিশুর কোষ্ঠকাঠিন্যের লক্ষণ, কী করবেন?

লাইফ স্টাইল

লাইফস্টাইল ডেস্ক

শিশুদের কোষ্ঠকাঠিন্য হতে প্রায়ই দেখা দেয়।  প্রয়োজনের তুলনায় কম পানি পানের কারণে কিংবা দুধে অনিয়ম হলে এ সমস্যা দেখা দেয়।


সাধারণত সপ্তাহে ৩ বারের বেশি পায়খানা না হলে অথবা পায়খানা করার সময় ব্যথা অনুভব করলে আমরা বুঝতে পারি শিশুটি কোষ্ঠকাঠিন্যে ভুগছে। শিশুরা মলত্যাগের সময় অনেক ক্ষেত্রে ব্যথায় কান্নাকাটিও করে।

 এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মডার্ন হারবাল গ্রুপের হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি। 

মলত্যাগের ব্যাপারে শিশুর জন্য উদ্বেগ প্রকাশ করা এবং মলত্যাগ করছে না বলে বকাবকি করা উচিত নয়। প্রয়োজনে সময়মতো মলত্যাগের জন্য উৎসাহিত করতে হবে। বুকের দুধ খাওয়ালে কোষ্ঠকাঠিন্য হয় না। তাই যেসব শিশু বুকের দুধ খায় কোষ্ঠকাঠিন্য হলে তাদের বেশি করে বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাসের বেশি বয়সের শিশুকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে বুকের দুধের পাশাপাশি প্রচুর পরিমাণে পানিও খাওয়ানো উচিত।

টিনের দুধ খাওয়ালে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে। এ কারণে ডাক্তারের নির্দেশনা ছাড়া বাজারের টিনের দুধ শিশুকে কখনই দেওয়া উচিত নয়। একটু বড় শিশুদের সাগু, আঁশযুক্ত খাবার যেমন- শাকসবজি, পাকা কলা, বেল, পেঁপে, আম খাওয়ালে উপকার হয়।

মলত্যাগের সময় শিশুর ব্যথা হলে জোর না করে পায়খানার রাস্তায় অলিভঅয়েল দিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এছাড়াও শিশুদের দুধের সঙ্গে ৩-৫ ফোঁটা অলিভঅয়েল খাওয়ালে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম হয়।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[সুবীর নন্দীর চলে যাওয়ার তিন বছর আজ]]> https://stage.jugantor.com/entertainment/535687/সুবীর-নন্দীর-চলে-যাওয়ার-তিন-বছর-আজ 535687 2022-05-07T11:03:04+06:00 বিনোদন ডেস্ক সুবীর নন্দীর চলে যাওয়ার তিন বছর আজ

সুবীর নন্দীর চলে যাওয়ার তিন বছর আজ

বিনোদন

বিনোদন ডেস্ক

আজ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা গানের এ প্রখ্যাত শিল্পী।


দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে। আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’র মাধ্যমে সিনেমায় প্রথম গান করেন ১৯৭৬ সালে। প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকেও ভূষিত করে তাকে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[সূত্রপাতকারীসহ তিনজন ৩ দিনের রিমান্ডে]]> https://stage.jugantor.com/campus/535686/সূত্রপাতকারীসহ-তিনজন-৩-দিনের-রিমান্ডে 535686 2022-05-07T10:58:38+06:00 যুগান্তর প্রতিবেদন সূত্রপাতকারীসহ তিনজন ৩ দিনের রিমান্ডে

সূত্রপাতকারীসহ তিনজন ৩ দিনের রিমান্ডে

শিক্ষাঙ্গন

যুগান্তর প্রতিবেদন

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষ ও দুজন নিহতের ঘটনায় গ্রেফতার তিনজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন শুনানি শেষে ওই তিনজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। তারা হল-ঢাকা কলেজের ছাত্রলীগকর্মী মাহমুদুল হাসান সিয়াম এবং দোকানকর্মী মোয়াজ্জেম হোসেন সজীব ও মেহেদী হাসান বাপ্পি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের ওই সংঘর্ষ হয়।

এ ঘটনায় বুধবার শরীয়তপুর ও কক্সবাজার থেকে এই তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে ২৮ এপ্রিল কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হোসেন হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতারের খবর জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এখন পর্যন্ত দোকানকর্মী মোহাম্মদ মুরসালিনের হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সর্বশেষ গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। নাহিদ হত্যা মামলায় সিয়ামের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. তারিকুল আলম জুয়েল। সিয়ামের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বাপ্পি ও সজীবের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। দুই আসামির পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই আসামিদের গ্রেফতারের পর র‌্যাব জানায়, সিয়ামকে শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়। মোয়াজ্জেম ও মেহেদীকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গ্রেফতার সিয়াম সংঘর্ষকালে নিহত নাহিদ হত্যায় সরাসরি জড়িত। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নাহিদকে রড দিয়ে আঘাত করছে সিয়াম।

আর দোকানকর্মী মোয়াজ্জেম ও মেহেদীর বিতণ্ডা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। নিউমার্কেটে পাশাপাশি দুটি ফাস্টফুডের দোকানের কর্মচারীদের মধ্যে ইফতারি বিক্রয়ের টেবিল বসানো নিয়ে বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। প্রতিশোধ নিতে দুই দোকানকর্মী মোয়াজ্জেম ও মেহেদী ফোন করে তাদের পরিচিত দুষ্কৃতকারীদের আসতে বলে। পরে দুই দোকানের কর্মচারীদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে তা ছাত্র ও কর্মচারীদের সংঘর্ষে রূপে নেয়। সংঘর্ষকালে সাংবাদিকদের ওপর হামলা হয়। অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিনও চলতে থাকে সংঘর্ষ। প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। ইটের আঘাতে আহত হন মুরসালিন নামের নিউ সুপারমার্কেটের আরেক দোকানকর্মী। পরে দুজনই হাসপাতালে মারা যান।

সংঘর্ষে জড়ানো দুপক্ষ এবং সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক মানুষ এতে আহত হন। এ ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। দুজনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলা করেছেন সংঘর্ষের দিন ভাঙচুর হওয়া অ্যাম্বুলেন্সের মালিক। এর মধ্যে হত্যা মামলা দুটির তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। বাকি তিন মামলার তদন্ত করছে নিউমার্কেট থানা পুলিশ।

এদিকে সংঘর্ষের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে এর আগে গ্রেফতার করে পুলিশ। নাহিদকে হত্যার ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে ডিবি। তারা হল-মো. আবদুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, মো. ফয়সাল ইসলাম ও মো. জুনাইদ বোগদাদী। এরা ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। সংঘর্ষের সময় তারা ধারালো অস্ত্র নিয়ে সামনের সারিতে ছিল।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[জাতীয় সম্মেলনসহ আসছে একাধিক সিদ্ধান্ত]]> https://stage.jugantor.com/politics/535685/জাতীয়-সম্মেলনসহ-আসছে-একাধিক-সিদ্ধান্ত 535685 2022-05-07T10:55:32+06:00 যুগান্তর ডেস্ক জাতীয় সম্মেলনসহ আসছে একাধিক সিদ্ধান্ত

জাতীয় সম্মেলনসহ আসছে একাধিক সিদ্ধান্ত

রাজনীতি

যুগান্তর ডেস্ক

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আজকের সভায় দলের জাতীয় সম্মেলনসহ একাধিক সিদ্ধান্ত হতে পারে। বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সাড়ে পাঁচ মাস পর এ সভার মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা সবাই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন। সর্বশেষ গত বছর ১৯ নভেম্বর গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বহিষ্কারের পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদটিও হারান জাহাঙ্গীর আলম। ওই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব নেতাকে গণভবনে ডাকা হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, ‘চলতি বছরের ২০ ডিসেম্বর এ (বর্তমান) কমিটির মেয়াদ শেষ হবে। আওয়ামী লীগের রীতি অনুযায়ী ডিসেম্বরে নতুন সম্মেলন হবে।’ তাই জাতীয় সম্মেলনকে ঘিরে দলটির এ সভাকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। এ সভায় আসন্ন জাতীয় সম্মেলন ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠ পর্যায়ের প্রস্তুতি, দলের প্রতিষ্ঠাবার্ষিকীসহ কয়েকটি দিবসের কর্মসূচি ও সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনাসহ সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে কেন্দ্রীয় নেতারা যুগান্তরকে জানিয়েছেন।

জানা গেছে, সভায় অংশগ্রহণের জন্য শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাদের করোনা টেস্ট করানো হয়েছে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, তারাই কেবল আজকের সভায় অংশ নিতে পারবেন। আওয়ামী লীগের আজকের সভায় ১২টি এজেন্ডা (আলোচ্যসূচি) রয়েছে। এগুলো হলো-শোক প্রস্তাব পাঠ, ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস, ১১ জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সাংগঠনিক এবং বিবিধ।

আওয়ামী লীগের একাধিক নেতা যুগান্তরকে বলেছেন, প্রতিকূল করোনাভাইরাস সফলভাবে মোকাবিলা করে দেশের মানুষ দুই বছর পর মহাসমারোহে পবিত্র ঈদুল ফিতর পালন করলেন। এর ফলে সারা দেশে একটা স্বস্তিদায়ক পরিবেশ ফিরে এসেছে। এই পরিস্থিতিতে আজ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ গত বছর ১৯ নভেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ৫০ নেতাকে ডাকা হয়েছিল। বড় পরিসরে এই প্রথম কার্যনির্বাহী সংসদের সভা হচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, দলের আসন্ন জাতীয় সম্মেলন ও প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা কারণে এটি বেশ গুরুত্বপূর্ণ। নেতারা ধারণা করছেন, ৪ থেকে ৫ ঘণ্টা ধরে এই সভা চলতে পারে। এতে দলের আসন্ন সম্মেলনের তারিখ নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটির সম্মেলনের সর্বশেষ অগ্রগতি বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করবেন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা। সর্বশেষ ফেব্রুয়ারিতে দলের সভাপতি শেখ হাসিনা এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তাগিদ দিয়েছিলেন। তিনি আজকের সভায় আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি এবং যেসব জেলায় দলীয় কোন্দল বা অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের কথা বলবেন। এছাড়াও নেতাদের জন্য রয়েছে নৈশভোজ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগান্তরকে বলেন, আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনা অতি দ্রুত ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা শাখাগুলোর সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। এগুলো তো আমাদের দলের সম্মেলনের সিমটম। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন শুক্রবার যুগান্তরকে বলেন, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কালকের (শনিবার) সভায় সাংগঠনিক এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। জাতীয় সম্মেলন সামনে তাই সে বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

দলটির আরেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক যুগান্তরকে বলেন, ‘সর্বশেষ নভেম্বর মাসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সাড়ে ৫ মাস কেটে গেছে। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই কমিটির সবাই আমরা একসঙ্গে মিলিত হতে পারছি।

সে কারণে নেতারা সাংগঠনিক বিষয়ে বিস্তারিত বলতে চাইবেন। আমরা সাংগঠনিক সম্পাদকরা সভানেত্রীর নির্দেশনা অনুযায়ী তৃণমূলে আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের কাজ করছি। এ বিষয়ে আলোচনা হতে পারে।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বাজার থেকে উধাও সয়াবিন]]> https://stage.jugantor.com/national/535684/বাজার-থেকে-উধাও-সয়াবিন 535684 2022-05-07T10:51:37+06:00 যুগান্তর ডেস্ক বাজার থেকে উধাও সয়াবিন

বাজার থেকে উধাও সয়াবিন

জাতীয়

যুগান্তর ডেস্ক

দাম বৃদ্ধির পরও ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আসছে না। দোকানে দোকানে সরবরাহ বাড়েনি। উলটো কারসাজিবাজদের চক্রান্তে প্রায় উধাও সয়াবিন তেল। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হলেও অধিকাংশ দোকানে মিলছে না বোতলজাত তেল। দু-এক জায়গায় গোপনে নতুন দামের চেয়ে অনেক বেশিতে বিক্রি হচ্ছে। তেলের সন্ধানে দোকান থেকে দোকানে ঘুরছেন ক্রেতা। এদের বেশিরভাগই হতাশ হয়ে ফিরছেন শূন্য হাতে।

এ পরিস্থিতিতে শুক্রবার চট্টগ্রাম বন্দরে চার জাহাজ থেকে ৪৭ হাজার টন বা ৪ কোটি ৭০ লাখ লিটার ভোজ্যতেল খালাস শুরু হয়েছে। একাধিক আমদানিকারক এসব তেল এনেছেন। এর দুটি জাহাজে রয়েছে অপরিশোধিত সয়াবিন। অপর দুটিতে পাম অয়েল। খালাস শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের রিফাইনারি বা ডিপোতে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে তেল বাজারজাত করবে।

এদিকে মিল মালিকদের দাবি অনুযায়ী বৃহস্পতিবার প্রতিলিটার সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৪৪ টাকা বৃদ্ধির প্রস্তাবে সায় দেয় বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম বেঁধে দেওয়ার পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। বাজারে পাঁচ লিটারের বোতলজাত তেল নেই। এক ও দুই লিটারের বোতলও প্রায় নেই বললেই চলে। দু-একটি দোকানে খোলা ও এক লিটারের বোতলজাত তেল মিললেও দাম আকাশছোঁয়া। শুক্রবার বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি।

এমন অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতার নাভিশ্বাস উঠছে। সংশ্লিষ্টদের মতে, কিছু অসাধু মিল মালিক ও খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আসছে না। আরও লাভের আশায় নতুন করে দাম বেঁধে দেওয়ার পরও চক্রটি বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। ফলে দাম বেড়েই চলেছে।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নয়াবাজারে গিয়ে কোনো দোকানে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। কয়েকটি দোকানে এক লিটারের বোতল পাওয়া গেলেও দাম ২০০-২১০ টাকা। খোলা সয়াবিন ১৯০-২০০ টাকায় বিক্রি হয়েছে। তবে বৃহস্পতিবার বোতলজাত প্রতিলিটারের দাম ১৯৮ ও খোলা সয়াবিনের দাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বাজারে তেল কেনা-বেচা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে হট্টগোল শুরু হয়।

ক্রেতাদের তোপের মুখে পড়ে কোনো কোনো বিক্রেতা অল্প কিছু পাঁচ লিটারের বোতল বের করেন। তবে দাম চাওয়া হয় ১০৫০ টাকা, যা বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা হালিমা বেগম বলেন-বাজারে ভোজ্যতেল নেই, তা বলা যাবে না।

বিক্রেতারা বাড়তি দাম নিতে দোকানের পেছনে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। বাড়তি টাকা গুনলেই এক লিটারের বোতল পাওয়া যাচ্ছে। এমনিতেই পণ্যটির দাম হু-হু করে বেড়ে আকাশচুম্বী হয়েছে। তার মধ্যে বিক্রেতারা সংকট তৈরি করে রাখায় আমাদের মতো সাধারণ ভোক্তারা হিমশিম খাচ্ছে। তাই সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তদারকি জোরদার করতে হবে।

নয়াবাজারের মুদি বিক্রেতা মো. তুহিন বলেন, দাম বাড়ানোর পরও মিল থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। কোম্পানির গাড়ি আজও (শুক্রবার) আসেনি। যে কারণে বাজারে তেলের সংকট রয়েছে। তবে কিছু বিক্রেতা আগের তেল বিক্রি করছে। সরবরাহ স্বাভাবিক হলে সব ঠিক হয়ে যাবে।

জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, বাজারে তেল কিনতে এসে যাতে ক্রেতার ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্ধারিত দামে যাতে তেল কিনতে পারে সেজন্য তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি যারা তেল নিয়ে কারসাজি করছে তাদের চিহ্নিত হরে আইনের আওতায় আনতে হবে।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার যুগান্তরকে বলেন, মিল পর্যায় থেকে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কয়েকদিনের বাজার তদারকি করতে গিয়ে দেখেছি-খুচরা বিক্রেতারা তেল অবৈধভাবে মজুত করেছেন। তারা দোকানে দৃশ্যমান জায়গায় তেল রাখছেন না। এতদিন বেশি দামে বিক্রির আশায় দোকানের পেছনে বা বস্তায় ভরে তেল মজুত করেছেন। অভিযানকালে আমরা তা হাতেনাতে ধরে শাস্তির আওতায় এনেছি। তবে এবার যেহেতু নতুনভাবে দাম নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই দরে তেল বিক্রি হচ্ছে কিনা তা আমরা তদারকি করছি। অনিয়ম পেলেই সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

দুপুর ১২টার দিকে রাজধানীর কাওরান বাজার ঘুরে ভোজ্যতেলের সরবরাহ কম দেখা গেছে। বিক্রেতাদের কাছে পাঁচ লিটারের বোতল নেই। যে দু-একটি দোকানে ছিল সেখানে এক ও দুই লিটারের বোতল দেখা গেছে। পাশাপাশি খোলা সয়াবিনের সরবরাহও কম লক্ষ করা গেছে। তবে খোলা ও বোতলজাত তেল বেঁধে দেওয়া দরে বিক্রি হয়নি। কাওরান বাজারে প্রতিলিটার বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ২০০ টাকা। আর খোলা সয়াবিন প্রতিলিটার বিক্রি হয়েছে ১৯০ টাকা।

রাজধানীর মৌলভীবাজারের পাইকারি তেল বিক্রেতা মো. হাকিম বলেন, আন্তর্জাতিক বাজারের জন্য কয়েক মাস ধরে দেশে তেলের বাজারে এক ধরনের অস্থিরতা চলছে। তবে এই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সয়াবিন ও পাম অয়েল আমদানির ওপর ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করেছে। পাশাপাশি উৎপাদন পর্যায়েও ১৫ শতাংশ ভ্যাট মওকুফ করেছে। সঙ্গে বিপণন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তি থাকলেও এই সুযোগ পাওয়ার পরও দেশে তেলের দাম বাড়ার কথা নয়।

সরকারের এতসব সুযোগের পর তেল কিনতে ক্রেতার স্বস্তিতে থাকার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রেতাই সবচেয়ে বেশি অস্বস্তিতে আছেন। আর সুবিধা যা নেওয়ার আমদানিকারক ও উৎপাদকরা পেয়েছেন। তারা এই তিন পর্যায়ে ৩০ শতাংশ ভ্যাট না দেওয়ায় অল্প দামে তেল আমদানি ও বাজারজাত করতে পারছেন। অথচ আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেশের বাজারে দাম বাড়িয়েই চলেছেন।

তিনি বলেন, দাম যদি বাড়ে তবে সেটা হবে বাড়তি দামে কেনা তেল দেশে আসার পর। কিন্তু এখনই বাড়ছে কেন। তিনি বলেন, বাড়তি দামে কেনা তেল দেশে আসতে আরও তিন-চার মাস লাগবে। আর দাম বাড়ানোর পরও মিল থেকে তেল সরবরাহ বাড়ানো হলো না কেন। তাছাড়া সরকারের পক্ষ থেকে এলসি কমিশন ও মার্জিন প্রত্যাহার করা হয়। এরপরও বাজারে তেলের দাম কমেনি বরং বেড়েই চলছে।

তবে মিল মালিক ও আমদানিকারকরা জানান, বিশ্ববাজারে প্রতিটন সয়াবিন তেলের দাম ১২০০ থেকে বেড়ে ১৮০০ ডলারে উঠেছে। এখন কিছুটা কমলেও ১৬০০ ডলারে বিক্রি হচ্ছে। এই প্রেক্ষাপটের সঙ্গে জাহাজ ভাড়া ও অন্যান্য খরচ বেড়েছে। ফলে সবকিছু বিবেচনা করে দেশের বাজারে তেলের দাম বাড়াতে হচ্ছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[‘মাদক এখন জাতীয় সমস্যা’]]> https://stage.jugantor.com/country-news/535683/মাদক-এখন-জাতীয়-সমস্যা 535683 2022-05-07T10:48:46+06:00 যুগান্তর প্রতিবেদন ‘মাদক এখন জাতীয় সমস্যা’

‘মাদক এখন জাতীয় সমস্যা’

সারাদেশ

যুগান্তর প্রতিবেদন

সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘মদ, গাঁজা, ইয়াবাসহ যে কোনো ধরনের মাদক এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মাদক বিক্রেতা, তাদের আশ্রয়-প্রশ্রয় দাতা, মাদক সেবনকারীদের চিহ্নিত করে মাদক ব্যবসা প্রতিরোধে সমাজের সব শ্রেণিপেশার মানুষজনকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’

শুক্রবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর থানা চত্বরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডিশনাল ডিআইজি।

তিনি বলেন, ‘মেধাসম্পন্ন জাতি গঠন করতে হলে মাদকমুক্ত দেশ গঠন করতে হবে। উপজেলার সীমান্ত নদী জাদুকাটার তীর কেটে কেউ যেন বালু-পাথর অবৈধভাবে উত্তোলন করতে না পারে, সে ব্যাপারে থানা পুলিশকে আরও তৎপর হতে হবে। 

মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে মাদক ব্যবসা প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।

সম্প্রতি উপজেলার রসুলপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রামের নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়ে নজরদারি রাখতে থানা পুলিশকে নির্দেশনা দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল (তাহিরপুর-জামালগঞ্জ) মো. সাহিদুর রহমান।

থানার ওসি মো.আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ আব্দুছ সোবাহান আখঞ্জি, থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (সাবেক) মো আব্দুস সাহিদ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, আলী আহমদ মুরাদ, হাজী ইউনুছ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব (একাংশ) সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[উইকেট নিয়ে দুই ভাগ বাংলাদেশ দল!]]> https://stage.jugantor.com/sports/535682/উইকেট-নিয়ে-দুই-ভাগ-বাংলাদেশ-দল 535682 2022-05-07T10:39:33+06:00 ক্রীড়া প্রতিবেদক উইকেট নিয়ে দুই ভাগ বাংলাদেশ দল!

উইকেট নিয়ে দুই ভাগ বাংলাদেশ দল!

খেলা

ক্রীড়া প্রতিবেদক

হোম সিরিজে কেমন উইকেট হবে, এ নিয়ে চলে গবেষণা। শ্রীলংকার বিপক্ষে কেমন উইকেটে খেলা হবে, এ নিয়ে টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র খেলোয়াড়দের মধ্যে ভিন্নমত রয়েছে।

দেশের মাটিতে খেলায় এতদিন বাংলাদেশের মূল শক্তি ছিল স্পিন। তবে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে স্পিনে ধরাশায়ী হওয়াটাকে অনেকে দুর্ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে এবার দুই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়েছে স্পিনে। মাঝারি মানের প্রোটিয়া স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং যারপরনাই হতাশ করেছে সবাইকে। অধিনায়ক মুমিনুল হক তখন বলেছিলেন, ‘ভালোমানের স্পিনারদের বিপক্ষে কখনই আমরা ভালো ছিলাম না।’

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শ্রীলংকার বিপক্ষে কেমন উইকেটে খেলা হবে, এ নিয়ে সিনিয়র ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে মতের অমিল রয়েছে। সূত্র জানিয়েছে, দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার শ্রীলংকা সিরিজে স্পিন সহায়ক উইকেট চান। কিন্তু কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের কয়েকজনের চাওয়া স্পোর্টিং উইকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরি করেন প্রধান কিউরেটর শ্রীলংকার গামিনি ডি সিলভা। উইকেট নিয়ে কখনই সাংবাদিকদের সামনে মুখ খোলেন না তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দায়িত্বে আছেন জাহিদ রেজা। উইকেট নিয়ে বোমা মেরে তার মুখ থেকেও কথা বের করা কঠিন। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে স্পিনে ব্যর্থ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘এতদিন জানতাম আমরা পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বল। এখন দেখছি উলটো। নতুন করে ভাবতে হবে।’ নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক কাল যুগান্তরকে বলেন, ‘উইকেট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাকিব দলে ফিরেছে। দেশের মাটিতে খেলা। দলের অনেকে স্পিন উইকেট চায়। আবার সদ্যপ্রাপ্ত অভিজ্ঞতা থেকে স্পোর্টিং উইকেটের কথাও বলছে কেউ কেউ। শেষেরটার সম্ভাবনাই বেশি। শ্রীলংকার বিপক্ষে সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ইউক্রেনে মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে মুখ খুলল পেন্টাগন]]> https://stage.jugantor.com/international/535681/ইউক্রেনে-মার্কিন-গোয়েন্দা-তথ্য-সরবরাহের-ব্যাপারে-মুখ-খুলল-পেন্টাগন 535681 2022-05-07T10:36:35+06:00 আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনে মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে মুখ খুলল পেন্টাগন

ইউক্রেনে মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে মুখ খুলল পেন্টাগন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউক্রেনকে শীর্ষ রুশ জেনারেলদের হত্যা  ও মস্কভা ক্ষেপণাস্ত্র ক্রুজারে হামলার খবর আগেই অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র। এবার ইউক্রেনে মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পেন্টাগন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুশ জেনারেলদের হত্যা  ও মস্কভা ক্ষেপণাস্ত্র ক্রুজারে হামলা চালাতে ইউক্রেনকে তথ্য সরবরাহের ব্যাপারে প্রশ্ন করা হয়। ওইসব প্রতিবেদন সমর্থন না করে তিনি বলেন, ইউক্রেনই ‘সিদ্ধান্ত নিয়েছে’ কিভাবে তারা মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করবে। এ সময় তারা অন্য দেশের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়ার সময় সতর্ক থাকার গুরুত্বের ওপরও জোর দেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী যেন তাদের নিজেদের সামর্থ্যের মধ্যে সর্বোত্তম আত্মরক্ষাকে সামঞ্জস্যপূর্ণ এবং কার্যকর করতে পারে; সেজন্য আমরা (ইউক্রেনীয়দের) রাশিয়ান ইউনিট সম্পর্কে প্রাসঙ্গিক এবং সময়োপযোগী তথ্য সরবরাহ করেছি বলেই মনে করি।  

এর আগে জন কিরবি বলেছিলেন, এটা সত্য যে ‘ইউক্রেনীয়দের তাদের দেশকে রক্ষা করতে সহায়তা করার জন্য’ যুক্তরাষ্ট্র কিয়েভের বাহিনীকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। তবে যুদ্ধক্ষেত্রে সিনিয়র সামরিক কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়নি বলে জানিয়েছিলেন তিনি। 

তিনি বলেন, ইউক্রেনকে আমরা যে ধরনের সামারিক তথ্য সহায়তা করেছি তা বৈধ এবং সীমিত।

এ সময় মস্কভা ক্রুজার মিসাইল সম্পর্কে তিনি বলেছিলেন,আমরা মস্কভার ব্যাপারে ইউক্রেনকে জন্য নির্দিষ্ট তথ্য দেইনি। আমরা ইউক্রেনীয়দের ওই জাহাজে হামলার সিদ্ধান্তে বা অভিযানে জড়িত ছিলাম না। 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[new test post]]> https://stage.jugantor.com/national/535680/new-test-post 535680 2022-04-19T14:56:37+06:00 অনলাইন ডেস্ক new test post

new test post

জাতীয়

অনলাইন ডেস্ক

new test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test postnew test post

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ভারত যাচ্ছেন জনসন, কথা হবে ‘ইউক্রেইন নিয়েও’]]> https://stage.jugantor.com/international/535679/ভারত-যাচ্ছেন-জনসন-কথা-হবে-ইউক্রেইন-নিয়েও 535679 2022-04-17T14:53:40+06:00 যুগান্তর ডেস্ক ভারত যাচ্ছেন জনসন, কথা হবে ‘ইউক্রেইন নিয়েও’

ভারত যাচ্ছেন জনসন, কথা হবে ‘ইউক্রেইন নিয়েও’

আন্তর্জাতিক

যুগান্তর ডেস্ক

 

ইউক্রেইন সংকটে এক সুরে কথা না বলা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে চলতি সপ্তাহে ভারতে নামার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিশ্চয়ই ঘরোয়া রাজনৈতিক সমস্যা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইবেন।

২০২০ সালের জুনে ডাউনিং স্ট্রিটে এক জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের দেওয়া কোভিড-১৯ লকডাউন নিজেই ভেঙে জরিমানা গোনা জনসনের ওপর পদত্যাগের চাপ বাড়ছে।

এ নিয়ে ‘দুশ্চিন্তা’ সঙ্গী করেই বৃহস্পতিবার তার ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইস্টার উৎসবের ছুটির পর মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন ফের শুরু হবে; আর জনসন বলেছেন, তিনি ২০২০ সালের জুনে তার কার্যালয়ে জমায়েত প্রসঙ্গে ‘সত্য তুলে ধরবেন’।

ব্রিটিশ এ প্রধানমন্ত্রী এর আগে আইনপ্রণেতাদের বলেছিলেন, যুক্তরাজ্যে কোভিডের ওই রমরমা সময়ে তার কার্যালয়ে কোনো পার্টি হয়নি এবং সবসময় নির্দেশনা মেনে চলা হয়েছে।

শনিবার জনসনের কার্যালয় জানিয়েছে, সম্পর্ক আরও গভীর করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুই দেশের ‘কৌশলগত প্রতিরক্ষা, কূটনৈতিক এবং অর্থনৈতিক অংশীদারিত্ব’ নিয়ে বিশদ আলোচনা করবেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[‘ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে’]]> https://stage.jugantor.com/national/535678/ডিজিটাল-নিরাপত্তা-নিয়ে-নতুনভাবে-ভাবতে-হবে 535678 2022-04-12T16:21:30+06:00 যুগান্তর প্রতিবেদন ‘ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে’

‘ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে’

জাতীয়

যুগান্তর প্রতিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা জোরদার করার ওপর মনোনিবেশের বিষয়ে জোর দিয়ে বলেছেন, নতুন প্রযুক্তিগত উদ্ভাবন, উৎকর্ষতা এবং এর বিবর্তনের সঙ্গে নিরাপত্তার সমস্যাও বাড়বে।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর তৃতীয় সভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন।

আমাদের এখন নিরাপত্তার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আসলে, প্রযুক্তি যেমন আমাদের জন্য সুযোগ তৈরি করে, এটি সমস্যারও সৃষ্টি করতে পারে। এই দিক থেকে, আমাদের নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে।

ব্যাংকে জমা হওয়া টাকা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমাদের আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন চিন্তা আসবে। প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন চিন্তা আসবে। আমি এখন হয়ত ভাবছি এটা বোধহয় প্রযোজ্য, কিন্তু সেটা সামনে আরও যাবে। আমাদের সব সময় ওইভাবে মাথায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী গবেষণা বাড়ানোর নির্দেশনাও দেন। তিনি বলেন, গবেষণা করতে হবে। আমরাও যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। বাংলাদেশ সবার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে, সেটাই আমি চাই।

নতুন প্রজন্মের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে অনেকে, নিউ জেনারেশন তারা কিন্তু চলে আসছে। এসে কাজ করছে। কারণ আমাদের ডিজিটাল বাংলাদেশ করার ফলেই কিন্তু কাজগুলো সহজ হয়ে গেছে। যে কারণে তারা এখন দেখে যে বাংলাদেশে বসেও তারা নিজেদের কাজগুলো ভালোভাবে করতে পারছে।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[Police Clash]]> https://stage.jugantor.com/national/535677/Police-Clash 535677 2022-04-02T14:03:14+06:00 অনলাইন ডেস্ক Police Clash

Police Clash

জাতীয়

অনলাইন ডেস্ক

Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash 

 

Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash Police Clash 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[A sdafasdfasdf]]> https://stage.jugantor.com/national/535676/A-sdafasdfasdf 535676 2022-03-31T22:25:43+06:00 অনলাইন ডেস্ক A sdafasdfasdf

A sdafasdfasdf

জাতীয়

অনলাইন ডেস্ক

fsdafasdfasdfasdfasdfasdfasd

© JUGANTOR.COM
]]>
<![CDATA[প্রিমিয়ার ব্যাংকের ৫ শাখায় ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবা উদ্বোধন]]> https://stage.jugantor.com/national/535675/প্রিমিয়ার-ব্যাংকের-৫-শাখায়-ইসলামি-ব্যাংকিং-উইন্ডো-সেবা-উদ্বোধন 535675 2022-03-31T21:15:18+06:00 অনলাইন ডেস্ক প্রিমিয়ার ব্যাংকের ৫ শাখায় ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবা উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংকের ৫ শাখায় ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবা উদ্বোধন

জাতীয়

অনলাইন ডেস্ক

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবাকে সম্প্রসারিত করার লক্ষে পাঁচটি শাখায় (ঢাকার বংশাল শাখায়, কিশোরগঞ্জের বাঁশগাড়ি শাখায়, গাজীপুরের বোর্ড বাজার শাখায়, ফরিদপুর শাখায় এবং নরসিংদী শাখায়) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবা উদ্বোধন করা হয়।

ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম, এফসিএমএ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল, এসইভিপি এবং চিফ ক্রেডিট অফিসার (সিসিও) আনিসুল কবির, এসইভিপি এবং এসএমই ও কৃষি বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, এসইভিপি এবং চিফ এইচআর অফিসার (সিএইচআরও) মামুন মাহমুদ, ইভিপি এবং ইন্টারন্যাশনাল ডিভিশন প্রধান শিবলি সাদেক, ইভিপি এবং আইটি বিভাগের প্রধান মাশুকুর রহমান ও ইভিপি এবং কার্ড বিভাগের প্রধান মীর শফিকুল ইসলাম, এসইভিপি ও ইসলামি ব্যাংকিং বিভাগের প্রধান ইলিয়াস প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে যোগ দেন।

ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবা যে ৫টি  শাখায় উদ্বোধন করা হয় সে সকল শাখার প্রধান ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[dfsgsdfgsdfg]]> https://stage.jugantor.com/international/535674/dfsgsdfgsdfg 535674 2022-03-31T02:47:45+06:00 অনলাইন ডেস্ক dfsgsdfgsdfg

dfsgsdfgsdfg

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

fsdafsadfsadfasdfsa fsdaf sadfsadf 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[fsdafasdfasd]]> https://stage.jugantor.com/national/535640/fsdafasdfasd 535640 2022-03-31T02:08:07+06:00 অনলাইন ডেস্ক fsdafasdfasd

fsdafasdfasd

জাতীয়

অনলাইন ডেস্ক

fsadfasdfsdafsadfasd

© JUGANTOR.COM
]]>
<![CDATA[fsdafasdfas]]> https://stage.jugantor.com/national/535639/fsdafasdfas 535639 2022-03-31T02:05:28+06:00 অনলাইন ডেস্ক fsdafasdfas

fsdafasdfas

জাতীয়

অনলাইন ডেস্ক

dsafsadfsdafsadfasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[hfkasdfasdflkjasd]]> https://stage.jugantor.com/national/535638/hfkasdfasdflkjasd 535638 2022-03-31T01:57:07+06:00 অনলাইন ডেস্ক hfkasdfasdflkjasd

hfkasdfasdflkjasd

জাতীয়

অনলাইন ডেস্ক

sjkdahfasdkjhfjkldasjklfhklasd

© JUGANTOR.COM
]]>
<![CDATA[fsdafasdfasdfasdf]]> https://stage.jugantor.com/national/535637/fsdafasdfasdfasdf 535637 2022-03-31T01:53:39+06:00 অনলাইন ডেস্ক fsdafasdfasdfasdf

fsdafasdfasdfasdf

জাতীয়

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafasdfasdfasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test sorker]]> https://stage.jugantor.com/national/535636/test-sorker 535636 2022-03-31T01:41:13+06:00 অনলাইন ডেস্ক test sorker

test sorker

জাতীয়

অনলাইন ডেস্ক

government

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535635/test 535635 2022-03-31T00:36:11+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535634/test 535634 2022-03-31T00:35:40+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535633/test 535633 2022-03-31T00:30:57+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535632/test 535632 2022-03-31T00:30:35+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535631/test 535631 2022-03-31T00:29:12+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535630/test 535630 2022-03-31T00:26:43+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535629/test 535629 2022-03-31T00:25:51+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535628/test 535628 2022-03-31T00:24:59+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535627/test 535627 2022-03-31T00:24:22+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535626/test 535626 2022-03-31T00:23:44+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535625/test 535625 2022-03-31T00:22:44+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[test]]> https://stage.jugantor.com/covid-19/535624/test 535624 2022-03-31T00:20:31+06:00 অনলাইন ডেস্ক test

test

কোভিড-১৯

অনলাইন ডেস্ক

fsdafsadfsdafsdafasdf

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রিয়াল-পিএসজি দুই মেরুতে]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535673/রিয়ালপিএসজি-দুই-মেরুতে 535673 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া ডেস্ক রিয়াল-পিএসজি দুই মেরুতে

রিয়াল-পিএসজি দুই মেরুতে

খেলা

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জেতায় ফিরতি ম্যাচের আগে মানসিকভাবে চাঙ্গা থাকার কথা পিএসজির। কিন্তু আগামী বুধবার বার্নাব্যুতে দ্বিতীয় লেগের আগে মিলছে উলটো ছবির দেখা। রিয়াল উড়ছে আর পিএসজি ধুঁকছে। শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দারুণভাবে মহারণের প্রস্তুতি সেরেছে রিয়াল। অন্যদিকে ফরাসি লিগে নিসের কাছে ১-০ গোলে হেরে জোর ধাক্কা খেয়েছে পিএসজি। নিষেধাজ্ঞার দরুন খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। পিএসজির অন্য দুই মহাতারকা লিওনেল মেসি ও নেইমার ছিলেন নিজেদের ছায়া হয়ে। তাদের মলিনতায় নিসের গোলমুখ খুলতে না পারা পিএসজি ৮৮ মিনিটে গোল হজম করে বসে। ২০১৯ সালের পর এই প্রথম লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ হারল পিএসজি। লিগের শিরোপা রেসে ১৩ পয়েন্টে এগিয়ে থারলেও এই হারে রিয়ালের মাঠে অগ্নিপরীক্ষার আগে মেসিদের আত্মবিশ্বাস নড়ে যেতে পারে।

ঘরের মাঠে রিয়ালও শুরুতে পিছিয়ে পড়েছিল। কিন্তু ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি তাদের। এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদরিচ, করিম বেনজেমা ও মার্কো আসেনসিওর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আন্সেলোত্তির দল। টানা তৃতীয় জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে। ২৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সাদিও মানে। বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

ফুটবল মাঠে লঙ্কাকাণ্ড : মেক্সিকোর শীর্ষ লিগের একটি ম্যাচ চলাকালীন সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। কুয়েরেতারো ও আতলাসের ম্যাচে ঘটে এই ঘটনা। সমর্থকদের মারামারি মাঠের মধ্যেও চলে এলে ৬৩ মিনিটের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন ১-০ গোলে এগিয়ে ছিল আতলাস। কিছু খেলোয়াড় সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। পরে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুইজন গুরুতর আহত হয়েছেন।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ম্যানেজমেন্টের ভাবনায় ফিল্ডিং]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535672/ম্যানেজমেন্টের-ভাবনায়-ফিল্ডিং 535672 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া প্রতিবেদক ম্যানেজমেন্টের ভাবনায় ফিল্ডিং

ম্যানেজমেন্টের ভাবনায় ফিল্ডিং

খেলা

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে ভালো-মন্দের মিশেলে এক সিরিজ শেষ করল বাংলাদেশ। ওয়ানডে ও টি ২০, দুই ফরম্যাটেই সিরিজের শেষ ম্যাচ হেরেছে স্বাগতিকরা। দুটি হার না হলে বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির সিরিজ হতে পারত। ঘরের মাটিতে সুযোগ হাতছাড়া করে খুব বেশি সন্তুষ্ট হতে পারছে না বাংলাদেশ। এর মধ্যে ১১ ও ১২ মার্চ দুই ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন তামিম-মুমিনুলরা। তার আগে ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে বড় চিন্তায় বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসাবে তিনটি ওয়ানডে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে সফরকারীরা।

আফগানিস্তানের বিপক্ষে দুই হারেই অনেক ক্যাচ মিস হয়েছে বাংলাদেশের। সব মিলে ওয়ানডে ও টি ২০ সিরিজের পাঁচ ম্যাচে নয় ক্যাচের সঙ্গে আরও কিছু হাফ চান্স নষ্ট হয়েছে। টি ২০ বিশ্বকাপ থেকেই ক্যাচ মিসের মহড়া চলছে। অনেক চেষ্টার পরও ফিল্ডিংয়ে ধারাবাহিকতা আসছে না। ফিল্ডিংয়ের ব্যর্থতার কারণে বিশ্বকাপের পরই রায়ান কুককে আর রাখেনি বিসিবি। এরপর দেশি কোচ মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহকে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ক্যাচ মিস করে হতাশায় পুড়েছিল স্বাগতিকরা। আফগানিস্তানের বিপক্ষেও ক্যাচ মিসে একটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচ হেরেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিংয়ে ব্যাটিংয়ের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে না টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ফিল্ডিং নিয়েই চিন্তা বেশি। কোচরা ঠিক বুঝতে পারছেন না কোথায় সমস্যা। অনুশীলনের সময় কোনো সমস্যা পাওয়া যায় না, ম্যাচে গেলেই গলদ শুরু হয়ে যায়। শনিবার নতুন ফিল্ডিং কোচ নিশ্চিত করেছে বিসিবি। অস্ট্রেলিয়ান কোচ শেন ম্যাকডারমট আশাবাদী বাংলাদেশকে নিয়ে। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত হয়ে জানাচ্ছি যে আমি বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আবার কাজ করব, দারুণ লাগছে। ২০০৬ ও ২০০৯ সালে একাডেমিতে যাদের সঙ্গে কাজ করেছি, ‘এ’ দল ও জাতীয় দলের অনেকের সঙ্গে যেমন সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহসহ অনেকের সঙ্গে কাজ করেছি।’

ফিল্ডিংয়ে দলকে অন্য জায়গায় দেখার আশার কথা জানালেন ম্যাকডারমট। তিনি বলেন, ‘আমি এটা নিশ্চিত করব যে ফিল্ডিং ইউনিট হিসাবে দল সব সময় সেরা প্রচেষ্টা করবে। আমরা জানি ফিল্ডিং অনেক সময় জয় বা পরাজয়ের কারণ হয়। আমি চেষ্টা করব যেন দল হারার চেয়ে বেশি জেতে। সবার সঙ্গে দ্রুত দেখা করতে মুখিয়ে আমি।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসাবে যোগ দিয়েছেন সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। সিরিজের মধ্যে পেস বোলিং কোচ হিসাবে বিসিবি নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার অ্যালান ডোনাল্ডকে। প্রোটিয়া সফরে বাংলাদেশ পুরো কোচিং স্টাফ পেলেও সেখান থেকে কোনো সুখবর নিয়ে ফিরতে পারবে কি না বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষায়।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[আজ ইন্দোনেশিয়া যাচ্ছে হকি দল]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535671/আজ-ইন্দোনেশিয়া-যাচ্ছে-হকি-দল 535671 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া প্রতিবেদক আজ ইন্দোনেশিয়া যাচ্ছে হকি দল

আজ ইন্দোনেশিয়া যাচ্ছে হকি দল

খেলা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে খেলতে আজ ইন্দোনেশিয়া যাচ্ছে জাতীয় হকি দল। তার আগে রোববার ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও অফিশিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সময় বিমানবাহিনী প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। ১১-২০ মার্চ জাকার্তায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। এএইচএফ কাপে সেরা পাঁচে থাকতে পারলে এশিয়ান গেমস এবং সেরা তিনে থাকতে পারলে জিমিরা পাবেন এশিয়া কাপের টিকিট।

জাকার্তা যাওয়ার আগে বিকেএসপিতে প্রায় ২০ দিন অনুশীলন করেছেন জিমিরা। গত দুটি বাছাইপর্বেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ১০ দলের টুর্নামেন্টে এবার সেই স্বপ্ন নিয়েই লাল-সবুজ দল ঢাকা ছাড়ছে। অধিনায়ক সারোয়ার হোসেন বলেন, ‘অনুশীলনের পাশাপাশি ম্যাচের ভিডিও দেখে বিশ্লেষণ করেছি। ভারত, বেলজিয়ামের মতো বড় দলের খেলা দেখে অনুশীলন করেছি।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[দেখতে পারেন]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535670/দেখতে-পারেন 535670 2022-03-31T00:00:00+06:00 দেখতে পারেন

দেখতে পারেন

খেলা

ক্রিকেট

২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ ও পাকিস্তান

সরাসরি, গাজী টিভি ও স্টার স্পোর্টস-২, ভোর ৪টা

পাকিস্তান ও অস্ট্রেলিয়া

প্রথম টেস্টের চতুর্থদিন, রাওয়ালপিন্ডি, সরাসরি, সনি সিক্স ও টি স্পোর্টস, বেলা ১১টা

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম ও এভারটন

স্টার স্পোর্টস সিলেক্ট-১, রাত ২টা

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বিকেএসপি চ্যাম্পিয়ন]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535669/বিকেএসপি-চ্যাম্পিয়ন 535669 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া প্রতিবেদক বিকেএসপি চ্যাম্পিয়ন

বিকেএসপি চ্যাম্পিয়ন

খেলা

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৮ বয়েজ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। রোববার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৬-২৮ পয়েন্টে স্বাগতিক চট্টগ্রাম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বাবলা সভাপতি সম্পাদক সামন]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535668/বাবলা-সভাপতি-সম্পাদক-সামন 535668 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া প্রতিবেদক বাবলা সভাপতি সম্পাদক সামন

বাবলা সভাপতি সম্পাদক সামন

খেলা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন সনৎ বাবলা এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সামন হোসেন। শুক্রবার বিওএ’তে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। দুই যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন রেদওয়ান সুলতান শুয়েব ও মুজনেবীন তারেক, সাংগঠনিক সম্পাদক পদে রুবেল জুবায়ের, দপ্তর সম্পাদক পদে সামিউর রহমান, অর্থ সম্পাদক পদে মিঞা রফিকুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল তিতুমীর।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[খাজার তিন রানের আক্ষেপ]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535667/খাজার-তিন-রানের-আক্ষেপ 535667 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া ডেস্ক খাজার তিন রানের আক্ষেপ

খাজার তিন রানের আক্ষেপ

খেলা

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করলেও উসমান খাজার জন্ম পাকিস্তানে। শৈশবেই বাবা-মার সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। নিজের জন্মভূমিতে এর আগে কখনো খেলা হয়নি খাজার। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাটিতে নিজের প্রথম ম্যাচ সেঞ্চুরিতে রাঙানোর সুযোগ এসেছিল খাজার সামনে। কিন্তু নড়বড়ে নব্বইয়ের শিকার হয়ে তাকে পুড়তে হলো তিন রানের আক্ষেপে। রোববার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয়দিনে ৯৭ রানে আউট হন খাজা। আগেরদিন চার উইকেটে ৪৭৬ রান তুলে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণার পর মাত্র এক ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কাল তৃতীয়দিনেও বৃষ্টি ও আলোকস্বল্পতায় ১৮ ওভার কম খেলা হয়েছে। তিন ফিফটিতে দুই উইকেটে ২৭১ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারকে ৬৮ রানে থামিয়ে ১৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাজিদ খান। আরেক স্পিনার নুমান আলীকে রিভার্স সুইপ করতে গিয়ে ৯৭ রানে কাটা পড়েন খাজা। রিভিউ নিয়ে তাকে ফেরায় পাকিস্তান। দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেওয়া মারনাস লাবুশেন ৬৯ ও স্টিভেন স্মিথ ২৪ রানে অপরাজিত। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে এখনো ২০৫ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস ৪৭৬/৪ ডিক্লেয়ার

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৭১/২ (খাজা ৯৭, ওয়ার্নার ৬৮, লাবুশেন ৬৯*, স্মিথ ২৪*। সাজিদ খান ১/৯৪, নুমান আলী ১/৪৯)।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ম্যানচেস্টারের রাজা সিটি]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535666/ম্যানচেস্টারের-রাজা-সিটি 535666 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া ডেস্ক ম্যানচেস্টারের রাজা সিটি

ম্যানচেস্টারের রাজা সিটি

খেলা

ক্রীড়া ডেস্ক

চোটের কারণে দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও এদিনসন কাভানি। আক্রমণভাগে বড় দুই তারকাকে ছাড়া ডার্বি যুদ্ধে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পেরে উঠল না ম্যানইউ। দাপুটে জয়ে ম্যানসিটি বুঝিয়ে দিল ম্যানচেস্টারের রাজা এখনও তারাই। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে কেবিন ডি ব্রুইন ও রিয়াদ মহরেজের জোড়া গোলে ম্যানইউকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা রেসে ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে ম্যানসিটি। ম্যানইউর একমাত্র গোলটি করেন জ্যাডন সানচোর। আরেক ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে আর্সেনাল জিতেছে ৩-২ গোলে। লা লিগায় এলচেকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বার্সেলোনা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জেতায় ফিরতি ম্যাচের আগে মানসিকভাবে চাঙ্গা থাকার কথা পিএসজির। কিন্তু আগামী বুধবার বার্নাব্যুতে দ্বিতীয় লেগের আগে মিলছে উলটো ছবির দেখা। রিয়াল উড়ছে আর পিএসজি ধুঁকছে। শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দারুণভাবে মহারণের প্রস্তুতি সেরেছে রিয়াল। অন্যদিকে ফরাসি লিগে নিসের কাছে ১-০ গোলে হেরে জোর ধাক্কা খেয়েছে পিএসজি। নিষেধাজ্ঞার দরুন খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। পিএসজির অন্য দুই মহাতারকা লিওনেল মেসি ও নেইমার ছিলেন নিজেদের ছায়া হয়ে। তাদের মলিনতায় নিসের গোলমুখ খুলতে না পারা পিএসজি ৮৮ মিনিটে গোল হজম করে বসে। ২০১৯ সালের পর এই প্রথম লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ হারল পিএসজি। লিগের শিরোপা রেসে ১৩ পয়েন্টে এগিয়ে থারলেও এই হারে রিয়ালের মাঠে অগ্নিপরীক্ষার আগে মেসিদের আত্মবিশ্বাস নড়ে যেতে পারে। ঘরের মাঠে রিয়ালও শুরুতে পিছিয়ে পড়েছিল। কিন্তু ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি তাদের। এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদরিচ, করিম বেনজেমা ও মার্কো আসেনসিওর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আন্সেলোত্তির দল। টানা তৃতীয় জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে। ২৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সাদিও মানে। বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[জাদেজায় শেষ শ্রীলংকা]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535665/জাদেজায়-শেষ-শ্রীলংকা 535665 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া ডেস্ক জাদেজায় শেষ শ্রীলংকা

জাদেজায় শেষ শ্রীলংকা

খেলা

ক্রীড়া ডেস্ক

ঠিক যেন প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি। আরও একবার ভারতের স্পিন বিষে নীল হলো শ্রীলংকার ব্যাটিং। আবারও তারা গুটিয়ে গেল দুইশর নিচে। ইতিহাসের পাতা রাঙানো অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলংকাকে গুঁড়িয়ে বিরাট কোহলির শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন রবীন্দ্র জাদেজা। ব্যাটে-বলে তার অনবদ্য পারফরম্যান্সে মোহালিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট তিনদিনেই জিতল ভারত। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বের পথচলা শুরু হলো বিশাল জয় দিয়ে। ভারত জিতেছে ইনিংস ও ২২২ রানে। রোববার তৃতীয়দিনে দুই ইনিংস মিলিয়ে শ্রীলংকা হারায় ১৬ উইকেট। চার উইকেটে ১০৮ রান নিয়ে দিন শুরু করা শ্রীলংকা প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭৮ রানে। প্রথম ইনিংসে পাথুম নিশাঙ্কা ৬১ ও দ্বিতীয় ইনিংসে নিরোশান ডিকভেলা ৫১ রানে অপরাজিত ছিলেন। আর কেউ চল্লিশের ঘরে যেতে পারেননি। এর আগে ভারত তাদের একমাত্র ইনিংস ঘোষণা করেছিল আট উইকেটে ৫৭৪ রান তুলে।

টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে দেড়শ ছাড়ানো ইনিংস খেলার পর ম্যাচে ১০ উইকেট নেওয়ার সম্ভাবনা জাগিয়ে অল্পের জন্য পারেননি জাদেজা। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তার শিকার চারটি। অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পর ম্যাচে তার প্রাপ্তি নয় উইকেট। এক টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেটের কীর্তিতে ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসানের পাশে নাম লেখাতে না পারলেও রেকর্ডের এমন এক পাতায় জাদেজা নাম লিখিয়েছেন, যেখানে গত প্রায় ৫০ বছরেও পা পড়েনি কারও। দেড়শ ছাড়ানো ইনিংস খেলার পর ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার তিনি। জাদেজার আগে ১৯৭৩ সালে সবশেষ এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের মুশতাক মোহাম্মদ। দ্বিতীয় ইনিংসে জাদেজার সমান চার উইকেট নেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। কপিল দেবকে (৪৩৪) টপকে অশ্বিন (৪৩৬) এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস ৫৭৪/৮ ডিক্লেয়ার।

শ্রীলংকা প্রথম ইনিংস ১৭৪ (করুনারত্নে ২৮, নিশাঙ্কা ৬১*, আসালাঙ্কা ২৯। জাদেজা ৫/৪১, অশ্বিন ২/৪৯, বুমরা ২/৩৬)।

শ্রীলংকা দ্বিতীয় ইনিংস ১৭৮ (ম্যাথিউস ২৮, ধনঞ্জয়া ৩০, ডিকভেলা ৫১*। জাদেজা ৪/৪৬, অশ্বিন ৪/৪৭, শামি ২/৪৮)। ফল : ইনিংস ও ২২২ রানে জয়ী ভারত।

ম্যান অব দ্য ম্যাচ : রবীন্দ্র জাদেজা (ভারত)।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[‘এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন’]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535664/এই-বুঝি-বাবা-এসে-দরজায়-কড়া-নাড়বেন 535664 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া ডেস্ক ‘এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন’

‘এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন’

খেলা

ক্রীড়া ডেস্ক

শেন ওয়ার্নের অকালবিদায়ে কাঁদছে গোটা ক্রিকেট বিশ্ব। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তির এভাবে চলে যাওয়া মানতেই পারছেন না তার পরিবারের সদস্যরা। ওয়ার্নের তিন সন্তান, সাবেক স্ত্রী, বাবা-মা সবাই শোকের সাগরে ভাসছেন। স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে গেলেও তিন সন্তান সামার, ব্রুক ও জ্যাকসনের সঙ্গে সব সময় যোগাযোগ ছিল ওয়ার্নের। বাবা হিসাবে কখনো নিজের দায়িত্বে অবহেলা করেননি সর্বকালের সেরা লেগ-স্পিনার। ওয়ার্নের সন্তানদের মানসিক অবস্থার কথা কাল জানিয়েছেন তার দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু জেমস এরসকাইন, ‘তিন সন্তানই শোকে হতবিহ্বল। জ্যাকসন আমাকে বলেছে, আমাদের মনে হচ্ছে এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন। এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো।’ সাবেক স্বামীর মৃত্যুতে কালাহানও একদম ভেঙে পড়েছেন। ওয়ার্নের বাবা ও মাও ভেঙে পড়েছেন। ওয়ার্নের পরিবার যত দ্রুত সম্ভব তার মরদেহ অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। রোববার থাইল্যান্ডের কো সামুইয়ের সুরাথানি হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ওয়ার্নের হোটেল রুমে রক্ত পাওয়া গেলেও তার মৃত্যুকে সন্দেহজন বলে মনে করছেন না থাই পুলিশ। কারন অচেতন অবস্থায় উদ্ধারের পর সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বন্ধুরা। এসময় মৃতের মুখ দিয়ে অনেক পানীয় ও রক্ত বের হয়েছিল। হার্টে জটিলতা ও অ্যাজমার সমস্যা আগে থেকেই ছিল তার। এদিকে ওয়ার্নের পরিবারের সম্মতি পাওয়ার পর কাল ভিক্টোরিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মেলবোর্নে রাষ্ট্রীয় মর্যাদায় হবে এই মহাতারকার শেষকৃত্য।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[চ. আবাহনীর প্রথম হার বারিধারার চমক]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535663/চ.-আবাহনীর-প্রথম-হার-বারিধারার-চমক 535663 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া প্রতিবেদক চ. আবাহনীর প্রথম হার বারিধারার চমক

চ. আবাহনীর প্রথম হার বারিধারার চমক

খেলা

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর পর এবার ‘অপরাজিত’ তকমা খুইয়ে বসল চট্টগ্রাম আবাহনীও। রোববার মুন্সীগঞ্জে শেখ জামালের কাছে ২-১ গোলে হেরেছে মারুফুল হকের দল। এখনো অপরাজিত রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জে চমক দেখিয়েছে উত্তর বারিধারা। তারা ৩-২ গোলে হারিয়েছে শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়া চক্রকে। একই দিনে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা আবাহনী ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি উপভোগ্যই ছিল। শেখ জামালের হয়ে দুটি গোল করেন গাম্বিয়ান অধিনায়ক সলোমন। ২৯ মিনিটে প্রথম গোলটি ছিল দুর্দান্ত। বক্সের বাইরে থেকে অসাধারণ জোরালো শটে শেখ জামালকে এগিয়ে দেন (১-০)। ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটিতে সলোমন ভালো ফিনিশিং করলেও এতে চট্টগ্রাম আবাহনীর গোলকিপার ও ডিফেন্ডারদের ভুল ছিল। গোলকিপারের হাত ফস্কে যাওয়ার পর সামনে থাকা ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সলোমন বল জালে পাঠাতে ভুল করেননি (২-০)। ৮৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে এক গোল শোধ দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংকগড (১-২)। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে বন্দরনগরীর দলটি। রেফারির শেষ বাঁশি বাজার পর কোচ মারুফকে ম্যাচ কমিশনার ও চতুর্থ রেফারির সঙ্গে খানিকটা উত্তেজিত আচরণ করতে দেখা যায়। এই জয়ে শেখ জামাল ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে।

এদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র বড় বাজেটের দল গড়েও নামের প্রতি সুবিচার করতে পারছে না। কাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১১ মিনিটের মধ্যে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। ৩৯ মিনিটে এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিক উত্তর বারিধারা। পরের মিনিটে সুজন বিশ্বাসের গোলে ম্যাচে সমতা আসে। ম্যাচের অন্তিম সময়ে সেই সুজনের গোলে বারিধারা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে (৩-২)। এই হারে পয়েন্ট টেবিলে নবম স্থানে নেমে গেছে শেখ রাসেল। সাত ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট অল ব্লুজদের। রাসেলের চেয়ে অনেক দুর্বল দল হয়েও বারিধারা সাত পয়েন্ট নিয়ে তাদের চেয়ে একধাপ উপরে। অন্যদিকে সিলেটে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীর হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন ও কোস্টারিকা ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস একটি করে গোল করেন। সাইফের হয়ে এক গোল শোধ দেন রুয়ান্ডার ফরোয়ার্ড এমারি সাইসেঙ্গে।

আজকের খেলা

প্রিমিয়ার ফুটবল লিগ

মুক্তিযোদ্ধা ও রহমতগঞ্জ

(গোপালগঞ্জ স্টেডিয়াম বেলা ৩টা ৩০)

পুলিশ ও স্বাধীনতা ক্রীড়া সংঘ

(রাজশাহী স্টেডিয়াম বেলা ৩টা ৩০)

© JUGANTOR.COM
]]>
<![CDATA[খেলতে চান না সাকিব]]> https://stage.jugantor.com/todays-paper/sports/535662/খেলতে-চান-না-সাকিব 535662 2022-03-31T00:00:00+06:00 ক্রীড়া প্রতিবেদক খেলতে চান না সাকিব

খেলতে চান না সাকিব

খেলা

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত দলে রয়েছেন বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। দল ঘোষণার আগে তিনি সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলার কথা জানান বিসিবিকে। হঠাৎ করেই রোববার ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে রাতে সাকিব জানালেন, ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই তিনি। এ মুহূর্তে নিজেকে তার মনে হচ্ছে ক্রিকেট উপভোগ করতে পারছেন না। বিসিবিকে চিঠি দিলেও তাতে সাকিব উল্লেখ করেননি যে তিনি ওয়ানডে বা টেস্ট খেলবেন না। শুধু নিজের অবস্থান তুলে ধরেছেন।

কাল বিমানবন্দর সংবাদ মাধ্যমের সামনে সাকিব বলেন, “আফগানিস্তান সিরিজে মনে হয়েছে যে আমি একজন ‘প্যাসেঞ্জার’। আমি যা হয়ে কখনোই থাকতে চাই না। আমি খেলা একদমই উপভোগ করতে পারিনি। পুরো সিরিজই, টি ২০ এবং ওয়ানডে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার মনে হয় না, এরকম মন-মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলা আমার উচিত হবে।” তিনি বলেন, ‘এই কথা আমি জালাল ভাইয়ের (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান) সঙ্গেও আলাপ করেছি আজকে (রোববার)। জালাল ভাই বলেছেন, দুদিন তিনি চিন্তা করবেন, আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন। তারপর সিদ্ধান্ত একটা নেওয়া উচিত বা হবে।’ চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দিনে বোর্ড সভাপতি নাজমুল হাসান তার সঙ্গে কথা বলে সংবাদ সম্মেলনে জানান, দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন সাকিব। এ অলরাউন্ডার এখন মনে করছেন, এরকম মনমানসিকতা নিয়ে খেললে সেটা দলের জন্যই ক্ষতিকর হবে। তিনি বলেন, ‘এরকম যদি মনমানসিকতা থাকে, এরকম শারীরিক ও মানসিক অবস্থা থাকে, তাহলে দলের জন্যই তা ক্ষতিকর। নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষ যা প্রত্যাশা করে পারফরম্যান্স, সেটা যদি করতে না পারি, সেখানে প্যাসেঞ্জার হয়ে থাকাটা খুবই দুঃখজনক হবে, সতীর্থদের সঙ্গে প্রতারণা করার মতো ব্যাপার হবে বলেই মনে করি।’

এদিকে বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা করে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছিলেন সেটা স্বীকার করেছেন সাকিব। তবে টি ২০ সিরিজের পর বদলে গেছে তার মনোভাব। মিরপুর শেরেবাংল জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টি ২০ সিরিজ শেষে বোর্ড পরিচালকদের মধ্যে অনেক রাত পর্যন্তই সাকিবকে নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সেটা কি তা জানা যায়নি তখন। সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সঙ্গে কথা হয়েছিল, রাজিও হয়েছি যে পুরো সিরিজ খেলব। কিন্তু এখন যে মানসিক ও শারীরিক কন্ডিশন দেখছি, আমার কিছু সময় দরকার। সেটা হতে পারে ওয়ানডে সিরিজে বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজ খেলি, তুলনামূলক ভালো শারীরিক ও মানসিক অবস্থায় হয়তো থাকতে পারব। সেটা হতে পারে।’ তিনি বলেন, ‘এগুলো আসলে আলোচনার ওপর নির্ভর করবে যে কী করলে ভালো হয়। তবে আমার বর্তমান অবস্থা এটা। যদি এই অবস্থায় খেলতে যাই, আমার সতীর্থদের ও দেশের সঙ্গে প্রতারণা করার মতোই ব্যাপার হবে, যা আমি অবশ্যই চাই না।’ দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের জন্য ১১ ও ১২ মার্চ দুই ধাপে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[গোড়াতেই গলদ!]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535661/গোড়াতেই-গলদ 535661 2022-03-31T00:00:00+06:00 সাদ্দাম হোসেন ইমরান গোড়াতেই গলদ!

গোড়াতেই গলদ!

প্রথম পাতা

সাদ্দাম হোসেন ইমরান

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে পণ্য আমদানি বাড়ছে। গত ৩ মাসে চট্টগ্রাম কাস্টমসে অবৈধ পণ্য আটকের কয়েকটি ঘটনায় বিষয়টির প্রমাণ পাওয়া গেছে। জাল-জালিয়াতির মাধ্যমে ট্রেড লাইসেন্স, আয়কর সনদ (করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন), ব্যবসা নিবন্ধন নম্বর (বিআইএন), আমদানি সনদ (আইআরসি) নিয়ে পণ্য আমদানি করছে চোরাচালান সিন্ডিকেট। কিন্তু এ চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এসব জালিয়াতির পেছনে প্রত্যক্ষভাবে লাইসেন্স প্রদানকারী সংস্থাগুলোর গাফিলতিকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, কয়েকটি সনদ দেওয়ার আগে ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ সুযোগে অসাধু চক্র নিরীহ ও অন্য ব্যক্তির নামে নামসর্বস্ব কোম্পানি খুলে সনদ বানিয়ে নিচ্ছে। এজন্য সরকারি সংস্থাগুলোর সনদ দেওয়ার পুরো প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। দেশের প্রচলিত সব আইন অনুযায়ী, বাণিজ্যিকভাবে পণ্য আমদানি করতে সরকারি একাধিক দপ্তরের সনদ প্রয়োজন হয়। শুরুতে ব্যবসার প্রকৃতি অনুযায়ী ট্রেড লাইসেন্স নিতে হয়। সিটি করপোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে এটি নেওয়া লাগে। এরপর টিআইএন নিতে হয় সংশ্লিষ্ট আয়কর অফিস থেকে। একই প্রক্রিয়ায় বিআইএন নিতে ভ্যাট অফিসের আবেদন করতে হয়। ব্যবসাসংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সদস্য পদ নেওয়ার পর আইআরসির জন্য আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে আবেদন করতে হয়। প্রতিটি ক্ষেত্রেই আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র সনদ দেওয়া বাধ্যতামূলক।

খোঁজ নিয়ে দেখা গেছে, ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে সিটি করপোরেশন বা ইউনিয়ন পরিষদ বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করছে না। সব অনিয়মের উৎপত্তি এই লাইসেন্স থেকেই শুরু। আবেদনকারী প্রতিষ্ঠানে সরেজমিন তদন্তের পর লাইসেন্স ইস্যুর বিধান থাকলেও লাইসেন্স সুপারভাইজাররা সেটি যথাযথভাবে মানছে না। ফলে অস্তিত্বহীন প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করার বৈধতা পাচ্ছে। এই ট্রেড লাইসেন্স দেখিয়ে পরে টিআইএন গ্রহণ করছে সংশ্লিষ্ট আয়কর অফিস থেকে। সেখানেও আবেদনকারীর প্রতিষ্ঠান পরিদর্শন ছাড়াই শুধু ট্রেড লাইসেন্সে উল্লিখিত নাম-ঠিকানার ভিত্তিতে টিআইএন ইস্যু করছে। একই অবস্থা ভ্যাটের ক্ষেত্রে। আবেদন জমার পর প্রাথমিক তথ্যের সত্যতা যাচাইয়ের বিধান থাকলেও সেটি মানা হচ্ছে না। কর্মকর্তাদের ম্যানেজ করার মাধ্যমে বিআইএন পাওয়া যাচ্ছে হরহামেশাই।

এ বিষয়ে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যবসাসংক্রান্ত লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে (ট্রেড লাইসেন্স, টিআইএন, বিআইএন, আইআরসি) যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে পণ্য আমদানি হয়ে থাকে। এক্ষেত্রে যারা লাইসেন্স দিয়ে থাকে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। চোরাকারবারির পক্ষে একা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে লাইসেন্স নেওয়া সম্ভব নয়। এতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের যোগসাজশ অবশ্যই রয়েছে এবং সেটা অবশ্যই অবৈধ লেনদেনের বিনিময়ে। এ ধরনের ঘটনা যে দপ্তরে ধরা পড়ুন না কেন, ব্যবসাসংক্রান্ত লাইসেন্স প্রদানকারী কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় না আনলে অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে না। পাশাপাশি এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে পণ্য আমদানি বন্ধে কাস্টমসকে সজাগ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ইতোমধ্যে যেসব ঘটনা উদঘাটন হয়েছে, সেগুলো সুরাহা না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিজেদেরও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে অনুসন্ধান চালিয়ে যেতে হবে। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো চট্টগ্রাম কাস্টমসের এক চিঠিতে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে পণ্য আমদানির বিস্তারিত তুলে ধরা হয়। এতে বলা হয়, গত বছরের ডিসেম্বর বাপ্পু ও আরাফাত এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান কাগজ ঘোষণায় সিগারেটের জাল ব্যান্ডরোল আমদানি করে। এছাড়া মারহাবা ফ্রেশ ফ্রুটস নামে আরেকটি প্রতিষ্ঠান আপেল ঘোষণায় আপেলের মধ্যে লুকিয়ে সিগারেট আমদানি করেছে। কিন্তু ৩টি প্রতিষ্ঠানের একটিরও সরেজমিন গিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ শুল্ক ফাঁকির উদ্দেশ্যে জালজালিয়াতির মাধ্যমে নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স, টিআইএন, বিআইএন ও আইআরসি নিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে।

এসব চোরাচালানের ঘটনায় কাস্টমসের নিজস্ব অনুসন্ধানের বর্ণনা দিয়ে চিঠিতে আরও বলা হয়, আমদানিকারক ভুয়া ঠিকানা ব্যবহার করে বিআইএন নিয়েছেন। রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও সিএনজিচালকের নামে এসব প্রতিষ্ঠান কাগজপত্র বানিয়ে কোটি কোটি টাকার পণ্য আমদানি করেছে। এতে বোঝা যায়, বড় চোলাচালানি চক্র এ কাজে জড়িত। এরা হয়তো প্রলোভন দেখিয়ে নিরীহ লোকজনের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ট্রেড লাইসেন্স, টিআইএন, বিআইএন, আইআরসি ও ব্যাংক হিসাব খুলে মিথ্যা ঘোষণা পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির অপচেষ্টা করছে।

চট্টগ্রাম কাস্টমসের সুপারিশ : অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে পণ্য আমদানি রোধে চট্টগ্রাম কাস্টমস দুটি সুপারিশ করেছে। প্রথমত, এ ধরনের প্রতিষ্ঠানের বিআইএন বাতিল এবং আইআরসি-ইআরসি বাতিলের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা যেতে পারে। দ্বিতীয়ত, আর্থিক সামর্থ্যরে তুলনায় অসামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের তালিকা সব কাস্টম হাউজে পাঠানো হলে সেসব প্রতিষ্ঠানের বিআইএন নজরদারির আওতায় আনা যাবে। তবে তার আগে সব ভ্যাট কমিশনারেট, শুল্ক গোয়েন্দা ও ভ্যাট গোয়েন্দার মাধ্যমে বাণিজ্যিক আমদানিকারকদের ঠিকানা অনুযায়ী সরেজমিন পরিদর্শনের মাধ্যমে অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের তালিকা তৈরি এবং আর্থিক সামর্থ্যরে তুলনায় অসামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে তালিকা করতে হবে।

এ বিষয়ে এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) আব্দুল মান্নান শিকদার বলেন, অস্তিত্বহীন বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান খুঁজে বের করতে ইতোমধ্যেই দেশের সব ভ্যাট কমিশনারেটকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কাস্টমস কমিশনারদের সন্দেহজনক প্রতিষ্ঠানের কায়িক পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন অনলাইন আবেদনের প্রেক্ষিতে বিআইএন দেওয়া হয়। তাই সব ক্ষেত্রে যাচাই-বাছাই করা সম্ভব হয় না। তবে জাল-জালিয়াতি বন্ধে সরকারের অন্য সংস্থাগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানের জন্য সমঝোতা চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে জালিয়াতি বহুলাংশে কমে আসবে।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[পাহাড়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৪]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535660/পাহাড়ে-দুপক্ষের-গোলাগুলিতে-নিহত-৪ 535660 2022-03-31T00:00:00+06:00 বান্দরবান প্রতিনিধি পাহাড়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৪

পাহাড়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৪

প্রথম পাতা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়িতে দুপক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকালে রোয়াংছড়ির তারাশা ইউনিয়নের মংবাইতংপাড়ার কাছে এ ঘটনা ঘটে। সাঙ্গু নদীর কেচালং মৌজা এলাকা থেকে রোববার তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার জেরীন আখতার জানান, নদীর চরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে পাহাড়ের সশস্ত্র কোন গ্রুপ জড়িত, বিষয়টি এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, রোয়াংছড়ি তারাছায় শনিবার জনসংহতি সমিতির (জেএসএস) চাঁদা কালেক্টর উনুমং রয়েলকে গুলি করে হত্যার পর লাশ বস্তায় করে ইঞ্জিন বোটে নেওয়ার পথে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের কেচালং মৌজার ঘেরাও রুমা সীমান্তবর্তী এলাকায় মগ লিবারেশন পার্টি (এমএলপি) সশস্ত্র গ্রুপের ওপর জেএসএস সদস্যরা বার্স্ট ফায়ার করে। এতে ঘটনাস্থলেই এমএলপির ৪ সদস্য নিহত হয়। তাদের লাশ কেচালং মৌজার ঘেরাও নদীর ঘাটে পড়ে ছিল। নিহতরা এমএলপির জলপাই রঙের পোশাক পরিহিত অবস্থায় ছিল। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে রোববার পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ সময় তাদের ব্যবহৃত গুলির খোসা, ম্যাগাজিন, পোশাক, ব্যাগ এবং ওয়াকিটোকি সেট উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় তারাছা ঘেরাও, কানন বম পাড়াসহ আশপাশের এলাকাগুলোয় পাহাড়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় মংইউ খুমিপাড়ার বাসিন্দার লুকিং খুমি বলেন, শনিবার বিকালের দিকে কেচালং মৌজার ঘেরাও-রুমা সীমান্তবর্তী নদীর ঘাটে গোলাগুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে পাড়াবাসী আতঙ্কে পালিয়ে পাহাড়ে চলে যায়। সকালে নদীর পাড়ে লাশগুলো পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় তারাছা ইউনিয়নের ইউপি সদস্য সাইচ থুই বলেন, গুলির শব্দ শুনেছি। কারা কাদের গুলি করেছিল, সেটি বুঝতে পারিনি। ভয়ে গ্রামবাসী পালিয়ে যায়। কিন্তু রাতে সবাই বাড়িতে ফিরলেও তিনজন নারী পাহাড়ে লুকিয়ে ছিল, তাদের খোঁজে বেরিয়ে রোববার সকালে নদীর পাড়ে চারজনের লাশ পাওয়া যায়। এদের মধ্যে একজনের লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় ছিল। স্থানীয় বন প্রহরভ চচি অং মারমা বলেন, লাশগুলো দেখতে পেয়ে পাড়াবাসী পুলিশকে খবর দেন। নিহতদের সবার গায়ে জলপাই রঙের পোশাক রয়েছে। নিহতরা কারা, সেটি বলতে পারব না।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[নির্মম অত্যাচারে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী লিজা]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535659/নির্মম-অত্যাচারে-কাতরাচ্ছে-শিশু-গৃহকর্মী-লিজা 535659 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর প্রতিবেদন নির্মম অত্যাচারে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী লিজা

নির্মম অত্যাচারে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী লিজা

প্রথম পাতা

যুগান্তর প্রতিবেদন

নাম তার লিজা। কতই বা বয়স! মাত্র ১২ বছর। এ বয়সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা। বইপত্র নিয়ে যাওয়ার কথা স্কুলে। বেড়ে ওঠার কথা মা-বাবার আদর-সোহাগে। জীবনের কঠিন বাস্তবতা বোঝার কথা নয় তার। অথচ দারিদ্র্য তাকে দাঁড় করিয়েছে একশ্রেণির বিবেকহীন মানুষের নির্মমতার সামনে। নৃশংস নির্যাতনের শিকার হয়েছে সে। ময়মনসিংহের গ্রাম থেকে রাজধানীতে বাসায় কাজ করতে এসেছিল। এরকম অনেকেই আসে। যাদের গালভরা শব্দে আমরা বলি-গৃহকর্মী।

চরম নির্মমতার উদাহরণ হয়ে শিশু গৃহকর্মী লিজা এখন কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শরীরের ক্ষত বেয়ে রক্তের সঙ্গে পুঁজ পড়ছে। দ্রুত সময়ের মধ্যেই অপারেশন করতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এমন নিষ্ঠুর নির্যাতন যারা করেছেন তারা কি মানুষ? যে কোনো বিবেকবানের মতো এ প্রশ্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনেরও। তিনি বলেন, আমি শিশুটিকে দেখেছি। বর্বরতা কেমন হয়, হতে পারে-এ ছোট্ট মেয়েটিকে না দেখলে বোঝানো যাবে না। ছোট্ট শরীরে আঘাতে ভরা। পুড়ে গেছে ১৫ শতাংশ। ক্ষতগুলো গভীর হয়ে গেছে। মানুষ কী করে এমন নির্মমভাবে অত্যাচার করে? হোক গৃহকর্মী কিংবা সুবিধাবঞ্চিত কোনো শিশু-কারও ওপরই যেন এমন বর্বর নির্যাতন আর না হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, লিজার মুখমণ্ডলসহ সারা শরীরে পোড়া ও ঝলসানোর চিহ্ন রয়েছে। যা ছ্যাঁকা দেওয়ার মতো। এছাড়া শরীরে মারধরের অনেক জখম রয়েছে। আমাদের এখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটির বরাদ দিয়ে পুলিশ জানায়, তার মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর তারা তিন বোন ও এক ভাইয়ের আশ্রয় হয় ময়মনসিংহে নানির কাছে। কয়েক মাস আগে বসুন্ধরার ওই বাড়িতে সাড়ে তিন হাজার টাকা বেতনে তাকে কাজে দেওয়া হয়। ঘুম থেকে দেরি করে ওঠা, কাজ করতে দেরি হওয়া-এ ধরনের তুচ্ছ অভিযোগে ফুটন্ত পানি তার শরীরে ঢেলে দিতেন গৃহকর্ত্রী তানজিম হাসেম তিন্নী। মারধরের পাশাপাশি খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দিতেন। এসব দেখে তিন্নীর শিশুসন্তান কান্নাকাটি করলেও নির্যাতন থামত না। শনিবার থেকে লিজাকে বাথরুমে আটকে রাখা হয়। এ সময় তাকে খেতে দেওয়া হয়নি। খিদের জ্বালায় সে ট্যাপের পানি খেয়ে থেকেছে। বাথরুম থেকে কান্না শুনে পাশের বাড়ির এক ব্যক্তি তার কাছে সব ঘটনা শোনেন। এরপর ওই ব্যক্তি তাকে উদ্ধারের আশ্বাস দেন। তার দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ লিজাকে উদ্ধার করে। তার গ্রামের বাড়ি ভৈরব। তবে ছোটবেলা থেকেই ময়মনসিংহে নানির কাছে থাকত।

এদিকে শিশুটিকে নির্যাতনের অভিযোগে শনিবার রাত ৩টায় গৃহকর্তা এজাজ সাকলায়েন ও গৃহকর্ত্রী তানজিম হাসেম তিন্নীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন আইনে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল রহমান। এদিন এজাজ দম্পতির এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী সৈকত আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সাজেদুল ইসলাম ভূঁঞা।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ইউক্রেন থেকে পোল্যান্ড : বন্ধুর পথে চার দিন]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535658/ইউক্রেন-থেকে-পোল্যান্ড--বন্ধুর-পথে-চার-দিন 535658 2022-03-31T00:00:00+06:00 রায়হান হোসেন, পোল্যান্ড ইউক্রেন থেকে পোল্যান্ড : বন্ধুর পথে চার দিন

ইউক্রেন থেকে পোল্যান্ড : বন্ধুর পথে চার দিন

প্রথম পাতা

রায়হান হোসেন, পোল্যান্ড

২৪ ফেব্রুয়ারি। একটু রাত করেই পিঠ রেখেছিলাম বিছানায়। হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল। ধড়ফড় করে উঠলাম। চোখ কচলাতে কচলাতে হাত রাখলাম মোবাইল ফোনে। দেখি ভোর ৫টা ২০। ইউক্রেনে আমি ৫ বছর। পুরো সময় কিয়েভে। কিন্তু এ রকম ভয়ঙ্কর, পিলে চমকানো মৃত্যুনিনাদ শুনিনি। আচমকা ছ্যাত করে উঠল বুকটা, হামলা কী তাহলে শুরু হয়ে গেছে! আবার হাতে নিলাম মোবাইল ফোন। ঢুকলাম ফেসবুকে। হ্যাঁ! কদিন থেকেই মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো শঙ্কাটাই সত্যি হলা। হামলা করেছে রাশিয়া। পলকে ঘুম উড়ে গেল। হন্তদন্ত হয়ে ফোন করলাম পরিচিত কয়েকজনকে। আরেকটু আলো চড়তেই নেমে এলাম অ্যাপার্টমেন্টের সামনের রাস্তায়। ঠিকঠাকই আছে সব। আগের মতোই। হামলা হয়েছে কিয়েভ থেকে ১৫ কিলোমিটার দূরের ব্রোভ্যারি জেলায়।

কিয়েভের ঘুম ভাঙে একটু দেরিতেই। কিন্তু সে দিনটা ছিল আলাদা। ঝড়ের দিনে বাজ পড়লে যেমন হয়! সবাই কেমন উশকোখুশকো। দিশেহারা উদভ্রান্ত। চোখে-মুখে আতঙ্ক। এক হাতে ব্যাগ-লাগেজ-ট্রলি। অন্য হাতে চামড়ায় বাঁধা প্রিয় কুকুরের শেকল! আমিই কি তাহলে দেরি করে ফেলছি! দৌড়ে ছুটলাম অ্যাপার্টমেন্টে। গোছাগাছ সারতে সারতেই ফোন দিলাম আরও কয়েকজনকে। সকাল তখন ৮টা। ব্যাংকে গিয়ে জমানো টাকা সব তুলে ফেলি। তারপর বাস, ট্রেন ও ট্যাক্সির খোঁজ শুরু করি। সীমান্তে যাওয়ার জন্য। দেখি সবকিছুরই অনলাইন সেবা বন্ধ। রেলস্টেশনে গিয়ে মাথা ঘুরে গেল। ৫ বছরে এমন দৃশ্য দেখিনি। গিজগিজ করছে মানুষ। স্টেশন নয়-যেন মানুষের হাট। সাদা-কালো-বাদামি নানা বর্ণের নানান দেশের মানুষ। ট্যাক্সি নিয়ে রওনা দিচ্ছে সীমান্তবর্তী শহর লাভিভের দিকে। আমিও কয়েকজনকে সঙ্গে নিয়ে লাভিভের পথেই রওনা হই ট্যাক্সিতে। সেখান থেকে যাব পোল্যান্ড সীমান্তে।

লাভিভ থেকে পোল্যান্ড সীমান্ত ৯০ কিলোমিটার। রাস্তায় শুধু ট্যাক্সি আর প্রাইভেট কার। ভয় হলো শেষ পর্যন্ত যেন জ্যাম না বেঁধে যায়। সেটাই ঘটল। ৫০ কিলোমিটার পর আর যেতে পারলাম না। নেমে পড়তে হলো। সামনের ৪০ কিমি. পুরোটাই জ্যাম! অথচ ওপাশের ফেরার লেনটা একেবারে ফাঁকা-সুনসান। বাকিদের মতো হাঁটা শুরু করলাম আমরাও। আমি তখন ৪৭ ‘শরণার্থীর’ একটি দলে। ৪০ কিলোমিটারের পথ। সঙ্গে খাবার নেই। রাস্তায় দোকানপাট নেই। চা-কফির রেস্তোরাঁও নেই। প্রচণ্ড ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে বোতলের পানি! মাঝেমধ্যে দু-একটা চ্যারিটি সংস্থার খাবার ভ্যান দেখা যাচ্ছে কিন্তু ক্ষুধার্থের তুলনায় তা ছিল নিতান্তই সামান্য। হাঁটতে হাঁটতে অসুস্থ হলে বা পা লেগে গেলেও দাঁড়ানোর উপায় নেই-পেছনে যে হাজারো মানুষ। আমরা যখন পোল্যান্ড সীমান্তের খুব কাছে (লাভিভের শেষপ্রান্তের ওই জায়গার নাম এম-১১, পোল্যান্ডে মেদিকা) তখন দেখি ওখানে ৩০ হাজার মানুষ (আনুমানিক) আগে থেকেই অপেক্ষা করছে। বেশিরভাগই ইউক্রেন নাগরিক। অন্য দেশেরও ছিল। সেখান থেকে গাড়িতে করে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে।

অনেক লম্বা সারি। সীমান্তে ৮টা চেকপোস্ট বসিয়েছে ইউক্রেন সেনাবাহিনী। প্রতি সেক্টরে ৫-৭ হাজার মানুষ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবখানেই। প্রকৃতির চাপ এলেও সরার উপায় নেই লাইন থেকে। একবার জায়গা ছাড়লেই আবার সবার পেছনে!

লাইন এগোচ্ছে না কেন? আমাদের কী পার হতে দেবে না? এ মৃত্যুপুরীতেই কি থেকে যেতে হবে আমাদের-এসব নানা শঙ্কায় লাইনে ধাক্কাধাক্কি শুরু করে অনেকেই। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর লাঠিচার্জ! প্রতিটি পোস্টেই পরিচয়পত্র দেখছে সবার। ১৮ থেকে ৬০ বছর বয়সি ইউক্রেনীয় পুরুষদের পার হতে দিচ্ছে না। আমার চোখের সামনে যে কয়েকজন যুবক ও মধ্যবয়স্ক পুরুষকে ওপারে যেতে দিল-তাদের প্রত্যেকের কাছেই অসুস্থতার (মেডিকেল) সনদ ছিল।

এই ৮ চেকপোস্ট পার হতে আমাদের লাগে পুরো একটা দিন! পরের রাতে আমাদের নিয়ে যাওয়া হয় জিরো পয়েন্টে। সেখানেও দীর্ঘ লাইন, বিশৃঙ্খলা। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউক্রেনের সীমান্ত থেকে আমাদের বের হতে আরও একদিন লেগে যায়। শেষমেশ যখন সীমান্ত পার হলাম তখন রাত দুইটা। নো ম্যান্স ল্যান্ড পার হয়ে পোল্যান্ড সীমান্তে পৌঁছাতেই শুনি এখানেও ৩ চেকপোস্ট। প্রতি পোস্টেই আফ্রিকান লোকদের সঙ্গে পোল্যান্ড সেনাদের বিশৃঙ্খলা হচ্ছে। নির্ঘুম ক্লান্ত ক্ষুধার্থ শরীরে সেখানেও কেটে যায় আরেকটি রাত! হাড় কাঁপানো শীত, শুকনা খাবার বা পানি কিছুই ছিল না। লাইনে দাঁড়িয়ে থাকার তাগিদে বিগত কোনো রাতই ১ ঘণ্টা বা আধা ঘণ্টার বেশি ঘুমাতে পারিনি। যেটুকু ঘুমিয়েছি সেটুকুও দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘুমের ঘোরে পড়ে যেতাম হাঁটু ভেঙে। ঘুম ভেঙে যেত। ঘুমচোখে সামনে দাঁড়ানো মানুষটার মাথার ক্যাপকে মনে হতো জাহাজের মতো দুলছে।

২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় আমরা পোল্যান্ড সীমান্ত পার হই। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সেই রাতটাও সেখানে পার করে দিলাম। ২৮ ফেব্রুয়ারি সকালে আমি সেখানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের লোকাল কাউন্সিলর অনির্বাণ নিয়োগীর সঙ্গে দেখা করি। স্যার তখন আমাকে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে বলেন। শুধু পানি খেয়ে কাটানো ৪ দিন পর দূতাবাসের দেওয়া শুকনো খাবার মুখে দিলাম!

আমি স্যারের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করলাম। যারা ইউক্রেন থেকে পোল্যান্ডে আসছে তাদের খাবার খাওয়ানো, তাদের রাজধানীতে পাঠানো-সব কাজ দূতাবাস থেকে করা হচ্ছিল। সেসবে সহযোগিতা করছিলাম। মানুষের সঙ্গে যোগাযোগ করা শুরু করি। তাদের সমস্যাগুলো শুনি এবং তাদের ডকুমেন্টসের কোনো সমস্যা থাকলে সেটা স্যারকে দিয়ে সমাধান করি। কিছু বাংলাদেশির পাসপোর্ট না থাকার কারণে তাদের পোল্যান্ড বর্ডার গার্ড ক্যাম্পে নিয়ে যায়। অনির্বাণ স্যার ক্যাম্পে গিয়ে তাদের শনাক্ত করে। তারপর পোল্যান্ড বর্ডার গার্ড তাদের রাজধানীতে বাসস্টপেজে ছেড়ে আসে। পোল্যান্ড বর্ডার গার্ড অনেক দেশের মানুষকে ক্যাম্পে নিয়ে যায়-যাদের ডকুমেন্ট নেই।

স্যারের সঙ্গে মাহবুব স্যার দিনরাত কাজ করে যাচ্ছে। ইউক্রেন থেকে পোল্যান্ড বাংলাদেশ নাগরিকদের বাংলাদেশ দূতাবাস সব সময় সহযোগিতা করছে। আমি চার দিন ধরে দূতাবাসের হয়ে কাজ করে আসছি। বর্তমান ইউক্রেনে কিছুসংখ্যক বাংলাদেশি জেলে আছে-তাদের মুক্তির জন্য স্যার কাজ করছেন।

এখনো আমরা পোল্যান্ডের বর্ডারে অবস্থান করছি। আশ্চর্যের বিষয় হলো-ইউক্রেন থেকে পোল্যান্ডের এ সফরে আমরা পোশাক পরিবর্তন করতে পারছি না কেউই। প্রচণ্ড ঠান্ডা। আমাদের কোনো গরম জায়গা নেই। কাপড় ছেড়ে আরেক কাপড় পরতে গেলেই বরফ হয়ে যাবে শরীর। আমি আজ ১০ দিন হলো এক কাপড়ে!

রায়হান হোসেন : বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছাসেবক, মেদেনা (পোল্যান্ড সীমান্ত)

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বিশ্বব্যাপী সাত মার্চের ভাষণের অমর অবদান]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535657/বিশ্বব্যাপী-সাত-মার্চের-ভাষণের-অমর-অবদান 535657 2022-03-31T00:00:00+06:00 আবদুল গাফ্ফার চৌধুরী বিশ্বব্যাপী সাত মার্চের ভাষণের অমর অবদান

বিশ্বব্যাপী সাত মার্চের ভাষণের অমর অবদান

প্রথম পাতা

আবদুল গাফ্ফার চৌধুরী

আজ ঐতিহাসিক সাত মার্চ। এই দিবসে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, তা আজ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। প্রেসিডেন্ট লিংকনের গ্যাটিসবার্গ ভাষণের খ্যাতিকেও ছাড়িয়ে গেছে এই ভাষণ। এই ভাষণ শুধু বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উদ্দীপ্ত করেনি, সারা বিশ্বের নির্যাতিত মানুষকে তাদের আত্মমর্যাদা রক্ষায় উদ্দীপ্ত করেছে। এখন এই ভাষণটি ক্ষুদ্রাকার মহাকাব্যে পরিণত হয়েছে। এই ভাষণটির জন্যই বঙ্গবন্ধু আখ্যা পেয়েছেন ‘পয়েট অব পলিটিক্স’ বা রাজনীতির কবি। এই ভাষণে উদ্দীপ্ত বাংলার তরুণ-যুবকরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।

বঙ্গবন্ধুর রাজনীতি ছিল গান্ধী ও সুভাষ বসুর রাজনৈতিক কৌশলের মিশ্রণ। গান্ধীর অসহযোগ আন্দোলনকে তিনি কাজে লাগিয়েছিলেন। গান্ধী তার আন্দোলনকে সফল করতে পারেননি। কারণ সশস্ত্র সংগ্রামে তার বিশ্বাস ছিল না। তিনি আন্দোলন থামিয়ে দিয়েছিলেন। বঙ্গবন্ধু সেখানে তার আন্দোলনকে সশস্ত্র সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন সংঘবদ্ধ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের সামনে পরাক্রমশালী সাম্রাজ্যবাদও দাঁড়াতে পারে না। এ কথা তিনি ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সময়ও বলেছিলেন। মার্কিন সাম্রাজ্যবাদীদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনাদের হাতে কত মারণাস্ত্র! কিন্তু ভিয়েতনামের মানুষের সংঘবদ্ধ আন্দোলনের সামনে আপনাদের পরাজিত হতে হলো’।

বঙ্গবন্ধুর মৃত্যুর পরও সাতই মার্চের ভাষণ বিশ্বের নির্যাতিত মানুষের কাছে এক নতুন পথনির্দেশ করেছে। সত্তরের দশকের শেষদিকে ওয়ারশোতে বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে হো-চি-মিন, ফিদেল কাস্ত্রো এবং আরও অনেক বিশ্বনেতার ছবির পাশে বঙ্গবন্ধুর ছবিও স্থান পেয়েছিল। আমি যখন লন্ডনে, তখন এখানকার ট্রাফালগার স্কোয়ারে আফ্রিকানদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে এক আফ্রিকান কবি বঙ্গবন্ধুর নামে সংগীত পরিবেশন করেছিলেন। আমি সেই গানটি সংগ্রহ করে আমাদের ‘বাংলার ডাক’ পত্রিকায় প্রকাশ করেছিলাম। আমার প্রয়াত বন্ধু ডা. হারিছ আলী এই কবিতাটি অনুবাদ করেছিলেন। সেই অনুবাদটিও ‘বাংলার ডাকে’ প্রকাশিত হয়েছিল।

সাতই মার্চের ভাষণ আজ গ্যাটিসবার্গে লিংকনের ভাষণের মতো মানুষের মনে চিরস্থায়ী হয়ে গেছে। যেখানে যত নির্যাতন শুরু হয়, বঙ্গবন্ধুর এই ভাষণ সেখানে নির্যাতিত মানুষের হাতে অস্ত্র হয়ে দাঁড়ায়। এজন্য বঙ্গবন্ধুর নামটিকে নির্যাতনকারীরা ভয় পায়। বাংলাদেশে যখন তাকে হত্যা করে সামরিক শাসকরা ক্ষমতা হাতে নেয়, তখন বঙ্গবন্ধুর নাম দেশ থেকে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধু যে স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, এ কথাটিকেও মুছে দেওয়া হয়েছিল। ১৯৭৬ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশের একটি সংবাদপত্রও শেখ মুজিবের ছবি ছাপার সাহস দেখায়নি। আজ হাসিনার শাসনামলে বঙ্গবন্ধুর ছবি ও তার নামে বই ছাপানোর কী প্রতিযোগিতা! এখন দেশের সবাই আওয়ামী লীগার! সবাই মুজিবের সৈনিক!

অন্যদিকে, সেই মহাপুরুষকে আজ দেবতা বানানো হয়েছে। কিন্তু তার আদর্শ কোথাও নেই। সাতই মার্চ এলে ঘরে ঘরে তার বাণীটি বাজে। অতীতের কলের গানের রেকর্ডর মতো। দেশের নির্যাতিত মানুষ এখনো এই ভাষণ শুনে উদ্দীপ্ত হয়। এই ভাষণের মধ্যে তারা মুক্তির নবদিগন্ত দেখতে পায়। ভবিষ্যতে এই ভাষণই বাঙালিকে আবার সংঘবদ্ধ করবে এবং অত্যাচারীদের কবল থেকে শুধু তার দেশকে নয়, তার দলকেও মুক্ত করবে।

আজ দেশের একদল রাজনীতিক মার্কিন সাম্রাজ্যবাদীদের সঙ্গে হাত মিলিয়ে যতই পলাশীর যুদ্ধের মতো পরিণাম ডেকে আনতে চান, তাদের ষড়যন্ত্র সফল হবে না। সাত মার্চের ভাষণে উদ্দীপ্ত জাতি আবার সংগ্রাম করবে। আবার সাম্রাজ্যবাদ ও দেশের ভবিষ্যৎ ভ্রান্ত শাসকদের বিরুদ্ধে যুদ্ধে নামবে এবং জয়ী হবে।

বঙ্গবন্ধুকে সাম্রাজ্যবাদীরা এবং তাদের সহযোগী শক্তি এতই ভয় করে যে, তাকে ‘দেবতার আসনে’ বসিয়ে তার আদর্শ মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এ কথা আগেই বলেছি। কিন্তু জোটনিরপেক্ষ আন্দোলন আবার মাথা তুলছে। পঞ্চাশের দশকে নেহরু, নাসের ও টিটোর নেতৃত্বে এই জোটনিরপেক্ষ আন্দোলন তৈরি হয় এবং মার্কিন ও রুশ এই দুই মহাশক্তির প্রতাপ থেকে ক্ষুদ্র ও সদ্যস্বাধীন দেশগুলোর স্বাধীনতার নিরাপত্তা বিধান করে। নেহরু ও নাসেরের মৃত্যুর পর এই জোটের নেতৃত্ব গ্রহণ করেন বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী ও মিসরের আনোয়ার সাদাত। মার্শাল টিটো কিছুদিন পর মারা যান। মার্কিন সাম্রাজ্যবাদীরা তার দেশটিকে দুই টুকরো করে ফেলে।

জোটনিরপেক্ষ আন্দোলনও প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন তা আবার পুনর্গঠিত হচ্ছে। বঙ্গবন্ধুর ভাষণটি আবার বিভিন্ন ভাষায় শোনা যাচ্ছে। তিনি কবরে শুয়ে বিশ্বের নির্যাতিত মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। ল্যাটিন আমেরিকার জনজাগরণে তার এই ভাষণটি শোনা গেছে। লিংকনের ভাষণ এবং বঙ্গবন্ধুর ভাষণ পাশাপাশি বাজতে শোনা গেছে। এতেই প্রমাণ পাওয়া যায়, সাতই মার্চের ভাষণ বহু আগেই আটলান্টিক পেরিয়ে বিশ্বের ওপারেও পৌঁছেছে।

লিংকনকে হত্যার পর তার নামে অনেক অপবাদ ছড়ানো হয়েছিল। কিন্তু তা টেকেনি। তেমনি বঙ্গবন্ধুকে হত্যার পরও তার বিরুদ্ধে নানা অপবাদ ছড়ানো হয়েছিল। তার মধ্যে একটা মিথ্যা, তিনি সাতই মার্চের ভাষণের শেষে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেছিলেন। এই মিথ্যাচার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের একজন প্রধান হাবিবুর রহমান শেলী করেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই এয়ার ভাইস মার্শাল একে খন্দকার যখন বই লিখে বললেন, বঙ্গবন্ধু ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেছিলেন, তখন দেশে দারুণ বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। একে খন্দকার পরে তার ভুল স্বীকার করে বলেছেন, ষড়যন্ত্রকারীরা এটি করেছিল। তিনি জাতির কাছে এই ভুলের জন্য ক্ষমা চান। অন্যদিকে, বিচারপতি হাবিবুর রহমান শেলী তার বিভ্রান্তিকর উক্তি সম্পর্কে নীরব হয়ে যান এবং কিছুদিনের মধ্যে মৃত্যুবরণের ফলে ভুল স্বীকারের সময় পাননি। এছাড়াও বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শকে ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। বঙ্গবন্ধু জাতিকে যে সংবিধান দিয়ে গিয়েছিলেন তাকে সামরিক শাসকরা কেটেকুটে বিকৃত করেছিলেন। এখন দেশের সব দলই সেই সংবিধানে প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছে। এ দাবির ভিত্তিতে দেশে শক্তিশালী আন্দোলন হবে, তাতে সন্দেহ নেই।

দেশে এখন আওয়ামী লীগের শাসন বিরাজিত। তাতে বঙ্গবন্ধুর শাসন বিরাজিত, একথা বলা যায় না। আওয়ামী লীগ স্বধর্মভ্রষ্ট হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেক পিছিয়ে এসেছে। ফলে আবার সাম্রাজ্যবাদী চক্রান্ত দেশের প্রতিক্রিয়াশীলদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চায়। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। বঙ্গবন্ধু সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যে দেশ গঠন করতে চেয়েছিলেন, সেই লক্ষ্য থেকে আওয়ামী লীগ বহু দূরে সরে গেছে। তারা এখন ধনতান্ত্রিক রাজনীতি ও অর্থনীতির অনুসারী। এর ফলে দেশে একশ্রেণির ভুঁইফোঁড় নব্যধনীর আবির্ভাব ঘটেছে। তাদের অত্যাচার ও লুটপাটে দেশের মানুষ অস্থির। আওয়ামী লীগ যদি এই লুটেরাদের হাত থেকে মুক্ত না হয়, তাহলে আগামী নির্বাচনে কী হবে, তা বলা মুশকিল।

সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একা নির্বাচনযুদ্ধে জয়ী হয়েছে। আগামী নির্বাচনে তারা তা পারবে কি? ড. কামাল হোসেন, ড. ইউনূস প্রমুখ নেতা হাসিনা সরকারকে উৎখাত করার জন্য তৎপর। তাদের প্রোপাগান্ডা অত্যন্ত শক্তিশালী। এই মিথ্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সঠিক স্থানে দাঁড়াতে পারছে না। আওয়ামী লীগকে যদি আবার গণমানুষের সংগঠন হতে হয়, তাহলে বঙ্গবন্ধুর আদর্শে ফিরে যেতে হবে। কীভাবে যেতে হবে তার নির্দেশ সাত মার্চের ভাষণে রয়েছে, যেখানে সংগ্রামের হাতিয়ার হিসাবে তিনি বলেছেন, ‘যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকো’। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন তিনি।

আজ আবার সাতই মার্চের ভাষণ সাধারণ মানুষকে উদ্দীপ্ত করুক। সাতই মার্চকে শুধু আনুষ্ঠানিকতা দ্বারা বরণ না করে একে অতীতের সংগ্রামী ঐতিহ্য দ্বারা বরণ করা উচিত। আওয়ামী লীগ সরকার যদি সাতই মার্চের ভাষণের পথনির্দেশকে আজ যথার্থভাবে অনুসরণ করে, তাহলে তারাও দেশ ও দলকে রক্ষার উপায় খুঁজে পাবেন।

লন্ডন, ৪ মার্চ ২০২২

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বুখারেস্টে ২৮ নাবিক-ক্রু ঢাকায় ফিরবেন কাল]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535656/বুখারেস্টে-২৮-নাবিকক্রু-ঢাকায়-ফিরবেন-কাল 535656 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর প্রতিবেদন বুখারেস্টে ২৮ নাবিক-ক্রু ঢাকায় ফিরবেন কাল

বুখারেস্টে ২৮ নাবিক-ক্রু ঢাকায় ফিরবেন কাল

প্রথম পাতা

যুগান্তর প্রতিবেদন

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক-ক্রু রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নিরাপদে পৌঁছেছেন। বুখারেস্টের একটি হোটেলে তারা বিশ্রাম নিচ্ছেন। মঙ্গলবার নাগাদ একাধিক ফ্লাইটে তাদের ঢাকায় পাঠানোর কথা রয়েছে। অন্যদিকে ইউক্রেনের দুটি শহরে আটকেপড়া ১০ বাংলাদেশির মধ্যে পাঁচজন রাশিয়ায় খেলা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ইউক্রেনের কিভারতিসি শহরে গিয়ে তারা জিম্মি হন।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী রোববার টেলিফোনে যুগান্তরকে জানান, ২৮ নাবিক-ক্রুকে বহনকারী গাড়ি স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হোটেলে পৌঁছায়। দূতাবাসের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। নিরাপত্তার কারণে তারা কোন হোটেলে অবস্থান করছেন তা আমরা জানাতে পারছি না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এসেছেন। তারা খুবই ক্লান্ত। তবে সবাই সুস্থ আছেন। তাদের ঢাকায় পাঠানোর জন্য বিমানের টিকিট সংগ্রহের চেষ্টা করছি। মঙ্গলবার নাগাদ একাধিক ফ্লাইটে তাদের দেশে পাঠাতে পারব বলে আশা করি। ইউক্রেন থেকে মলদোভা হয়ে তারা রোমানিয়ায় পৌঁছান।

অন্য এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত দাউদ আলী জানান, ‘বাংলার সমৃদ্ধির’ থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষণ করা হয়েছে। তার লাশ দেশে পাঠানোর বিষয়টি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। এদিকে, শনিবার রাতে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জানান, হাদিসুরের লাশ কীভাবে দেশে পাঠানো হবে সে বিষয়ে পরে জানানো হবে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে রাষ্ট্রদূত লায়লা হোসেন জানান, মারিওপোল শহরে দুজন ও সুমিতে আটজন বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের সরিয়ে নিতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

ইউক্রেনে জিম্মি পাঁচ বাংলাদেশির খোঁজ পাওয়া গেছে। রাশিয়ায় খেলা দেখতে গিয়েছিলেন বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ইউক্রেন থেকে অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে যান। তবে অবৈধভাবে থাকায় ইউক্রেন সরকার তাদের গ্রেফতার করেছে। এখন তারা একটি ডিটেনশন সেন্টারে আছেন। তিনি জানান, আমরা তাদের ভিডিও দেখে খোঁজখবর নিচ্ছি। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। মিশন ও সহযোগীরা খোঁজখবর নিচ্ছে। তথ্য জানা গেলে তাদের ফেরত আনার ব্যবস্থা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও জানান, ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়া, মালদোভাকে আমরা বলেছি কোনো বাংলাদেশিকে পেলে আমাদের যেন জানায়। আমরা তাদের ফিরিয়ে আনব। এ সম্পর্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ইউক্রেন সংকটে ১ হাজারের কিছুর বেশি বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এখন শখানেক বাংলাদেশি সেখানে রয়েছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[স্বাধীনতার মহাকাব্য রচনার দিন]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535655/স্বাধীনতার-মহাকাব্য-রচনার-দিন 535655 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর প্রতিবেদন স্বাধীনতার মহাকাব্য রচনার দিন

স্বাধীনতার মহাকাব্য রচনার দিন

প্রথম পাতা

যুগান্তর প্রতিবেদন

ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। ১৯৭১ সালের অগ্নিঝরা এই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহতী কাব্যের কবি শোনান তার অমর কবিতাখানি। তার বজ কণ্ঠের নিনাদে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা, যার অঙ্গুলিহেলনে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পতপত করে উড়েছিল বাংলাদেশের মানচিত্রখচিত লাল-সবুজের পতাকা। উত্থিত হয়েছিল শপথের লাখো বজ মুষ্টি। তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তাল জনসমুদ্রে বজ কণ্ঠে হেঁকেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকদের অত্যাচর-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন। বঙ্গবন্ধুর ডাকে বাঙালির স্বাধীনতাসংগ্রাম জনযুদ্ধে পরিণত হয়। ঐতিহাসিক এ ভাষণে উদ্দীপ্ত হয়ে নয় মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত আর ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্বমানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ঐতিহাসিক ভাষণের মুহূর্তটি কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় বর্ণনা করেছেন এভাবে-‘একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে/লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে/ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে/কখন আসবে কবি?/...শত বছরের শত সংগ্রাম শেষে/রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে/অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন/...কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি/এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।/সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।

১৯৭০ সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী বিজয়ী আওয়ামী লীগ তথা বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে নানামুখী ষড়যন্ত্র লিপ্ত হয়। তাদের উদ্দেশ্য ছিল-যে কোনোভাবে পশ্চিম পাকিস্তানিদের হাতে শাসন ক্ষমতা কুক্ষিগত করে রাখা। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। কিন্তু ১ মার্চ এ অধিবেশন অপ্রত্যাশিতভাবে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়। এ ঘটনার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং আওয়ামী লীগের নেতৃত্বে ২ ও ৩ মার্চ সারা দেশে হরতাল পালন করে। এ পটভূমিতে ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তক্ষুকে উপেক্ষা করে অসীম সাহসিকতায় তার বলিষ্ঠ কণ্ঠে অসহযোগ আন্দোলনের ডাক দেন।

বঙ্গবন্ধু সেদিন শুধু স্বাধীনতার চূড়ান্ত আহ্বান জানিয়েই চুপ থাকেননি, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখাও দিয়েছিলেন। মূলত বঙ্গবন্ধুর সেই ভাষণই ছিল ৯ মাসব্যাপী বাংলার মুক্তিসংগ্রামের ঘোষণা ও মূল ভিত্তি। বেলা ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু মঞ্চে আসেন। ফাগুনের সূর্য তখনও মাথার উপর। মঞ্চে এসে তিনি জনতার উদ্দেশে হাত নাড়েন। তখন পুরো রেসকোর্স ময়দান লাখ লাখ বাঙালির ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব-শেখ মুজিব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

প্রায় ১৯ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু ইতিহাসের পুরো ক্যানভাস তুলে ধরেন। বঙ্গবন্ধু বজ কণ্ঠে ঘোষণা করেন, ‘...তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাক, কেউ কিছু বলবে না। গুলি চালালে আর ভালো হবে না। সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না। বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’ বঙ্গবন্ধুর সেদিন জনতাকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। বলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।’ বঙ্গবন্ধুর এ ঘোষণা মুক্তিকামী মানুষের কাছে লাল-সবুজ পতাকাকে মূর্তমান করে তোলে। বাঙালির ইতিহাসে সূচিত হয় এক গৌরবময় অধ্যায়ের। বঙ্গবন্ধু সেদিন ‘আমি যদি হুমুক দেবার নাও পারি’ বলেও সাড়ে সাত কোটি বাঙালির উদ্দেশে স্বাধীনতার আহ্বান রেখে যান।

সারা দেশ থেকে ছুটে আসা স্বাধীনতাকামী মানুষের ঢলে সেদিন রেসকোর্স ময়দানের চতুর্দিকে জনবিস্ফোরণ ঘটে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে নারী-পুরুষের স্রোতে তিল ধারণের জায়গা ছিল না। বিকাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের সমুদ্রে রূপ নেয় রেসকোর্স। রাজধানী ঢাকার চতুর্দিকে ছিল ভারী অস্ত্রেশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সামরিক জান্তারা। আকাশে উড়তে থাকে হানাদারদের জঙ্গিবিমান। শহিদজননী জাহানার ইমামের লেখা একাত্তরের দিনলিপি গ্রন্থে ৭ মার্চের বর্ণনায় আছে-‘রেসকোর্স মাঠের জনসভায় লোক হয়েছিল তিরিশ লাখের মতো। কত দূরদূরান্ত থেকে যে লোক এসেছিল মিছিল করে, লাঠি আর রড ঘাড়ে করে-তার আর লেখাজোখা নেই। টঙ্গী, জয়দেবপুর, ডেমরা-এসব জায়গা থেকে তো বটেই, চব্বিশ ঘণ্টার পায়ে হাঁটা পথ পেরিয়ে ঘোড়াশাল থেকেও বিরাট মিছিল এসেছিল গামছায় চিড়ে-গুড় বেঁধে। অন্ধ ছেলেদের মিছিল করে মিটিংয়ে যাওয়ার কথা শুনে হতবাক হয়ে গেলাম। বহু মহিলা, ছাত্রী মিছিল করে মাঠে গিয়েছিল শেখের বক্তৃতা শুনতে।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিমূল, উজ্জ্বল প্রেরণাভূমি। কিন্তু ১৯৭৫-পরবর্তী বাংলাদেশে বারবার ইতিহাসের বিকৃতি ঘটেছে। নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস লুকিয়ে রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধূলিসাৎ করার ঘৃণ্য অপচেষ্টা চালানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতা বন্ধ করা হয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করার লক্ষ্যে তাদের বঙ্গবন্ধু, ৭ মার্চ ও মহান স্বাধীনতার প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে ঘোষণা করা হলো।

জাতির পিতার ঐতিহাসিক ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে, যা বাঙালি জাতির অনুপ্রেরণার অনির্বান শিখা হয়ে অফুরন্ত শক্তি ও সাহস জুগিয়ে আসছে। একই সঙ্গে বাঙালির মন-মননে, চিন্তা-চেতনায়, আদর্শ-অনুপ্রেরণায়, স্বপনে-জাগরণে প্রদীপ্ত শিখারূপে প্রবাহিত। ২০২০ সালের ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের ৬২৫ নম্বর স্মারকের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসাবে ঘোষণা এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসাবে ঘোষণা করে। এবারও দিনটি জাতীয় দিবস হিসাবে পালিত হবে।

দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ কণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যেই নিহিত ছিল বাঙালির মুক্তির ডাক। এ ভাষণের কারণে বিশ্বখ্যাত নিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালের ৫ এপ্রিল সংখ্যায় বঙ্গবন্ধুকে ‘পয়েট অব পলিটিক্স’ হিসাবে অভিহিত করে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল আমাদের নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক। ’৭৫ থেকে ’৯৬ সাল পর্যন্ত এদেশে এ ভাষণ প্রচার নিষিদ্ধ ছিল, যেমনটা করেছিল পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী-তারাও সেদিন রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ভাষণ প্রচার করতে দেয়নি। কিন্তু সত্য সর্বদাই অনিরুদ্ধ। তাই নিপীড়িত-নির্যাতিত বাঙালিদের মুক্তির এ মহামন্ত্র শুধু বাংলাদেশেই নয়-বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের কর্মসূচি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করবে দলটি। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। বেলা সাড়ে ১১টায় ৭ মার্চের আলোচনাসভার আয়োজন করবে আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[কিয়েভ ইরপিনসহ তিন শহরে মুহুর্মুহু হামলা]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535654/কিয়েভ-ইরপিনসহ-তিন-শহরে-মুহুর্মুহু-হামলা 535654 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর ডেস্ক কিয়েভ ইরপিনসহ তিন শহরে মুহুর্মুহু হামলা

কিয়েভ ইরপিনসহ তিন শহরে মুহুর্মুহু হামলা

প্রথম পাতা

যুগান্তর ডেস্ক

ইউক্রেনে রুশ আগ্রাসনের একাদশতম দিন ছিল রোববার। এদিন রাজধানী কিয়েভ, ইরপিন ও ভিন্নিতসিয়া শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিয়েভ দখলে নিতে কৌশলগত কারণে আগে ইরপিন দখল করতে চাইছে রুশ সেনারা। কিয়েভের দক্ষিণে একটি জলবিদ্যুৎ বাঁধের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। বেসামরিক লোকদের সরে যাওয়ার সুযোগ দিতে এদিন মারিওপোল শহরে আবারও ৯ ঘণ্টার যুদ্ধবিরতি দেয়া হয়। আগেরদিন এ শহরটিসহ ভলনোভাখায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতি ছিল। তবে সেদিন মারিওপোলে যুদ্ধবিরতিতেও বোমা হামলা অব্যাহত ছিল বলে অভিযোগ করে ইউক্রেন। শনিবার রাতে জনগণের উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে সংঘাতের অবসানের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল আজ তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। এবারের বৈঠকও বেলারুশে অনুষ্ঠিত হবে। ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। খবর বিবিসি, এএফপি, রয়টার্স ও দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

ইউক্রেন সেনাবাহিনী জানায়, রোববার রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ কানিভ জলবিদ্যুৎ বাঁধ দখলের চেষ্টা চালায়। সেখানে তুমুল প্রতিরোধ গড়েছে ইউক্রেন সেনারা। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি রাজধানী কিয়েভ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে দিনিপার নদীতে অবস্থিত। এর আগে রুশ সেনারা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেয়। এরপর তারা আরেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউঝনুকরাইস্ক দখলে মরিয়া হয়ে উঠেছে।

কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলেও তীব্র লড়াই চলছে। সেখানে ঐতিহাসিক হস্তোমেল বিমানঘাঁটি দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। এছাড়া কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর ইরপিনে একের পর এক বোমাবর্ষণ করে যাচ্ছে মস্কো। ভিন্নিতসিয়া শহরের একটি বিমানবন্দরে অন্তত আটটি মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এছাড়া শহরগুলোর আবাসিক এলাকায় বোমা ফেলা হচ্ছে।

যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থাও বলছে, ইউক্রেনের জনবহুল এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ সেনারা। রাশিয়া ১৯৯৯ সালে চেচনিয়া এবং ২০১৬ সালে সিরিয়ায় একই কৌশল অবলম্বন করে বলে অভিযোগ ব্রিটিশ গোয়েন্দাদের।

এদিকে ইউক্রেনের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ দাবি করেন, রোববার সকালে দূরপাল্লার উচ্চক্ষমতাসম্পন্ন নির্ভুল অস্ত্র দিয়ে চালানো এ হামলায় ইউক্রেনের স্টারোকোস্টিয়ানটিনিভ সামরিক বিমানঘাঁটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

মারিউপোলে ফের যুদ্ধবিরতি : ইউক্রেনের মারিউপোল শহরে নতুন করে আবারও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর ছিল। বেসামরিক বাসিন্দারা এই সময়ে শহর ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে শনিবার মারিওপোল ও ভলনোভাখা শহরে ৫ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা হলেও রুশ সেনারা মারিওপোলে বোমা হামলা অব্যাহত রেখেছিল বলে দাবি করে ইউক্রেন।

‘১১ হাজারের বেশি রুশ সেনা নিহত’ : ১১ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। রোববার ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। এছাড়া রাশিয়ার ২ হাজার অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে তারা। এগুলোর মধ্যে রয়েছে ২৮৫টি ট্যাংক, ৪৪টি যুদ্ধবিমান ও ৪৮টি হেলিকপ্টার। তবে ইউক্রেন নিজেদের সেনাবাহিনী ও বেসামরিক হতাহতের কথা জানায়নি।

রাশিয়ায় কার্যক্রম স্থগিত ভিসা ও মাস্টারকার্ডের : যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ লেনদেন মাধ্যম ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বিভিন্ন মার্কিন ব্যবসায়িক ও প্রযুক্তি প্রতিষ্ঠান মস্কোতে কার্যক্রম স্থগিত করছে। সবশেষ এ তালিকায় যুক্ত হলো ভিসা ও মাস্টারকার্ড। এক বিবৃতিতে মাস্টারকার্ড কর্তৃপক্ষ বলেছে, চলমান সংঘাতের নজিরবিহীন প্রকৃতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আমরা রাশিয়ায় আমাদের নেটওয়ার্ক সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আলাদা বিবৃতিতে ভিসা কর্তৃপক্ষ বলেছে, আগামী দিনগুলোতে রাশিয়ায় সব ভিসা লেনদেন বন্ধ করতে দেশটিতে নিয়োজিত সহকর্মী ও সহযোগীদের সঙ্গে কাজ করবে তারা। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে তারা।

আজ তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ : রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল আজ তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষের অবসানের লক্ষ্যে এর আগে বেলারুশে উভয়পক্ষ আরও দুদফা বৈঠক করেছে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া বিষয়টি নিশ্চিত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির দলের পার্লামেন্টারি নেতা এবং প্রতিনিধি দলের সদস্য আরাখামিয়া তার ফেসবুক পেজে বলেন, সোমবার (আজ) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ­াদিমির মাকেই। তবে সেই বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরে ৩ মার্চ আবারও বৈঠক হয়। এতে উভয়পক্ষ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ নির্মাণে সম্মত হয়।

বাইডেনের সঙ্গে আধা ঘণ্টা কথা বললেন জেলেনস্কি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে স্থানীয় সময় রোববার ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এক টুইটে জেলেনস্কি বলেন, ‘চলমান আলোচনার অংশ হিসাবে আমি বাইডেনের সঙ্গে আরেকবার আলোচনা করেছি। ইউক্রেনের নিরাপত্তা, অর্থনৈতিক ইস্যু, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে।’ ওই আলোচনার বিষয়ে হোয়াইট হাউজ বলেছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাইডেন তার প্রশাসন ও মিত্রদের সঙ্গে কথা বলেছেন।

নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বলল কানাডা : অপ্রত্যাশিত নিরাপত্তার কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে কানাডা। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অপ্রত্যাশিত এবং বিনা নোটিশেই অবনতি হতে পারে। মন্ত্রণালয় এক ভ্রমণ নির্দেশিকায় আরও জানিয়েছে, রাশিয়া থেকে ফ্লাইট একদমই সীমান্ত হয়ে উঠেছে। দেশটিতে দূতাবাসের ক্ষমতা আরও সীমিত হতে পারে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[কনটেইনার খালাসে ধীরগতিতে বিপাকে চট্টগ্রাম বন্দর]]> https://stage.jugantor.com/todays-paper/first-page/535653/কনটেইনার-খালাসে-ধীরগতিতে-বিপাকে-চট্টগ্রাম-বন্দর 535653 2022-03-31T00:00:00+06:00 মজুমদার নাজিম উদ্দিন, চট্টগ্রাম কনটেইনার খালাসে ধীরগতিতে বিপাকে চট্টগ্রাম বন্দর

কনটেইনার খালাসে ধীরগতিতে বিপাকে চট্টগ্রাম বন্দর

প্রথম পাতা

মজুমদার নাজিম উদ্দিন, চট্টগ্রাম

পণ্য খালাস নিতে আমদানিকারকদের ধীরগতির কারণে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অতিরিক্ত কনটেইনারের চাপে ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক পণ্য হ্যান্ডলিং। পরিস্থিতি সামাল দিতে কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোর রেন্ট আরোপের হুঁশিয়ারি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক হারে ভাড়া দিয়ে ২০ দিন পর্যন্ত ইয়ার্ডে রাখা যাবে কনটেইনার। এর মধ্যে খালাস না নিলে ২১তম দিন থেকে গুনতে হবে জরিমানা। খালাসে শিগগিরই গতি না এলে পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ মার্চ থেকে বাড়তি স্টোর রেন্ট (ভাড়া) কার্যকর হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সব ইয়ার্ডের কনটেইনার ধারণক্ষমতা ৪৯ হাজার টিইইউএস (২০ ফুট সমান)। সাম্প্রতিক সময়ে প্রায়ই তা ধারণক্ষমতার কাছাকাছি অর্থাৎ ৪০-৪২ হাজারে চলে যাচ্ছে। সাধারণত স্ট্যান্ডার্ড মান অনুযায়ী বন্দরগুলোয় ধারণক্ষমতার ৭০ শতাংশ স্থানে কনটেইনার রেখে বাকি ৩০ শতাংশ জায়গা ফাঁকা রাখা হয়। তা না হলে যন্ত্রপাতির সাহায্যে কনটেইনার নড়াচাড়ায় সমস্যা দেখা দিতে পারে। যথাসময়ে জাহাজে তোলা যায় না কনটেইনার। আবার জাহাজ থেকে নামিয়ে যে গাড়ির মাধ্যমে খালাস দেওয়া হবে, তাতে তুলতেও বেগ পেতে হয়। এ অবস্থায় ব্যাহত হয় বন্দরের স্বাভবিক পণ্য হ্যান্ডলিং। তাই কনটেইনারের সংখ্যা ৩৪-৩৫ হাজার অতিক্রম করলেই বন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। দ্রুত ডেলিভারি নিতে আমদানিকারকদের তাগাদা দেওয়া হয়।

দ্রুত কনটেইনার খালাস নিতে গত ২ মার্চ এক আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উদ্দেশে নোটিশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে দেওয়া এই নোটিশে বলা হয়েছে, ‘সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারিতে অত্যন্ত ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। কোনো কোনো আমদানিকারক তাদের আমদানীকৃত কনটেইনার ২১ দিন বা তারও অধিক সময় ছাড় না নিয়ে বন্দরের অভ্যন্তরে সংরক্ষণ করছেন। এতে বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম নির্বিঘ্ন রেখে আমদানি-রপ্তানিকারকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে অবিলম্বে চট্টগ্রাম বন্দরে স্থিত আমদানীকৃত এফসিএল কনটেইনারগুলো বন্দর অভ্যন্তর থেকে দ্রুত খালাস নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় রেগুলেশনস ফর ওয়ার্কিং অব চিটাগং পোর্ট (কার্গো অ্যান্ড কনটেইনার) ২০০১-এর ১৬০ ধারার আলোকে কমন ল্যান্ডিং তারিখের পর ২১তম দিন থেকে প্রযোজ্য স্ন্যাবের স্বাভাবিক ভাড়ার ওপর চার গুণ হারে স্টোর রেন্ট আরোপে কর্তৃপক্ষ বাধ্য হবে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১৫ মার্চ থেকে তা কার্যকর হবে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক যুগান্তরকে বলেন, ‘কনটেইনার খালাসের গতি কমে গেলে আমরা এ ধরনের নোটিশ দিয়ে থাকি। এটা এক রকম হুঁশিয়ার করে দেওয়া। কখনো কখনো দেখা যায় জরিমানা আরোপের নোটিশের এক-দুই সপ্তাহের মধ্যে ডেলিভারি স্বাভাবিক হয়ে আসে। আমারা কনটেইনার যে পর্যায়ে রাখতে চাই, সেটাতে এসে যায়। তখন আর জরিমানা আরোপের প্রয়োজন পড়ে না। তবে হুঁশিয়ারি দেওয়ার পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, সেক্ষেত্রে বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বাধ্য হয়ে জরিমানা আরোপ করতে হয়।’

বন্দর ব্যবহারকারীরা বলছেন, খালাসের গতি কমার জন্য তারা এককভাবে দায়ী নন। বিভিন্ন সময় উদ্ভূত নানা জটিল পরিস্থিতিতে আমদানিকারকের সদিচ্ছা থাকা সত্ত্বেও যথাসময়ে খালাস নেওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে কনটেইনারের অতিরিক্ত অবস্থানের ওপর জরিমানা আরোপ করলে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হন। তখন তারা বাধ্য হয়ে পণ্যের মূল্য বাড়িয়ে দেন, যা শেষ পর্যন্ত চাপ পড়ে ভোক্তার ওপর।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু যুগান্তরকে বলেন, জরিমানা আরোপ সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। আমরা সব সময় বলে আসছি এ পথে না হেঁটে অন্য উপায়ে সমস্যাটির সমাধান করতে। বর্তমানে এমনিতেই আমদানি খরচ বেশি পড়ছে। তার ওপর জরিমানা আরোপ করলে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি জানান, অনেক সময় পণ্য এসে গেলেও বিদেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছাতে বিলম্ব হয়। আবার ব্যাংক, কাস্টমসসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যেসব আর্থিক লেনদেন ও কাগজপত্র তৈরির নিয়ম রয়েছে, তা করতেও কিছু সময় ব্যয় হয়। এমনও হয়, আমদানিকারক একটি পণ্য আনলেন; কিন্তু ওই সময়ে সেই পণ্য প্রচুর পরিমাণে বাজারে এসে যাওয়ায় দাম পড়ে গেছে। তখন পণ্য খালাস নিলে নিশ্চিত লোকসানের মুখোমুখি হতে হবে। ওই অবস্থায় আমদানিকারক পণ্য না নিয়ে বন্দরে রেখে দেওয়াটাকেই ভালো উপায় মনে করেন। তাই আমরা বন্দর কর্তৃপক্ষকে বলেছি, একটি নির্দিষ্ট সময়ে যেন কোনো পণ্য প্রচুর পরিমাণে না আসতে পারে, তা তদারকি করতে হবে। তাহলে একটা সমাধান আসতে পারে। অপরদিকে বন্দরের অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। নতুন নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ করতে হবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এ ভাষণ শতবর্ষ পরেও বিশ্ববাসীকে প্রাণিত করবে]]> https://stage.jugantor.com/todays-paper/sub-editorial/535652/এ-ভাষণ-শতবর্ষ-পরেও-বিশ্ববাসীকে-প্রাণিত-করবে 535652 2022-03-31T00:00:00+06:00 মোনায়েম সরকার এ ভাষণ শতবর্ষ পরেও বিশ্ববাসীকে প্রাণিত করবে

এ ভাষণ শতবর্ষ পরেও বিশ্ববাসীকে প্রাণিত করবে

উপসম্পাদকীয়

মোনায়েম সরকার

রাজা পূজিত হন স্বদেশে কিন্তু পণ্ডিত সম্মান পান সর্বত্র-এমন একটি কথা আমাদের দেশে প্রচলিত আছে। কথাটি মিথ্যা নয়। পৃথিবীতে এমন অনেক পণ্ডিত মানুষ আছেন যারা স্বদেশের সীমানা অতিক্রম করে বিদেশের মাটিতেও সমান শ্রদ্ধেয় আর জনপ্রিয়। যে রাজার মনীষায় পাণ্ডিত্য যোগ হয় তিনি হয়ে ওঠেন বিশ্ব বরেণ্য, চিরনমস্য। এমন রাজা বা নেতার উদাহরণ হলেন পণ্ডিত জওহরলাল নেহরু, উইনস্টন চার্চিল, আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন, ভ. ই. লেলিন, নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ।

এই মানুষগুলো শুধু নেতাই ছিলেন না, জ্ঞানী হিসাবেও সুখ্যাতি অর্জন করেছিলেন। তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা ও সংবেদনশীলতা তাদের কাল থেকে মহাকাল জয়ী করে তুলেছে। তারা জন্মেছিল কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে; কিন্তু লালন করতেন বিশ্বমানবতা, পৃথিবীর আর্ত ও পরাধীন মানুষের মুক্তির জন্য তাদের মন সব সময় বেদনাতুর হয়ে থাকত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) স্বাধীন বাংলাদেশের স্থপতি ও শোষিত মানুষের মুক্তিদাতা। একাধারে তিনি নেতা, মনীষী ও মানবতাবাদী কর্মীপুরুষ। পরাধীন বাঙালি জাতিকে তিনিই দেখিয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন। শুধু স্বপ্নই দেখাননি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে বিশ্বসভায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অসংখ্য ভাষণ দিয়েছেন। কিন্তু যে ভাষণ দিয়ে তিনি নিপীড়িত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেছিলেন, সেটি হলো ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। এটি তিনি ঢাকার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে দিয়েছিলেন। বলা হয়ে থাকে, ৭ মার্চের ভাষণদানকালে রেসকোর্স ময়দানে ১০ লাখ লোক উপস্থিত হয়েছিল। মাত্র আঠারো মিনিটের জ্বালাময়ী ভাষণ শুধু সেদিনের মুক্তিপাগল মানুষকেই মুক্তির জন্য উদ্বুদ্ধ করেনি-মেজর জিয়া, মেজর শফিউল্লাহসহ, আর্মি, ইপিআর, পুলিশ অনেকেই বলেছিলেন, ‘৭ মার্চের ভাষণ ছিল আমাদের জন্য গ্রিন সিগন্যাল।’ তার ৭ মার্চের ভাষণ পরবর্তীকালে নতুন প্রজন্মকেও দারুণভাবে নাড়া দেয়। এখনো তার ভাষণ তরুণ প্রজন্মকে শৃঙ্খল ভাঙার প্রেরণা জোগায়। এ প্রসঙ্গে আমার দুটি ঘটনার কথা মনে পড়ে। প্রয়াত জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের ছেলে বঙ্গবন্ধুর ভাষণ শুনে এতটাই আবেগতাড়িত হয়ে গিয়েছিল যে, সে তার বাবাকে বলেছিল, ‘বাবা তোমরা কি এই লোকটার বিরুদ্ধে গিয়ে নতুন দল জাসদ করেছিলে? ‘আই হেট টু টক টু ইউ ফাদার’-এ কথার সত্যতা কতটুকু তা জানার জন্য আমি বাদলের সঙ্গে কথা বলে জেনেছি, ঘটনাটা সত্য। প্রয়াত সাংবাদিক সন্তোষ গুপ্তের লেখায়ও এই গল্পটি পড়েছিলাম।

আরেকটি ঘটনাও ঠিক একই রকমের। আমাদের বাংলাদেশ ফাউন্ডেশনে আনান নামের এক কিশোর মাঝে মাঝে আসে। সে ভালোবেসে আমাকে ‘বন্ধু’ বলে ডাকে। একদিন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে সে তার মাকে বলে, ‘মা জানো বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমার রক্ত গরম হয়ে যায়; আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে।’ যে-ভাষণের সংগ্রামীবাণী নাবালক শিশুকেও আলোড়িত করে, সেই ভাষণ পরাধীন মানুষকে শেকল ভাঙার শক্তি জোগাবে, এটাই তো স্বাভাবিক।

জ্যাকব এফ ফিল্ড ২০১৩ সালে গ্রেট ব্রিটেন থেকে একটি বই প্রকাশ করেন ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’ (We shall fight on the Beaches) নামে। এই বইটির উপশিরোনাম হলো ‘The speeches that inspired history’. এই বইয়ে জ্যাকব এফ ফিল্ড বিশ্ববরেণ্য ব্যক্তিদের ৪১টি ভাষণ সংকলিত করে ইংরেজিতে প্রকাশ করেন। খ্রিষ্টপূর্ব ৪৩১ অব্দ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বিশ্বনেতৃবৃন্দের ঐতিহাসিক ভাষণগুলো এতে স্থান পেয়েছে। বইটির নামকরণ করা হয়েছে ১৯৪০ সালে প্রদত্ত উইনস্টন চার্চিলের বিখ্যাত ভাষণের শিরোনাম অবলম্বনে। এ গ্রন্থে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি প্রায় ৫০টি ভাষায় অনূদিত হয়েছে। পৃথিবীর আর কোনো ভাষণ এতগুলো ভাষায় অনূদিত হয়েছে কি না, এই মুহূর্তে তা আমার জানা নেই। পৃথিবীর এতগুলো ভাষায় যে ভাষণ অনূদিত হতে পারে সে ভাষণের গুরুত্ব কতখানি তা সহজেই অনুমেয়।

৭ মার্চের সংক্ষিপ্ত ভাষণে বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির ইতিহাসকে বাঙালি জাতি তথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। একটি জাতির সমগ্র ইতিহাসকে ধারণ করে এমন আবেগময়ী ভাষা ও ভঙ্গিতে পৃথিবীর আর কোনো নেতা ভাষণ দিতে পারেননি। আমরা আব্রাহাম লিংকনের গেটিসবার্গ বক্তৃতা বলি আর মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ এ ড্রিমের’ কথাই বলি, পৃথিবীর কোনো নেতার ভাষণই বঙ্গবন্ধুর ভাষণের মতো এত আলোড়ন আর স্বাধীনতার স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়নি। এমন ইতিহাসসমৃদ্ধ কাব্যিক ভাষণ একমাত্র বঙ্গবন্ধুর পক্ষে দেওয়াই সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধুর আগে ও পরে আর কোনো বাঙালির ভাষণ বিশ্ববাসীর এত মনোযোগ আকর্ষণ করেনি। বঙ্গবন্ধুই সেই বাঙালি নেতা, যিনি একটি ভাষণেই একটি পরাধীন জাতিকে অমূল্য স্বাধীনতা এনে দিয়েছিলেন।

মাত্র পঞ্চান্ন বছরের জীবনে বাঙালি জাতি ও বাংলা ভাষার জন্য বঙ্গবন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। যেগুলো একজন বাঙালির জন্য অত্যন্ত অহংকারের ও গর্বের। তাই বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী হিসাবে আমাদেরও কিছু করণীয় রয়েছে বঙ্গবন্ধুর প্রতি।

আজ আমাদের মাতৃভাষা ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় বিভূষিত। রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন এবং তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলা ভাষা আন্দোলনের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিগণিত হয়। বাংলাদেশের ষোলো কোটি বাঙালি ও পৃথিবীর বাংলাভাষী জনগণের পক্ষ থেকে দাবি জানানো হয়-বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকেও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হোক। যে ভাষণ একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীন জাতিতে পরিণত করেছে, যে ভাষণ বিশ্বের ৫০টি ভাষায় অনূদিত হয়েছে, যে ভাষণ শুনে এখনো আবেগতাড়িত হয় অবুঝ কিশোররা, সে ভাষণ সংগত কারণেই ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার দাবিদার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এ কারণে ধন্যবাদ জানাই যে, তার সরকারের প্রচেষ্টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে। আজ আমাদের দেশ ও জাতি সম্মানিত হয়েছে। মহিমান্বিত হয়েছে বঙ্গবন্ধুর প্রিয় বাংলাভাষা ও সোনার বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি’ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ৩০ অক্টোবর, ২০১৭ তারিখ সোমবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এক বিজ্ঞপ্তিতে, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে ঘোষণা করেন।

জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার আফসানা আইয়ুব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতি বছর অডিও ও ভিজ্যুয়াল রেকর্ডের জন্য ইউনেস্কোর পক্ষ থেকে বৈশ্বিক তালিকা করা হয়। মূলত, মানবসভ্যতার সম্পদগুলো ধরে রাখতে প্রতি বছর আন্তর্জাতিকভাবে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে চলতি বছর ৭৮টি দেশের ঐতিহ্য স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৭ মার্চের ভাষণ অন্যতম।’ বঙ্গবন্ধু তার ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান। উইকিপিডিয়ার মতে, বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণের একটি লিখিত ভাষ্য তখনই বিতরণ করা হয়েছিল। পরবর্তীকালে ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়।

এ ছাড়া, এমন কালজয়ী ভাষণ প্রদান এবং দেশকে স্বাধীনতা এনে দিতে অগ্রণী ভূমিকা পালন করায় নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসাবে স্বীকৃতি দেয়। ১৮ মিনিট স্থায়ী এ ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর জ্বালাময়ী সেই ভাষণে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত হয়েই বাঙালি জাতি ছিনিয়ে আনে স্বাধীনতা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মহান এই বাঙালি নেতাকে বিশ্ববাসী শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান, সভা-সমাবেশের মাধ্যমে। করোনাকালেও বাংলাদেশ সভা, সমাবেশ, বিভিন্ন প্রকাশনা, মুজিব কর্নার ও বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করে চলেছে দেশে-বিদেশে। আমরা বিশ্বাস করি, শতবর্ষ পরেও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও জ্বালাময়ী ভাষণ বিশ্ববাসীকে প্রাণিত করবে।

মোনায়েম সরকার : রাজনীতিবিদ, লেখক; মহাপরিচালক, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রাশিয়া ইউক্রেন বেলারুশে পণ্য পরিবহণ বন্ধ]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535651/রাশিয়া-ইউক্রেন-বেলারুশে-পণ্য-পরিবহণ-বন্ধ 535651 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর প্রতিবেদন রাশিয়া ইউক্রেন বেলারুশে পণ্য পরিবহণ বন্ধ

রাশিয়া ইউক্রেন বেলারুশে পণ্য পরিবহণ বন্ধ

শেষ পাতা

যুগান্তর প্রতিবেদন

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচল ও ফ্লাইট বন্ধ থাকায় পণ্য ও পার্সেল পরিবহণে সংকটের সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ও শিক্ষার্থীরা নানা অসুবিধার শিকার হচ্ছেন। দেশ দুটির পাশাপাশি বেলারুশেও কানেক্টিং ফ্লাইট বন্ধ। ২৪ ফেব্রুয়ারি হামলার পর থেকে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্যের পাশাপাশি ডাক পরিবহণও বন্ধ রয়েছে। সংঘাতের বাইরে থাকলেও বেলারুশের সঙ্গেও সবকিছু বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে এ সমস্যার সমাধান হবে না।

১ মার্চ থেকে বাংলাদেশের জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিটেরিয়েন শিপিং কোম্পানি (এমএসসি) রাশিয়ায় পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে। এমএসসিকে অনুসরণ করে ডেনমার্কভিত্তিক জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান মায়ের্সক, জার্মানিভিত্তিক হ্যাপাগ লয়েড এবং সিঙ্গাপুর-জাপানভিত্তিক ওয়ান লাইন সব বন্ধ রেখেছে। এছাড়া একাধিক শিপিং কোম্পানি নিষেধাজ্ঞা না দিলেও পণ্যের বুকিং নিতে চাইছে না।

ইউক্রেনে হামলায় নিষেধাজ্ঞার জেরে বিশ্বের ৩৬টি দেশের এয়ারলাইনসের ফ্লাইট রাশিয়া নিষিদ্ধ করেছে। দেশগুলোর কয়েকটি হলো- যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডা। রাশিয়া ও ইউক্রেনে সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডাক সেবা দিয়ে থাকে। বাংলাদেশ থেকে ডিএইচএল, ফেডএক্স, ইউপিএস, টিএনটি, অ্যারামেক্স, ওসিএসসহ ১০টির মতো প্রতিষ্ঠান বিদেশে ডাক ও পার্সেল পাঠায়। এছাড়া এসএ পরিবহণ, কন্টিনেন্টাল, ই-কুরিয়ারসহ একাধিক দেশি প্রতিষ্ঠান বিদেশে ডাক পার্সেল পাঠায়।

বাংলাদেশে ডিএইচএল, ফেডএক্স, ইউপিএসের এজেন্ট গ্লোবাল মেইল এক্সপ্রেসের সিইও কামাল হোসেন জানান, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেনে পার্সেল পাঠানো বন্ধ। তবে কবে নাগাদ তা চালু হবে তা বলা যাচ্ছে না। কুরিয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে- রাশিয়ায় শিপমেন্ট করা যাবে না।

ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ জানান, রাশিয়ায় পার্সেল পাঠানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেখানে সব ধরনের পার্সেল পাঠানো যায় না। পার্সেল পাঠাতে আগে থেকে অনুমতি নিতে হয়। তবে ব্যবসায়িক নথিপত্র পাঠানো যায়। হামলা শুরুর পর থেকে সেটাও বন্ধ।

কুরিয়ার প্রতিষ্ঠান কন্টিনেন্টাল কুরিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইমরান চিশতি জানান, কানেক্টিং ফ্লাইট বন্ধ থাকায় রাশিয়া ও ইউক্রেনে কুরিয়ার সেবা বন্ধ। পাশাপাশি বেলারুশেও নথি, পার্সেল পাঠানো বন্ধ।

জানা গেছে, ২০২০-২০২১ সালে রাশিয়ায় ১১৪ কোটি ডলারের পণ্য পাঠিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। এরমধ্যে ৫৯ কোটি ডলারের পোশাক রয়েছে। এছাড়া একই সময়ে ইউক্রেনে ১০০ কোটি ডলার এবং বেলারুশে ১৫০ কোটি ডলারের পণ্য গেছে।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[কুষ্টিয়ায় সাত বছরের শিশুকে ‘শ্বাসরোধে’ হত্যা]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535650/কুষ্টিয়ায়-সাত-বছরের-শিশুকে-শ্বাসরোধে-হত্যা 535650 2022-03-31T00:00:00+06:00 এএম জুবায়েদ রিপন, কুষ্টিয়া কুষ্টিয়ায় সাত বছরের শিশুকে ‘শ্বাসরোধে’ হত্যা

কুষ্টিয়ায় সাত বছরের শিশুকে ‘শ্বাসরোধে’ হত্যা

শেষ পাতা

এএম জুবায়েদ রিপন, কুষ্টিয়া

কুষ্টিয়া শহরের মিলপাড়ায় সুরাইয়া পারভীন নামে ৭ বছরের এক শিশুকে ‘শ্বাসরোধে’ হত্যা করা হয়েছে। তার শরীরের নানাস্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় পুলিশ ও চিকিৎসক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ঘটনার পর থেকে প্রতিবেশী সিরাজুল, মিরাজুল ও রেজাউল বাড়ি ছেড়ে চলে গেছেন। তাদেরকেই সন্দেহ সুরাইয়ার স্বজনদের।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশ থেকে সুরাইয়ার লাশ উদ্ধার করা হয়। রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, কুষ্টিয়া শহরের মিলপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল হোসেনের বড় মেয়ে সুরাইয়া। স্থানীয় আলাউদ্দিন আহমেদ একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। ফুটফুটে সুরাইয়া এলাকার সবার কাছে ছিল অতি আদরের। তার বাবা জানান, প্রতিদিনের মতো শনিবার বিকালে খেলতে যায় সুরাইয়া। সন্ধ্যা পার হলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি হয়। পরে বাড়ির পেছনে টিনের একটি ছোট্ট ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

সুরাইয়ার মা ইমা খাতুন বলেন, আমার মেয়ে চঞ্চল, দেখতে সুন্দর হওয়ায় খুব একটা বাড়ির বাইরে বের হতে দিতাম না। তাছাড়া ৪৫ দিন আগে সুরাইয়ার ছোট বোনের জন্ম হয়। বোনকে আদর করেই তার সময় কাটতো। কাল (শনিবার) খেলতে বের হয়েছিল মেয়েটা। মাগরিবের পরও না ফেরায় এলাকার মসজিদ থেকে মাইকিং করা হয়। আশপাশের সবাই খুঁজতে থাকে।

তিনি বলেন, বাড়ির পেছনে আমাদের একটি টিনের ঘর আছে। এলাকার এক অসহায় নারীকে ঘর করে দিয়েছি থাকার জন্য। ৬০ বছর বয়সি ওই অসহায়কে সুরাইয়া খাবার দিত নিয়মিত। ওই ঘরে ঢুকে দেখি আমার সোনামনির স্যান্ডেল পড়ে আছে। ওপরে তাকিয়ে দেখিয়ে আড়ার সঙ্গে কাপড় বাঁধা। নিচে আমার মেয়ের লাশ পড়ে আছে। তিনি বলেন, আত্মহত্যার নাটক সাজাতে ঘাতকরা আমার মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে।

সুরাইয়ার বাবা রুবেল হোসেন বলেন, বাড়ি থেকে আমাকে খবর দেওয়া হয় মেয়েকে পাওয়া যাচ্ছে না। এরপর আমি ছুটে আসি। পরে দেখি আমার মেয়ে আর নেই। তিনি এ হত্যার জন্য প্রতিবেশী রেজাউল ইসলাম ওরফে রেজনের ছেলেদের দায়ী করেন। তার তিন ছেলে সিরাজুল, মিরাজুল ও রেজাউলকে সন্দেহ তাদের। ঘটনার পর থেকে তারা বাড়িছাড়া।

রাতেই সুরাইয়ার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে ময়নাতদন্ত করেন হাসপাতালের চিকিৎসক রুমন ফারহানার নেতৃত্বে ফারাজানা আক্তার ও ইকবাল হোসেন। দুপুর ১টার দিকে তারা ময়নাতদন্ত শেষে করেন। সেখানে সুরাইয়ার বাবা-মাসহ পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন। এ সময় তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। বারবার মেয়ের নাম ধরে ডাকছিলেন রুবেল ও ইমা। চাচা ও মামারাও কান্নায় ভেঙে পড়েন।

সুরাইয়ার মৃত্যু নিয়ে জানতে চাইলে ময়নাতদন্তকারী চিকিৎসক টিমের সদস্য ফারজানা আক্তার কোনো কথা বলতে রাজি হননি। অপর চিকিৎসক রুমন ফারহানাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে পোস্টমর্টেম ঘরের ডোম লক্ষণ লাল জানান, এমন নির্যাতন তিনি খুব কমই দেখেছেন। সুরাইয়ার হা-পাসহ নানা স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা তার।

দুপুর ১টার পর সুরাইয়ার লাশ মিলপাড়ার বাড়িতে নিয়ে এলে সেখানে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। এলাকার মানুষ ভিড় করেন তার বাড়িতে। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।

যে ঘরে সুরাইয়ার লাশ পাওয়া যায় সেটি একটি টিনের দোচালা ছোট ঘর। দরজা নেই। পশ্চিম দিকে টিন কেটে জানালা তৈরি করা। শোয়ার জন্য একটি চৌকি রয়েছে। যে সাদা কাপড়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটিও পুলিশ উদ্ধার করেছে। কাপড়টি আড়ার সঙ্গে যেভাবে শক্ত করে বাঁধা ছিল, তা সুরাইয়ার পক্ষে বাঁধা সম্ভব নয়। দুই থেকে তিনজন মিলে এ কাজটি করেছে বলে পরিবারের ধারণা। এছাড়া যে নারী ওই ঘরে থাকতেন তিনিও দুইদিন ধরে ছিলেন না।

এলাকার লোকজন জানান, সিরাজুল, মিরাজুল ও রেজাউল তিন ভাই। এলাকায় তাদের নানা বদমান আছে। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে তাদের ওঠাবসা। তাই তাদের অনেকেই ভয় পাই।

সুরাইয়া হত্যার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিশিকান্ত সাহা বলেন, কোনো কথা বলতে পারব না। মিডিয়ার সামনে কথা বলা নিষেধ আছে। ওপরের স্যারদের অনুমতি নেওয়া লাগবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[সম্পদের পাহাড় জেল সুপার শাহাজাহানের]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535649/সম্পদের-পাহাড়-জেল-সুপার-শাহাজাহানের 535649 2022-03-31T00:00:00+06:00 মুহাম্মদ আবুল কাশেম, কুমিল্লা থেকে ফিরে সম্পদের পাহাড় জেল সুপার শাহাজাহানের

সম্পদের পাহাড় জেল সুপার শাহাজাহানের

শেষ পাতা

মুহাম্মদ আবুল কাশেম, কুমিল্লা থেকে ফিরে

সম্পদের পাহাড় বানিয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমদ। বানিয়েছেন একাধিক বহুতল ভবন। কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট ও জমি। তবে নিজ নামে তিনি কিছুই করেননি। সবাই করেছেন স্ত্রী বেগম নুর নাহার লোটাসের নামে। নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুমিল্লা কারাগারে একক আধিপত্য বিস্তার করে কয়েক কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরমধ্যে রয়েছে কারাগারের পুকুরের মাছ বিক্রি, উৎপাদন বিভাগে উৎপাদিত পণ্যের টাকা আত্মসাৎ, টাকার বিনিময়ে কারারক্ষী নিয়োগ, বন্দি নির্যাতন করে অর্থ আদায়, কোয়ারেন্টিনে থাকা বন্দিদের অবৈধ সুবিধা প্রদান, কারা ক্যান্টিনে নগদে পণ্য বিক্রি করে লভ্যাংশ আত্মসাৎ, কারা হাসপাতালে সুস্থ লোককে অসুস্থ দেখিয়ে ভর্তি রেখে টাকা আদায়, সিট ও মোবাইল বাণিজ্য ইত্যাদি। কারাগারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণকে শাজাহান নিয়মে পরিণত করেছেন। কারাগারে মাদক ব্যবসার সুযোগ করে দিয়েছেন তিনি। ঠিকাদারদের দিয়েছেন কারা অভ্যন্তরে মানহীন খাবার সরবরাহের সুযোগ। এর মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কাঁড়ি কাঁড়ি টাকা। কারা অভ্যন্তরের মোবাইল বুথ আর ক্যান্টিন বাণিজ্যের মাধ্যমেও আদায় করেছেন কোটি টাকা। কর্মকর্তারা আরও অভিযোগ করেন, ২০২০ সালের নভেম্বরে কুমিল্লা কারাগারে যোগ দেন শাহাজাহান আহমদ। এরপর থেকেই চাহিদামতো টাকা না দিতে পারলেই বন্দিদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। বন্দি নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ ছাড়া বন্দি নির্যাতনের কয়েকটি ঘটনায় তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বন্দিদের স্বজনদের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়া, যাচাই-বাছাই না করে স্বজনদের দেখা করিয়ে দেওয়া এখন এ কারাগারে নিয়মিত ঘটনা। করোনাকালে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সরকারি নির্দেশে বন্ধ থাকলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে সুযোগ দেয়া হয়েছে। কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলেই এসব অভিযোগ প্রমাণিত হবে।

স্ত্রীর নামে যত সম্পদ : যুগান্তরের অনুসন্ধানে জানা যায়, ঢাকা ও টাঙ্গাইলে শাজাহানের স্ত্রী নুর নাহার লোটাসের নামে একাধিক বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ও কয়েকশ বিঘা কৃষি জমি রয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এইচ ব্লকের ২ নম্বর রোডের ৬৮২নং প্লটে চার ইউনিটের সাত তলা বাড়ি, মালিবাগ শাহী মসজিদ এলাকায় ২২২ নম্বর কাজী নিবেশ টাওয়ারের ৩ডি নম্বরে ২২০০ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাটটির মালিকানা নুর নাহার লোটাসের নামে। টাঙ্গাইল সদরের শেখ হাসিনা মেডিকেল কলেজ এলাকায় সাবালিয়া মোড়ে ‘বি’ ব্লকের ১৮ নম্বর ওয়ার্ডের ৪তলা প্রতীতি টাওয়ার ও এর পাশের ১৩ নম্বর ভবনে রয়েছে দেড় কোটি টাকা দামের দুটি ফ্ল্যাট।

শাজাহানের বাবার পৈতৃক ভিটায় লোটাসের নামে তৈরি করা হচ্ছে ৬ কোটি ব্যয়ে ৫ তলা ডুপ্লেক্স বাড়ি। এ বাড়িটি নির্মাণাধীন। লোটাস ব্যবহার করেন ৪০ লাখ টাকা দামের হুন্দাই বেজেল ব্র্যান্ডের মেরুন রঙের আলিশান গাড়ি। যার নম্বর ঢাকা মেট্রো-গ ১৭-৪১৮৮। সূত্রের দাবি, দুর্নীতি দমন কমিশনসহ সরকারি তদন্ত সংস্থাকে ফাঁকি দিতেই এসব সম্পদের মালিক করা হয়েছে নুর নাহার লোটাসকে।

যত অভিযোগ : দায়িত্ব অবহেলার কারণে বিনা চিকিৎসায় বন্দি আলমগীর হোসেন (হাজতি নং ১১৬৭/২১) মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আলমগীরের স্ত্রী নাসিমা বেগমের অভিযোগের ভিত্তিতে কুমিল্লা কারাগারে তদন্ত করেন চট্টগ্রাম বিভাগের উপমহাপরিদর্শক একেএম ফজলুল হক। গত বছরের ১ নভেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদের নামে মামলা করেন নাসিমা। নাসিমার দাবি, তার স্বামীকে কারাগারের মেডিকেল অফিসার তথা সিভিল সার্জন অফিসার হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শপত্র দেন। কিন্তু সিনিয়র জেল সুপার এ বিষয়ে কর্ণপাত করেননি। বরং বিনা চিকিৎসায় কারাগারে সাধারণ ওয়ার্ডে আটকে রাখেন। ২২ দিন পর গত বছরের ৩১ মে তার স্বামী বিনা চিকিৎসায় মারা যান।

এর বিচার চেয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনেও অভিযোগ করেন নাসিমা। মানবাধিকার কমিশন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। এর ভিত্তিতেই তদন্তে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন কারা উপমহাপরিদর্শক একেএম ফজলুল হক। তিনি ঘটনার সত্যতা পান। কিন্তু এ বিষয়ে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শাজাহানের বিরুদ্ধে।

কিছুদিন আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দি নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কারা অধিদফতর সূত্রে জানা যায়, ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের দুর্গাপুর গ্রামের আবদু মিয়ার ছেলে শাহজাহান বিলাস ডাকাতি ও হত্যা মামলার ৫৮ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কুমিল্লা কারাগারে ২৬ বছর ধরে বন্দি ছিলেন। গত বছর ১২ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৬০০ টাকাসহ কারারক্ষীদের হাতে ধরা পড়েন। পরে কারা অভ্যন্তরে কেস টেবিলের সামনে জিজ্ঞাসাবাদ করেন সিনিয়র জেল সুপার শাহাজাহান। একপর্যায়ে বন্দি বিলাসের দুই হাত পিঠমোড়া করে বেঁধে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয়। নির্যাতনের ফলে উক্ত বন্দি অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে আবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও কারা অধিদপ্তরের কর্মকর্তাদের নজরে আসে। পরে কারা অধিদপ্তরের নির্দেশে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর অগ্রগতির তথ্য জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ডুমুরিয়া গ্রামের মোসলেম মিয়া কারাগারে বিনা চিকিৎসায় মারা যান বলে অভিযোগ করেন তার ভাই ইউসুফ জামিল মাসুম। মাসুম বাদী হয়ে গত বছরের ১৫ নভেম্বর কুমিল্লা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এই মামলায় কারাগারের শাহজাহান আহমেদ, জেলার মো. আসাদুর রহমান, ডেপুটি জেলার আবদুস সোবাহান ও অজ্ঞাতনামা চার-পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়। বর্তমানে মামলাটিও তদন্তাধীন ।

গত বছরের ১৮ অক্টোবর সিনিয়র জেল সুপার মো. শাহাজাহান আহমেদ ও সহকারী প্রধান কারারক্ষী শাহনেওয়াজের বিরুদ্ধে মামলা করেন নগরীর মুরাদপুর এলাকার মৃত সেলিম মিয়ার স্ত্রী বেবী আক্তার। তিনি বলেন, তার ছেলে রাসেল মিয়া ২০১২ সাল থেকে কারাগারে আটক ছিলেন। গত বছরের ৬ জুন আসামিরা কারা অভ্যন্তরে তার ছেলেকে তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়ে জখমসহ দুটি আঙুলের হাড় ভেঙে ফেলে। এ ঘটনায় আদালতে মামলা হলে সিভিল সার্জনকে প্রধান করে তদন্ত কমিটি হয়। কমিটি ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।

কারাভোগ করা সুজন মিয়া যুগান্তরকে জানান, গত বছরের ৮ ডিসেম্বর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হাত-পা বেঁধে আমাকে নির্যাতন ও জখম করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১৩ জানুয়ারি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। এ মামলায় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহাজাহান আহমেদ, জেলার আসাদুর রহমান, প্রধান কারারক্ষী আনসার আলীকে আসামি করি। মামলাটির তদন্ত চলমান আছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহাজাহান আহমেদ যুগান্তরকে বলেন, আমার ও আমার স্ত্রীর নামে কোনো সম্পদ নেই। একটি মহল আমার বিরুদ্ধে নানা অভিযোগ করছে। কোনো অভিযোগের সত্যতা নেই। পরে তিনি ফোন করে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য এ প্রতিবেদককে অনুরোধ জানান।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন আজ]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535648/প্রধানমন্ত্রী-সংযুক্ত-আরব-আমিরাত-যাচ্ছেন-আজ 535648 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর প্রতিবেদন প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন আজ

শেষ পাতা

যুগান্তর প্রতিবেদন

সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মহামহিম মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘এক্সপো’তে অয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিমান ও সামুদ্রিক সংযোগ নিরবচ্ছিন্ন করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। স্বাক্ষর হতে পারে ৪-৫টি সমঝোতা স্মারক। ছয় দিনের সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষ্যে রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এই ‘এক্সপো’ (ঊীঢ়ড়) ইভেন্ট সারা বিশ্বে নিজেদের পরিচয় তুলে ধরার একটি মোক্ষম প্ল্যাটফরম। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের ভাবমূর্তি তুলে ধরা এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নসহ অর্থনৈতিক খাতে আমাদের অর্জনগুলোকে তুলে ধরতে এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের দেশের একটি বড় শ্রমবাজার হলো মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। ২০০৯ সাল থেকে শুরু করে এই একটি দেশ থেকেই বাংলাদেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা বিশ্বের অন্যান্য দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

তিনি বলেন, করোনার মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাত আমাদের জন্য তাদের শ্রমবাজার আংশিক খুলে দিয়েছে, যা একটি কূটনৈতিক সাফল্য। গত অর্থবছর করোনার সময়ে বাংলাদেশ থেকে প্রায় ৩০ হাজার শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে। আশা করছি, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের মোট আমদানি-রপ্তানির পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার। তবে বাণিজ্য ঘাটতি এখনো দেড় বিলিয়ন ডলারের মতো। এর মূল কারণ আমরা তাদের থেকে জ্বালানি তেল আমদানি করে থাকি। আমাদের রপ্তানির পরিমাণ সে দেশে আরও বাড়ানোর গুরুত্ব পাবে এই সফরে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও জোরালো করতে দুদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ‘জয়েন্ট বিজনেস ফোরাম’-এর আয়োজন করা হবে, যা আমাদের ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই লাভজনক হবে বলে মনে করি।

ড. মোমেন বলেন, সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা শেখ ফাতিমার সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন, যা একটি দুর্লভ সুযোগ। এছাড়াও তিনি দুবাই এক্সপোতে বাংলাদেশ পেভিলিয়ন ঘুরে দেখবেন। এছাড়া রাস আল খাইমাতে বাংলাদেশি কমিউনিটি স্কুল ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল’-এর নতুন ক্যাম্পাসে নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এবং এই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউক্রেনে বন্দি ৫ বাংলাদেশি, ফেরানোর আশ্বাস : ‘অবৈধভাবে’ ইউক্রেনে প্রবেশ করে বন্দি পাঁচ বাংলাদেশির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ মিশন তাদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে। যতদূর জানা যায়, তারা রাশিয়ায় খেলা (২০১৮ এর ফুটবল বিশ্বকাপ) দেখতে গিয়েছিলেন। খেলার জন্য গিয়ে ইউক্রেনে যাওয়ার উদ্দেশ্য হলো, এরা অন্য কোনো দেশে যাবে। সেখানে যাওয়ার পরে তারা ইলিগ্যাল থাকায় তাদেরকে ইউক্রেন সরকার অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে তারা ডিটেনশন সেন্টারে রেখে দিয়েছে। আমরা আরও (তথ্য) পাওয়ার চেষ্টা করছি।

হাদিসুরের লাশ দেশে আসতে কিছু সময় লাগবে : গোলার আঘাতে বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ইউক্রেন থেকে আসতে আরও কিছু সময় লাগবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু বিমান হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের লাশ এখনই ফিরিয়ে আনা সম্ভব নয়। লাশ বর্তমানে ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে তার লাশ দেশে আনা হবে।

কেন ভোটদানে বিরত বাংলাদেশ : সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খসড়া প্রস্তাবটি পড়লে দেখবেন এটা যুদ্ধ বন্ধের জন্য নয়। কাউকে দোষারোপের জন্য এটি। আমরা শান্তি চাই। আমরা চাই না, কোথাও যুদ্ধ হোক। এজন্য আমরা জাতিসংঘে বলেছি, যে দুর্ঘটনা হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সব দেশ জাতিসংঘের সনদ মেনে চলবে, এমন প্রত্যাশা করে আব্দুল মোমেন বলেন, এই সনদ অনুসরণ করে আমাদের অগ্রসর হওয়া উচিত। বাংলাদেশ সব সময় আলোচনার মাধ্যমে যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল তিন বন্ধুর]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535647/ব্রাহ্মণবাড়িয়ায়-সড়কে-প্রাণ-গেল-তিন-বন্ধুর 535647 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

শেষ পাতা

যুগান্তর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু। নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্রী ও জামালপুরের মাদারগঞ্জে স্কুলছাত্রের প্রাণ গেছে। এছাড়া চাঁদপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কের সদর উপজেলার চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫)। তিনি পরিবার নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় বসবাস করেন। এছাড়া জেলা শহরের দাতিয়ারার মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূঁইয়া ও জেলা শহরের কলেজপাড়ার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানের ছেলে এনামুল (২৬)। মোটরসাইকেলে তারা তিন বন্ধু আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।

কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল ও টমটমের সংষর্ঘে নিহত স্কুলছাত্রী আইরিন আক্তার তুলি কেন্দুয়া পৌরশহরের চকপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় আদমপুর খান অ্যান্ড পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনায় দুই সহপাঠীসহ ৫ জন আহত হয়েছে। কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া হেলিপ্যাড এলাকায় রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জে ঝাড়কাটা মাহমুদপুর সড়কে রোববার সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দশম শ্রেণির ছাত্রের নাম মেহেদী হাসান। দুর্ঘটনায় একজন আহত হয়েছে।

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে পাওয়ার টিলারের ধাক্কায় নিহত স্কুলছাত্র রিফাত আহমদ রাফি (১১) বৈদ্যনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ওটারচর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় দুজন আহত হয়। রোববার সকালে উপজেলার গজরা ইউনিয়নের মালাইরকান্দি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শরণখোলা (বাগেরহাট) : শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় নিহত রিয়া মনি (৬) কদমতলা গ্রামের বেল্লাল হাওলাদারের মেয়ে। তার বাবা-মা দুজনেই জীবিকার তাগিদে ভারতে থাকেন। রোববার বিকাল ৩টার দিকে সাইনবোর্ড-শরণখোলা সড়কের কদমতলায় এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত নিরাপত্তাকর্মী আবু সিদ্দিক (৫০) কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরত ছিলেন। উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পুরাতন কলেজপাড়ার কাছে শনিবার রাত ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। আবু সিদ্দিক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝেরপাড়ার বসিন্দা।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[পাঠকের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535646/পাঠকের-আনাগোনায়-মুখর-মেলা-প্রাঙ্গণ 535646 2022-03-31T00:00:00+06:00 হক ফারুক আহমেদ পাঠকের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ

পাঠকের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ

শেষ পাতা

হক ফারুক আহমেদ

পাঠকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো বইমেলায়। ছুটির দিন ছাড়াও সপ্তাহের বাকি দিনগুলোতে তাদের আনাগোনায় মুখর থাকছে মেলা প্রাঙ্গণ। রোববার বইমেলায় তেমনটাই দেখা গেল। তবে আগের সপ্তাহের সাধারণ দিনগুলোর তুলনায় এদিনের ভিন্নতা হলো, বইয়ের বিক্রিও এখন বেশ ভালো। বেশিরভাগ প্রকাশকই এই বিষয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আজ বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : বহুমাত্রিক পরিপ্রেক্ষিত’-শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেবেন মো. নজরুল ইসলাম খান ও মনজুরুল আহসান বুলবুল। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

রোববার বিকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষের আগমন ছিল বইমেলায়। তবে সে তুলনায় ক্রেতা অনেক না হলেও বইয়ের বিক্রির ধারা চলমান ছিল। আগে মেলায় অনেকে ঘুরে বেড়ানো বা শুধুই আড্ডার জন্য এলেও এখন যারা মেলায় আসছেন তারা বই কেনার বিষয়টাকেও মাথায় রাখছেন। পুথিনিলয়ের প্রকাশক শ্যামল পাল যুগান্তরকে বলেন, বইয়ের বিক্রি ভালো। করোনা পরবর্তী সময়ে পাঠকরা বইমেলাকে গ্রহণ করেছেন এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। মানুষ যে বইকে ভালোবাসে, বইয়ের সঙ্গে থাকতে পছন্দ করে-তা দেখে আমরা মুগ্ধ। বইয়ের বিক্রি সবসময় বড় বিষয় নয়। মানুষ বইয়ের সঙ্গে আছে কিনা সেটাই বড় ব্যাপার। যিনি মেলায় আসছেন তিনি হয়তো আজ বই না কিনলেও আগামীকাল কিনবেন। সেদিক থেকে বলতে গেলে, বইয়ের সঙ্গে মানুষের থাকার একটি আবহ তৈরি হচ্ছে দেশে।

অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাত হোসেন বলেন, বেচা-বিক্রিতে আমরা সন্তুষ্ট। আশা করছি সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।

নতুন বই : রোববার বইমেলায় নতুন বই এসেছে ৪৬টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশ হয়েছে ড. মোহাম্মদ আলমগীর আলমের ৫টি বই। যার মধ্যে ‘গল্পের জীবন, জীবনের গল্প’ অন্যতম। বইতে সমকালীন প্রেক্ষাপটে লেখা ২০টি ছোটগল্প স্থান পেয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে দশটি গল্প নিয়ে মো. সাঈদ মাহাদী সেকেন্দারের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘প্রেয়সী’। অন্যধারা থেকে প্রকাশ হয়েছে সাইমন জাকারিয়ার ভূমিকা, সংকলন ও গ্রন্থনে ‘পুথিকাব্য : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বইটিতে বাংলাদেশ ও ভারতে রচিত ও পরিবেশিত ও প্রকাশিত বঙ্গবন্ধুকে নিয়ে পুথিকাব্য সংকলিত হয়েছে। আগামী থেকে প্রকাশ হয়েছে মাহবুবুল হক রচিত ‘নজরুলকে নিয়ে’। ঐতিহ্য থেকে এসেছে আতিউর রহমানের বঙ্গবন্ধুবিষয়ক ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’, জাকারিয়া পলাশের অর্থনীতি বিষয়ক ‘পাটশিল্পের ইতিহাস’, জান্নাতুল নাঈম পিয়ালের অনূদিত ‘নারীর কলমে নারী’, খালেদ চৌধুরীর গল্প ‘পাঁচ ফুট ৯ ইঞ্চি’, আগামী প্রকাশনী থেকে সাজ্জাদুর হাসানের সম্পাদনায় বঙ্গবন্ধুবিষয়ক বই ‘বাঙালির পিতার নাম : শেখ মুজিবুর’, স্বরবৃত্ত প্রকাশনা থেকে সুবর্ণা দাসের উপন্যাস ‘মা আমিও তারা হবো’, মূর্ধন্য থেকে গীতালি বারের উপন্যাস ‘বুদ্ধজায়া’।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বরিশালে ছাত্রদলের সমাবেশে পুলিশি বাধা]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535645/বরিশালে-ছাত্রদলের-সমাবেশে-পুলিশি-বাধা 535645 2022-03-31T00:00:00+06:00 বরিশাল ব্যুরো বরিশালে ছাত্রদলের সমাবেশে পুলিশি বাধা

বরিশালে ছাত্রদলের সমাবেশে পুলিশি বাধা

শেষ পাতা

বরিশাল ব্যুরো

পুলিশি বাধায় বরিশালে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে রোববার বেলা ১১টায় জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের খণ্ড মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার হাফিজুর রহমান হাফিজ। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হুমাউন কবির, সহ-সভাপতি জসিম উদ্দিন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু ও সাধারণ সম্পাদক কামরুল আহসান, সিনিয়র সহ-সভাপতি তারেক আল এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, কোতোয়ালি ছাত্রদলের সভাপতি সবুজ অকন, জাহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন, গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল গোমস্তা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতা দখলের আগে বলেছিল ঘরে ঘরে চাকরি ও ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা। কিন্তু আজ তা স্বপ্নে পরিণত হয়েছে। দেশের বাজারে নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। এই সরকারের মদদে কালোবাজারিরা অবৈধভাবে টাকা আয় করে বিদেশে পাচার করছে। রাতের আঁধারে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসা এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তাই গণতন্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণের অধিকার আদায়ে ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। ছাত্র সমাবেশ শুরু আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ১০ উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের হাতে থাকা ব্যানার ছিনিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় সভা অনুষ্ঠিত হয়।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এখনো মাস্ক খুলে ফেলার অবস্থা হয়নি: স্বাস্থ্য অধিদপ্তর]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535644/এখনো-মাস্ক-খুলে-ফেলার-অবস্থা-হয়নি-স্বাস্থ্য-অধিদপ্তর 535644 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর প্রতিবেদন এখনো মাস্ক খুলে ফেলার অবস্থা হয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

এখনো মাস্ক খুলে ফেলার অবস্থা হয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

শেষ পাতা

যুগান্তর প্রতিবেদন

দেশে বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তা সত্ত্বেও সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখনই মাস্ক খুলে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাছাড়া নতুন ভ্যারিয়েন্টের শঙ্কা আছেই। রোবববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সতর্ক বার্তা দেন অধিদপ্তরের অসংক্রামক রোগ বিভাগের প্রধান ও অধিদপ্তরের মুুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটা স্বাভাবিক পর্যায়ের কাছাকাছি নিয়ে আসতে পেরেছি। ২৭ ফেব্রুয়ারিতে ৪ শতাংশের মতো শনাক্তের হার ছিল, কিন্তু ২৮ ফেব্রুয়ারিতে ৩ দশমিক ৬৫ শতাংশ, ধীরে ধীরে তা ৩ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। এভাবে কমতে কমতে শনিবার শনাক্তের হার ছিল ২ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ এই প্রথম চলতি বছরে ২ থেকে ৩ শতাংশের ঘরে রয়েছে শনাক্তের হার। এভাবে যদি সংক্রমণ কমতে থাকে তাহলে অচিরেই আমরা ২ শতাংশের নিচে চলে আসতে সক্ষম হবো বলে আশাবাদী।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, আমরা দেখেছি, ইতোমধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা ভাবছেন, এর প্রভাব কমে গিয়েছে। রোগী শনাক্ত এবং নমুনা পরীক্ষা কমে গিয়েছে। এজন্য অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি দিচ্ছেন। কিন্তু খেয়াল করতে হবে, ৫ মার্চ ১৩ জন মানুষের মৃত্যু এবং ৩৬২ জন শনাক্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535643/ফুটপাত-দখলমুক্ত-করার-নির্দেশ-প্রধানমন্ত্রীর 535643 2022-03-31T00:00:00+06:00 বাসস ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেষ পাতা

বাসস

ঢাকা মহানগরীর ফুটপাতগুলো দখলমুক্ত রাখতে এবং পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গুলশাল, বনানী, বারিধারার মতো এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নয়নের জন্য তিনি সংশ্লিষ্ট মেয়রকে নির্দেশ দেন।

রোববার দুপুরে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১)’ শীর্ষক প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। ডিএনসিসির ৪৪নং ওয়ার্ডের কাঁচকুড়া হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো প্ল্যান করার সময় ফুটপাতটা যেন মানুষের হাঁটার যোগ্য থাকে। ফুটপাত যেন দখল না হয়, সেদিকে দৃষ্টি দিয়েই করতে হবে। তিনি বলেন, আর কাউকে দোষ দেব না, আমাদের প্ল্যান করার সময়ই এ সর্বনাশটা করা হয়। এটাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলেও উল্লেখ করেন। ঘনবসতিপূর্ণ হরিরামপুর একসময় অত্যন্ত অবহেলিত ছিল উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান আরও উন্নত হবে এবং মানুষ স্বাস্থ্যকরভাবে বসবাস করতে পারবেন।

শেখ হাসিনা বলেন, ঢাকা শহরটাকে সীমিত শক্তি দিয়ে যতদূর সম্ভব আধুনিকায়ন করা, সবুজায়ন ও বসবাসের উপযোগী করার চেষ্টা করছি। নতুন ইউনিয়নগুলো যুক্ত করার মাধ্যমে ১৮টি ওয়ার্ড করেছি। তিনি বলেন, এখানে খেলার মাঠ, পাবলিক টয়লেটসহ নানা নাগরিক সুবিধা সৃষ্টির জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে এ নতুন ঢাকা আরও সুন্দর হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেননা এ কাজের দায়িত্বপ্রাপ্ত ২৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নও তার হাতেই সৃষ্টি এবং যখনই তাদের কোনো কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা তা সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন। পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা জনগণের পাশে থেকে সেবা করে যাচ্ছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রকল্পের ওপর ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ উপস্থাপন করেন ২৪ ইঞ্জিনিয়ারিং কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাকারিয়া হোসেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিভিন্ন খাল পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়ায় ডিএনসিসিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতে বক্সকালভার্টগুলো নির্মাণ করায় আসলে সবচেয়ে বেশি খারাপ হয়েছে। খালগুলোর দুপাশে রাস্তা করা যেত। পিলার দিয়ে ওপর দিয়েও এলিভেটেড রাস্তা করা যেত। কিন্তু বক্সকালভার্ট করার ফলে সেখানে যেমন ময়লা জমছে, তেমনই জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে। আবার অনেক স্থানে এজমালি সম্পত্তির মতো খাল দখল হয়ে ঘরবাড়ি বা স্থাপনা বা দোকানপাট তৈরি করা হয়েছে। তিনি বলেন, মানুষের যেমন রক্ত প্রবাহের জন্য ধমনি থাকে, একটি শহরেরও তেমনই শিরা বা ধমনি হিসাবে কাজ করে এ খালগুলো। কাজেই সেটা উদ্ধার করা একান্ত অপরিহার্য। ১৯৯৬ সালে সরকারে এসে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শুরুটা আমরা করেছিলাম।

কিন্তু মাঝে বিএনপি ক্ষমতায় আসার পর সেগুলোকে এমনভাবে লুটেপুটে খেল যে, একটি বিল্ডিংও খাড়া হয়ে দাঁড়াতে পারল না। তখনকার বিএনপির সিটি মেয়র এবং সংশ্লিষ্টরা প্রকল্পের অর্থ আত্মসাৎ করে পুরো প্রকল্পের বারোটা বাজিয়ে দেয়।

ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর ব্যবস্থা হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তার সরকার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ‘ব্লু-ইকোনমির’ সম্ভাবনা অন্বেষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের সমুদ্র সম্পদের প্রতি গুরুত্ব দিয়ে ‘ব্লু- ইকোনমি’ নীতিমালা ঘোষণা দিয়েছি এবং এ সম্পদ ব্যবহার করে আমাদের অর্থনীতিকে যেন আরও গতিশীল করতে পারি, শক্তিশালী করতে পারি, মজবুত করতে পারি-এজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। রোববার সকালে মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ’ পাসিং আউট প্যারেডে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

আমাদের বঙ্গোপসাগর আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে যে বিশাল সম্পদ রয়েছে সেই সম্পদ আমাদের আহরণ করতে হবে। এখানে যেমন মৎস্য সম্পদ আছে, তেমনই অন্যসব সামুদ্রিক সম্পদও আছে। সেগুলো আহরণ করে আমরা আরও আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারব-এটাই আমি আশা করি। প্রধানমন্ত্রী বলেন, মাছে-ভাতে বাঙালি। কাজেই মাছ আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। যে সম্পদ আমাদের শুধু পুষ্টি জোগায় না, সে সম্পদ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করেও আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সেজন্য মৎস্য উৎপাদনের আমরা গবেষণা করে যাচ্ছি এবং অনেক সাফল্যও পেয়েছি। কিন্তু সমুদ্রসম্পদ আহরণে আমাদের এখনো অনেক কাজ করতে হবে এবং আমরা সেটা করব বলেই বিশ্বাস করি।

এ বছর একাডেমির ৪১তম ব্যাচে নটিক্যাল বিভাগে ৩৩ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩১ জন এবং মেরিন ফিশারিজ বিভাগে ২০ জন ক্যাডেটসহ ৮৪ জন নারী ও পুরুষ ক্যাডেটের পাসিং আউট হয়। প্রধানমন্ত্রীর পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম কৃতী ক্যাডেটদের মাঝে পদক বিতরণ করেন। এইচএম বেনজীর আহমেদ সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী চৌকশ ক্যাডেট হিসাবে ‘বেস্ট অলরাউন্ডার গোল্ড মেডেল’ লাভ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ড. মুহম্মদ ইয়ামিন চৌধুরী স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে মেরিন ফিসারিজ একডেমির কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র পরিবেশিত হয়।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[চার বছরে নারীপ্রধান পরিবার বেড়েছে ২.২ শতাংশ]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535642/চার-বছরে-নারীপ্রধান-পরিবার-বেড়েছে-২.২-শতাংশ 535642 2022-03-31T00:00:00+06:00 হামিদ-উজ-জামান চার বছরে নারীপ্রধান পরিবার বেড়েছে ২.২ শতাংশ

চার বছরে নারীপ্রধান পরিবার বেড়েছে ২.২ শতাংশ

শেষ পাতা

হামিদ-উজ-জামান

দেশে নারীপ্রধান পরিবারের সংখ্যা বাড়ছে। অর্থাৎ নারীরা পরিবার পরিচালনায় আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। চার বছরের ব্যবধানে নারীপ্রধান পরিবার বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্প্রতি প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২০’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে মনিটরিং দ্য সিচ্যুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পের আওতায়।

জরিপের তথ্য মতে, ২০১৬ সালের জরিপে নারী প্রধান পরিবার ছিল ১২ দশমিক ৮ শতাংশ। এটি ২০১৭ সালে বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ২ শতাংশে। ২০১৯ সালের জরিপে ১৪ দশমিক ৬ শতাংশ এবং সর্বশেষ ২০২০ সালের জরিপে এটি বেড়ে হয়েছে ১৫ শতাংশ। এদিকে উলেটো চিত্র পুরুষপ্রধান পরিবারের ক্ষেত্রে। ২০১৬ সালে দেশে পুরুষপ্রধান পরিবার ছিল ৮৭ দশমিক ২ শতাংশ। এটি ২০২০ সালে পর্যায়ক্রমে দাঁড়ায় ৮৫ শতাংশে।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রোববার যুগান্তরকে বলেন, আমাদের দেশে বেশিরভাগ উপজাতিগুলোতে মহিলা প্রধান পরিবার রয়েছে। এছাড়া সাধারণ বাঙালি পরিবারেও নারীদেরকে অনেক কারণে সংসারের হাল ধরতে হচ্ছে। এক্ষেত্রে স্বামী প্রবাসে থাকলে দেশে পরিবারের অন্যান্য সদস্য ও সন্তানদের লালন-পালনের পুরো দায়িত্বই পালন করতে হচ্ছে নারীদের। সেই সঙ্গে বিধবা বা স্বামী পরিত্যক্ত নারীরাও কিন্তু পরিবার চালাচ্ছেন। পাশাপাশি এ কথাও ঠিক যে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ায় পরিবার পরিচালনায়ও তারা ভূমিকা রাখছেন।

বিবিএসের সাবেক পরিচালক ও প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক যুগান্তরকে বলেন, প্রতিবেদনে খানার (পরিবারের) বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরতে গিয়ে এ বিষয় নিয়ে আসা হয়েছে। নারীর ক্ষমতায়নের একটি চিত্র এখান থেকে পাওয়া যায়। দেশের ২০১২টি নমুনা এলাকার প্রায় ৩ লাখ পরিবার থেকে বছরব্যাপী তথ্য সংগ্রহ করা হয়। তারপরই প্রতিবেদনটি তৈরি হয়েছে।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সর্বশেষ (২০২০) সালের জরিপে বিভাগীয় পর্যায়ে ঢাকায় নারীপ্রধান পরিবার রয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ১৫ দশমিক ৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ২২ দশমিক ৬ শতাংশ পরিবারপ্রধান হচ্ছে নারী, যা আগের বছর ছিল ২২ দশমিক ৪ শতাংশ। বরিশাল বিভাগে নারীপ্রধান পরিবার হচ্ছে ১২ দশমিক ৩ শতাংশ, যা আগের বছরও একই ছিল। ময়মনসিংহ বিভাগে নারীপ্রধান পরিবার ১২ দশমিক ৭ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ১২ দশমিক ৫ শতাংশ। রাজশাহী বিভাগের নারীপ্রধান পরিবার হচ্ছে ১১ দশমিক ৬ শতাংশ, যা তার আগের বছর ১১ দশমিক ৩ শতাংশ। রংপুর বিভাগে ১১ দশমিক ৩ শতাংশ, আগের বছর ছিল ১০ দশমিক ৯ শতাংশ এবং সিলেটে ২০২০ সালে নারীপ্রধান পরিবার ১৮ দশমিক ৪ শতাংশ এবং ২০১৯ সালে এ হার ছিল ১৭ দশমিক ৭ শতাংশ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, একসময় যেখানে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে পুরুষরাই প্রধান ভূমিকা রাখতেন, সময়ের বিবর্তনে এখন সেখানে নারীরাই মুখ্য হয়ে উঠছেন। মহিলারা তাদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতার উন্নয়ন, স্বামীদের ব্যস্ততা, মৃত্যু বা প্রবাসে থাকায় পুরো পরিবারের প্রধান হিসাবে সব দিক সামলাচ্ছেন।

নারীপ্রধান পরিবার বৃদ্ধির কারণ সম্পর্কে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম যুগান্তরকে বলেন, প্রথমত, স্বামী বিদেশে অবস্থান করে পরিবারের জন্য আয় করে। দেশে স্ত্রীরা পরিবার সামলান। আর দ্বিতীয়ত দেশের ভেতরেও গ্রামে কাজ না থাকায় অনেক স্বামী বিভিন্ন শহরে কাজের সন্ধানে অবস্থান করেন। ফলে পরিবারকে দেখাশোনা করতে হয় নারীদেরকেই। পাশাপাশি দেশে অনেক মহিলা স্বামী পরিত্যক্তা হচ্ছেন। ফলে তাদেরকেও সংসারের দায়িত্ব নিতে হয়। তবে সামাজিকভাবে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেন এমন নারীরা। অনেক কষ্ট করলেও তারা বেশিরভাগ ক্ষেত্রেই যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[চাপ বাড়ছে আমদানিতে]]> https://stage.jugantor.com/todays-paper/last-page/535641/চাপ-বাড়ছে-আমদানিতে 535641 2022-03-31T00:00:00+06:00 যুগান্তর প্রতিবেদন চাপ বাড়ছে আমদানিতে

চাপ বাড়ছে আমদানিতে

শেষ পাতা

যুগান্তর প্রতিবেদন

করোনার সংক্রমণ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের দাম আরও বেড়েছে। এর প্রভাবে আমদানি ব্যয়ও লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। এদিকে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত রেমিট্যান্স প্রবাহ কমছে। রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ভালো থাকলেও যুদ্ধের কারণে এতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিকভাবে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ছে।

সূত্র জানায়, করোনার পর জ্বালানি তেলের দাম ৮৬ ডলারে উঠেছিল। পরে আবার কমে তা ৬৮ ডলারে নামে। সম্প্রতি যুদ্ধের কারণে এর দাম আবার বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে উঠেছে। এছাড়া দেশের প্রধান আমদানি পণ্য গমের দাম বেড়েছে প্রায় ৩২ শতাংশ, সারের বেড়েছে শতভাগ। এছাড়া শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামালের দামও বেড়েছে। এর প্রভাবে আমদানি ব্যয়ও বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরের জুলাই-জানুয়ারিতে আমদানি ব্যয় কমেছিল শূন্য দশমিক ২৬ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে এ ব্যয় বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। এর মধ্যে ভোগ্যপণ্যের আমদানি ৫০, শিল্পের যন্ত্রপাতি ৬১, শিল্পের মধ্যবর্তী যন্ত্রপাতি ৫৮, জ্বালানি তেল ৯০, শিল্পের কাঁচামাল ৫৩ এবং অন্যন্য খাতে ৪১ শতাংশ ব্যয় বেড়েছে।

এদিকে আমদানি ব্যয় বাড়লেও পণ্যের আমদানি বাড়ছে না। কারণ পণ্যের দাম বেশি হওয়ার কারণে ব্যয় বেশি বাড়ছে। কিন্তু পণ্য আসছে কম। আমদানি ব্যয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থব্যয়ও বেড়েছে। যে কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ৭০০ কোটি ডলার থেকে ১০০ কোটি ডলার কমেছে। এদিকে রেমিট্যান্স কমায় রিজার্ভের ওপর চাপ আরও বাড়ছে। গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় কমেছে ১৬ শতাংশ। আর জুলাই-ফেব্রুয়ারি, আট মাসে কমেছে পায় ২০ শতাংশ।

সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে ৮৯ দশমিক ২৪ শতাংশ, যেখানে আগের অর্থবছরে এটি ৫ দশমিক ১৪ শতাংশ নেতিবাচক ছিল। এ কারণে সামগ্রিক আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের চেয়ে আলোচ্য সময়ে বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।

আলোচ্য সময়ে চলতি হিসাবের ভারসাম্য নেতিবাচক হয়েছে ১ হাজার ৬ হাজার ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ১৫৫ কোটি ৬০ লাখ ডলার। বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি বাড়ায় এ খাতে ঘাটতি হয়েছে। ঘাটতি বেশিদিন থাকলে বৈদেশিক মুদ্রাব্যবস্থায় বড় চাপ তৈরি হবে।

দেশে যে পরিমাণ আমদানি হয়, রপ্তানি আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করা যায় না। আমদানির প্রায় ৪০ শতাংশ ব্যয় নির্বাহ করা হয় প্রবাসী আয় দিয়ে। কিন্তু চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় বেশির ভাগ ব্যাংক তাদের আমদানি ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় ডলারের সংস্থান করতে পারছে না। এজন্য বাংলাদেশ ব্যাংকের কাছে দ্বারস্থ হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার সরবরাহ করতে গিয়ে চাপ বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এতে একদিকে ডলারের বিপরীতে টাকার মান কমে যাচ্ছে, পাশাপাশি চাপে পড়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে পণ্য আমদানির প্রবৃদ্ধি হয়েছে ৫২ দশমিক ৫৮ শতাংশ। বিপরীতে আট মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৩০ শতাংশ। অর্থাৎ আমদানি বাড়ার চেয়ে রপ্তানি আয় বাড়ছে কম।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[অবন্তী সিঁথির নতুন গান]]> https://stage.jugantor.com/entertainment/535623/অবন্তী-সিঁথির-নতুন-গান 535623 2022-03-29T03:37:57+06:00 বিনোদন প্রতিবেদন অবন্তী সিঁথির নতুন গান

অবন্তী সিঁথির নতুন গান

বিনোদন

বিনোদন প্রতিবেদন

বৈশাখী টিভির হেড অব প্রোগ্রাম, লেখক ও অভিনেতা আহসান কবিরের কথায় ‘সুর সাগরের তীরে’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন  সঙ্গীতশিল্পী অবন্তী সিঁথি। উর্বশী গানের সিঁড়ি  থেকে গানটি প্রকাশ হবে ২৯ মার্চ বিকাল ৪টায়। গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান পিয়াল।

এ প্রসঙ্গে আহসান কবির বলেন, গানটি প্রথম কবিতা আকারে লেখা হয়েছিল ২০১৭ সালে; যা পূর্ণতা পায় পরের বছর। এটা আসলে কবি হেলাল হাফিজ প্রভাবিত একটা গান।

সঙ্গীত পরিচালক জিয়াউল হাসান পিয়াল বলেন, তার সঙ্গীত পরিচালনায় আহসান কবিরের লেখা ও অবন্তী সিঁথির গাওয়া এটি দ্বিতীয় গান। প্রায় এক দশক আগে ‘নোনাজল’ শিরোনামে আরেকটা মৌলিক গান করেছিলাম; যা ব্যবহৃত হয়েছিল একটা নাটকের সূচনা সঙ্গীত হিসেবে। এ গানটি বিষন্ন এক সুরেলা গান, যা মানুষের হৃদয়কে দোলা দেবে বলে আমি মনে করি। 

উর্বশীতে এবারই প্রথম আহসান কবির, জিয়াউল হাসান পিয়াল ও অবন্তী সিঁথি এই তিনজন যুক্ত হলেন। এ গান প্রসঙ্গে সিঁথি বলেন, বেশ প্রাণবন্ত কথার এ গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লাগছে। আশা করছি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[সেই চড়ের ঘটনা নিয়ে মুখ খুলল অস্কার একাডেমি]]> https://stage.jugantor.com/entertainment/535534/সেই-চড়ের-ঘটনা-নিয়ে-মুখ-খুলল-অস্কার-একাডেমি 535534 2022-03-29T02:17:51+06:00 যুগান্তর ডেস্ক সেই চড়ের ঘটনা নিয়ে মুখ খুলল অস্কার একাডেমি

সেই চড়ের ঘটনা নিয়ে মুখ খুলল অস্কার একাডেমি

বিনোদন

যুগান্তর ডেস্ক

৯৪তম অস্কার আসরের পুরস্কারের মঞ্চে সঞ্চালক মার্কিন কমেডিয়ান ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের কষিয়ে চড় মারার ঘটনা নিয়ে মুখ খুলল অস্কার একাডেমি কর্তৃপক্ষ। এই ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে তারা। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার ভোরে হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা।

উল্লেখ্য, ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি রোগে আক্রান্ত। সেই কারণেই তার মাথায় চুল নেই।

এই রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। আসন ছেড়ে উঠে মঞ্চে গিয়ে উইল স্মিথ কষে এক থাপ্পড় মারেন ক্রিসের গালে। পরে বিষয়টিকে হালকা করতে ব্যাখ্যা দিচ্ছিলেন ক্রিস। 

আসনে ফিরে চিৎকার করে স্মিথ ক্রিসের উদ্দেশে বলেন, ‘তোমার নোংরা মুখে আমার স্ত্রীর নাম নেবে না।’ অবশ্য পরে এ ঘটনার জন্য একাডেমি কর্তৃপক্ষ ও সহশিল্পীদের কাছে ক্ষমা চেয়ে নেন স্মিথ।

এদিকে থাপ্পড় খেয়ে হতভম্ব ক্রিস দর্শকদের উদ্দেশে বলেন, টেলিভিশনের ইতিহাসে এটা একটা স্মরণীয় রাত হয়ে থাকবে।
ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত সাংবাদিকেরা। শুরুতে ঘটনাটিকে সাজানো বলে মনে করলেও দ্রুত সবাই বুঝে ফেলেন যে এটা পূর্বপরিকল্পিত নয়, বরং এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

উল্লেখ্য, ‘কিং রিচার্ড’ ছবিতে রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য এবারের (৯৪তম) অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন]]> https://stage.jugantor.com/exile/535533/জাতিসংঘে-বাংলাদেশ-মিশনে-স্বাধীনতা-ও-জাতীয়-দিবস-উদযাপন 535533 2022-03-29T02:00:54+06:00 কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে  জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পরবাস

কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। কোভিড-১৯ জনিত কারণে দীর্ঘ বিরতির পর সবাইকে সাথে নিয়ে সশরীরে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের বর্ণিল এ আয়োজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বঙ্গবন্ধু মিলনায়তন পরিণত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায়।

অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সফররত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। প্রদত্ত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি ও অসামান্য সাফল্যগাথা তুলে ধরেন। প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ, শিল্প, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ, ও পররাষ্ট্রসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার বিভিন্ন দিক। মাথাপিছু আয়, জিডিপির উর্ধ্বমুখী প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, গড় আয়ু বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরেন তিনি। 

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, স্বাধীনতার পাঁচ দশকে বাংলাদেশআন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত নাম। আজ বিশ্ব শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে। জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এই মুহূর্তে ইউএন উইমেন নির্বাহী বোর্ড, পিসবিল্ডিং কমিশন, অভিবাসনসহ বেশ কিছু সংস্থা ও প্রক্রিয়ার নেতৃত্ব প্রদান করছে।

প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনার আগে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহিদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উভয় পর্বেই অংশগ্রহণ করেন সফররত প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[‘কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না যুক্তরাষ্ট্র']]> https://stage.jugantor.com/international/535532/কোনো-দেশে-শাসক-পরিবর্তন-করতে-চায়-না-যুক্তরাষ্ট্র 535532 2022-03-29T01:58:49+06:00 কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে ‘কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না যুক্তরাষ্ট্র'

‘কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না যুক্তরাষ্ট্র'

আন্তর্জাতিক

কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না। এ কথা মার্কিন কর্তৃপক্ষ বারবার বলে আসছে। এখন পর্যন্ত রাশিয়াতে শাসক পরিবর্তনের কোনো কৌশল হাতে নেয়নি যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের ব্যাখ্যায় রোববার (২৭ মার্চ) জেরুসালেম সফরের সময় তিনি এসব কথা বলেন।

পোল্যান্ডে অবস্থান করার সময় বাইডেন বলেছেন, পুতিন (রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারবেন না। রাশিয়ার পক্ষ থেকে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।

রোববার জেরুসালেম সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট বলতে চেয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এ যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারবেন না। এরপর তিনি ইউক্রেন বা আর কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন মার্কিন কর্তৃপক্ষ বারবার বলেছে যে তারা রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বার্সেলোনার শান্তা কলোমায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব]]> https://stage.jugantor.com/exile/535531/বার্সেলোনার-শান্তা-কলোমায়-বাংলাদেশি-কমিউনিটির-উদ্যোগে-পিঠা-উৎসব 535531 2022-03-29T01:57:26+06:00 ইসমাইল হোসাইন রায়হান, স্পেন থেকে বার্সেলোনার শান্তা কলোমায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব

বার্সেলোনার শান্তা কলোমায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব

পরবাস

ইসমাইল হোসাইন রায়হান, স্পেন থেকে

খোলা আকাশের নিচে উৎসবমুখর পরিবেশে স্পেনের বার্সেলোনার শান্তা কলোমার বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে রোববার স্থানীয় কানজাম মাঠে আনন্দঘন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম স্বপনের পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোখলেছুর রহমান নাছিম, খুরশিদ আলম বাদল, মোহাম্মদ মুস্তাফা,মোশারফ হোসেন,মনির হোসেন, নাঈমা নাহারসহ বেশ কয়েকজন।

বরাবরের মতো এবারো মুখরোচক বিভিন্ন স্বাদের পিঠার সমাহার চোখে পড়ার মতো। ভাপা পিঠা, ফুলি পিঠা, মুখ সুন্দরী, পোয়া পিঠা, পাইছ পাখন, পাটিসাপটাসহ বিভিন্ন স্বাদের পিঠা উৎসবে স্থান পায়। মধ্যাহ্ন ভোজ সমাপ্তির পর ক্রমান্বয়ে খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রকার চিত্তাকর্ষক এবং শিক্ষণীয় আনন্দের আয়োজন করা হয়।

কমিউনিটি ব্যক্তিত্ব শফিউল আলম স্বপন ও খুরশিদ আলম বাদল বলেন, প্রতি বছরের মতো এবারো আমরা চেষ্টা করেছি পিঠা উৎসবের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিদেশের মাটিতে সবাইকে নিয়ে প্রাণবন্ত করে তুলতে। নেতারা আগামীতে আরো সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত]]> https://stage.jugantor.com/exile/535530/রিয়াদে-বাংলাদেশ-ইন্টারন্যাশনাল-স্কুল-অ্যান্ড-কলেজে-স্বাধীনতা-দিবস-উদযাপিত 535530 2022-03-29T01:55:05+06:00 সাগর চৌধুরী, সৌদি আরব থেকে রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত

পরবাস

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে

৫১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ, সৌদি আরব নানা কর্মসূচি গ্রহণ করে। শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করা ও মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস এবং জাতির পিতার জীবনী থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করার মাধ্যমে সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করাই আয়োজনের মূল লক্ষ্য ছিল। 

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সরোয়ার জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোর্ড অব ডাইরেক্টর্সের ফাইন্যান্স ডাইরেক্টর মুহাম্মদ আব্দুল হাকিম, এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান ও কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হক। এছাড়া অভিভাবক ও উপকমিটির সদস্য আবুল হাসনাত, মোসলে উদ্দিন মুন্না, মোহাম্মদ সোহাইব প্রমুখ উপস্থিত ছিলেন।  

বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া তাহা অথৈ ও মাঈশা ফাহমিদার যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও তরজমা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাহদ আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন নবম শ্রেণির শিক্ষার্থী রাইয়ান মোহাম্মদ মোস্তাক, দশম শ্রেণির শিক্ষার্থী দোলন শেখ ও এসএসসি পরীক্ষার্থী ফাতেমা জান্নাত লোবাবা। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মানতাশা বিনতে ইকবাল ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন নাজনীন আক্তার। 

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সরোয়ার জামান আমাদের স্বাধীনতার সঙ্গে বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য যোগসূত্রের আলোকে স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার পাশাপাশি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকল দুঃসময়ে তার সহযোগিতা পেয়ে প্রবাসের বুকে শত প্রতিকূলতার মাঝে দৃপ্ত এই বিদ্যালয় এগিয়ে যাচ্ছে।

প্রধান অতিথি মোহাম্মদ মোস্তাক আহম্মদ তার বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে দেশকে হানাদার মুক্ত করার লক্ষ্যে অস্ত্র হাতে যার প্রত্যক্ষ লড়াইয়ে অংশ নিয়েছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অসামান্য অবদানের কথা বিশদভাবে তুলে ধরেন। আমরা ইতোমধ্যে অনেক সূর্যসন্তানদের হারিয়েছি, যারা আমাদের একটি সুন্দর দেশ উপহার দিতে গিয়ে সেদিন অস্ত্র হাতে জীবন বাজি রেখেছিলেন।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম দিয়ে তিনি ধীরে ধীরে আমাদের জাতীয় নেতার আসন অলঙ্কৃত করেন এবং ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতার চূড়ান্ত ডাক দিয়ে সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তির সংগ্রামে শামিল করতে সক্ষম হয়েছিলেন। 

তিনি তার বক্তব্যে গুরুত্ব আরোপ করেন- দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে আমরা বিভিন্ন খেলায় দেশ-বিদেশে জাতীয় পতাকা নিয়ে আনন্দ উৎসব করি; কিন্তু জাতীয় পতাকায় লাল বৃত্তের প্রতিচ্ছবি প্রায় অবিকৃত থাকলেও সবুজ ক্যানভাসে প্রায় ক্ষেত্রে রঙের তারতম্য দেখা যায়, সেই অভিন্ন রাষ্ট্রীয় পতাকা ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি হস্তক্ষেপ কামনা করেন। 

পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং জাতির পিতাসহ সব শহিদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম।  
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ছদ্মনামে হোটেলে ওঠেন ‘শুটার’ মাসুম]]> https://stage.jugantor.com/country-news/535529/ছদ্মনামে-হোটেলে-ওঠেন-শুটার-মাসুম 535529 2022-03-29T01:54:14+06:00 বগুড়া ব্যুরো ছদ্মনামে হোটেলে ওঠেন ‘শুটার’ মাসুম

ছদ্মনামে হোটেলে ওঠেন ‘শুটার’ মাসুম

সারাদেশ

বগুড়া ব্যুরো

ঢাকায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ও কলেজছাত্রী খুনের অন্যতম আসামি শুটার মাসুম ওরফে আকাশ (২৮) ছদ্ম পরিচয়ে বগুড়া শহরের চারমাথায় একটি আবাসিক হোটেলে উঠেছিল। বগুড়া সদর থানা পুলিশ গ্রেফতারে বিলম্ব করলেই ভারতে পালিয়ে যেত।

গ্রেফতারের সময় নিজেকে প্রথমে মামুন নামে পরিচয় দেয়। পুলিশের কাছে তার ছবি থাকায় নিজেকে আড়াল করতে পারেনি।

সোমবার দুপুরে সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবি এ তথ্য দিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, মাসুম ওরফে আকাশ চাঁদপুর জেলার মতলব উপজেলার কাইশকানি গ্রামের মোবারক হোসেনের ছেলে। সে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকার ৬০/১৫, পশ্চিম মাদারটেক এলাকায় বসবাস করে। গত ২৪ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার উত্তর শাজাহানপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি খুন হন।

এরপর পুলিশ শুটার মাসুমকে গ্রেফতারে দেশের সব থানায় ছবিসহ তথ্য প্রেরণ করে। তারা নিশ্চিত হয় মাসুম বগুড়া শহরের সাতমাথায় খাজা নামে আবাসিক হোটেলে উঠেছে। সেখান থেকে হিলি বা অন্য কোনো সীমান্ত পথে ভারতে পালিয়ে যাবে।

এমন খবর পাওয়ার পর সদর থানার ওসি সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সাতমাথা ও আশপাশে খাজা আবাসিক হোটেলের সন্ধান করতে থাকে। পরে নিশ্চিত হয় শহরের চারমাথা এলাকায় খাজা হাইওয়ে মোটেল নামে আবাসিক হোটেল আছে।

রোববার সকালে পুলিশের দল ওই হোটেলে গিয়ে দেখে রেজিস্টারে মাসুম ওরফে আকাশ নামে কোনো ব্যক্তির নাম নেই। এরপর পুলিশ হোটেলের সব কক্ষ তল্লাশি শুরু করে। এক পর্যায়ে দোতলায় ১০১ নম্বর কক্ষে নক করলেও ভিতর থেকে কোনো সাড়া মেলেনি। সন্দেহ হলে পুলিশ দরজা ভেঙে ফেলার প্রস্তুতি নেয়।

এর কিছুক্ষণ পর খালি গায়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরা যুবক দরজা খুলে দেয়। কাছে থাকা ছবির সঙ্গে চেহারার মিল পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম মাসুম ওরফে আকাশ বলে জানায়। এরপর ঢাকায় জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে কলেজছাত্রী প্রীতিকে হত্যার বিষয়টি ফেসবুকে ও টেলিভিশনের খবরে জেনেছে বলে দাবি করে সে।

মাসুম আরও জানায়, সে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর অস্ত্র ঢাকায় লুকিয়ে রাখে এবং মোবাইল ফোন ভেঙে হাতিরঝিলে ফেলে দেয়। ঢাকা থেকে পালিয়ে ২৫ মার্চ রাত ১২টার দিকে খাজা হাইওয়ে মোটেলে উঠে। এখন থেকে দিনাজপুরের হিলি বা জয়পুরহাটের কোনো সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

বগুড়া শহরের চারমাথায় খাজা হাইওয়ে হোটেলের ব্যবস্থাপক আইয়ুব আলী পুলিশকে জানান, মোবাইল ফোন কোম্পানির রাজন নামে এক কর্মচারী তাদের হোটেলে মাঝে মধ্যে আসেন। রাজন দোতলায় ১১১ নম্বর কক্ষে উঠেন। এক বন্ধু আসবেন বলে ৪০০ টাকা ভাড়ায় ১০১ নম্বর কক্ষ ভাড়া নেন। ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ওই যুবক (মাসুম) প্রাইভেটকারে তাদের হোটেলে আসেন। এ সময় কারে আরও দুজন ছিলেন। তারা মাসুমকে নামিয়ে দিয়ে চলে যান। ২৭ মার্চ সকাল ৭টার দিকে রাজন রাজশাহী যাওয়ার নামে হোটেল ত্যাগ করেন।

সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবি জানান, মাসুম ওরফে আকাশ ২৫ মার্চ রাতে বগুড়ার চারমাথার ওই হোটেলে উঠেন। ঢাকা ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে তিনি ২৭ মার্চ সকালে মাসুমকে হোটেল থেকে গ্রেফতার করেন। ওই দিন বিকালে কর্মকর্তারা তাকে ঢাকায় নিয়ে যান।

তিনি জানান, গ্রেফতারের সময় কক্ষ তল্লাশি করে ট্রাভেল ব্যাগে কিছু কাপড় ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এর দুটি ছিল অব্যবহৃত। এছাড়া মাসুমের কাছে বেশি টাকাও ছিল না।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, ঢাকা ডিবি পুলিশের দেওয়া তথ্যে তারা শুটার মাসুম ওরফে আকাশকে গ্রেফতার করেন। পরে ঢাকার কর্মকর্তারা মাসুমকে নিয়ে যান।

তিনি আরও জানান, ওই দিন সকাল ৯টায় তার হোটেল ছাড়ার কথা ছিল। একটু দেরি হলে তিনি হিলি বা জয়পুরহাটের কোনো সীমান্ত পথে ভারতে পালিয়ে যেতেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[মালদ্বীপে মহান স্বাধীনতা দিবস উদযাপিত]]> https://stage.jugantor.com/exile/535528/মালদ্বীপে-মহান-স্বাধীনতা-দিবস-উদযাপিত 535528 2022-03-29T01:51:19+06:00 মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে মালদ্বীপে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মালদ্বীপে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পরবাস

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাসে মালদ্বীপ কর্তৃক ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিত হয়।

শনিবার ২৬ মার্চ সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালেতে বিদ্যুৎ বিভাগের অডিটোরিয়ামে মূল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের সদ্যনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।

মহান স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও হাইকমিশনের সাম্প্রতিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

পরবর্তীতে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয়প্রধান মো. সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সিআইপি সোহেল রানা এবং ডা. মোক্তার আলী লস্কর বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপে সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত এসএম আবুল কালাম আজাদ মহান ভাষা আন্দোলন হতে মুক্তিযুদ্ধ চলাকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন ।

অনুষ্ঠানে জাতীয় দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়। সবশেষে নীল দরিয়া শিল্পগোষ্ঠী কর্তৃক মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[শ্বশুরবাড়িতে ব্যবসায়ীর আত্মহত্যা!]]> https://stage.jugantor.com/country-news/535527/শ্বশুরবাড়িতে-ব্যবসায়ীর-আত্মহত্যা 535527 2022-03-29T01:49:44+06:00 সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি শ্বশুরবাড়িতে ব্যবসায়ীর আত্মহত্যা!

শ্বশুরবাড়িতে ব্যবসায়ীর আত্মহত্যা!

সারাদেশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বশুরবাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে মো. ইউনুস নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ৯টার দিকে এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার জামাল হোসেনের ছেলে। চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের জলসা মার্কেটে ভাইদের সঙ্গে কসমেটিকসের ব্যবসা করতেন তিনি।

সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এওচিয়া ইউনিয়নে ইউনুস নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল তার শ্বশুরবাড়ি বলে জানা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[আয়ারল্যান্ডের লিমেরিকে বাংলাদেশিদের স্বাধীনতা উৎসব]]> https://stage.jugantor.com/exile/535526/আয়ারল্যান্ডের-লিমেরিকে-বাংলাদেশিদের-স্বাধীনতা-উৎসব 535526 2022-03-29T01:48:49+06:00 একে আজাদ, আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডের লিমেরিকে বাংলাদেশিদের স্বাধীনতা উৎসব

আয়ারল্যান্ডের লিমেরিকে বাংলাদেশিদের স্বাধীনতা উৎসব

পরবাস

একে আজাদ, আয়ারল্যান্ড থেকে

২৬ মার্চ শনিবার ছিল বাংলাদেশের স্বাধীনতার একান্নতম বর্ষপূর্তি। দিবসটিকে প্রবাসী বাংলাদেশিরা এবারই প্রথম ঐতিহাসিক করে তুললেন লিমেরিক কাউন্টি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর আজাদ তালুকদারের ব্যতিক্রমী উদ্যোগে। আজাদ তালুকদারের অনন্য প্রয়াসে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের লিমেরিক কাউন্টি কাউন্সিলকে মনোরম আলোকসজ্জায় সজ্জিত করা হয়। আলোকসজ্জা ছিল মনোহর এবং চিত্তাকর্ষক।

শ্যানন নদী এবং এবে নদীর মোহনায়, তরঙ্গায়িত নদীর পাশে অবস্থিত কাউন্টি হলের নাগরিক বিল্ডিংয়ের আলোকসজ্জা সবার দৃষ্টি আকর্ষণ করে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করার জন্য লিমেরিকে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশু, কিশোর, নারী, পুরুষ সহ অন্যান্য কাউন্টি থেকে আগত বাংলাদেশিরা লাল-সবুজের পতাকা হাতে এবং লাল সবুজে রঞ্জিত পোশাকে সমবেত হন কাউন্টি কাউন্সিলের আলোকিত ভবনে। কাউন্টি হল নিমেষেই রূপান্তরিত হয় একখণ্ড বাংলাদেশে। 

আন্তর্জাতিক কলমিষ্ট কবি ডা. জিন্নুরাইন জায়গীরদার বলেন, তিনি আজ গর্বিত এবং আনন্দে আপ্লুত। বিশেষ করে শিশু, কিশোর আর মহিলাদের আনন্দের সাথে অংশগ্রহণ করে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন। 

কিলকেনি থেকে আগত সাইয়েদ মুস্তাফিজুর রহমান এই ঐতিহাসিক দিবসে আজাদ তালুকদারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই গৌরবোজ্জ্বল দিনে সকলের পাশে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলে  জানান।

কাউন্টী নাভান থেকে আগত মোশাররফ হোসেন বলেন, আজ তিনি প্রথমবারের মতো প্রবাসে স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি আজাদ তালুকদারকে ধন্যবাদ জানান।

কর্ক থেকে আগত ডা. মুশাব্বির হোসেন উল্লসিত কণ্ঠে জানান, আজকে এই গৌরবান্বিত দিনে প্রবাসের মাটিতে সকলের সাথে আনন্দ ভাগ্য করে নিতে পেরে তিনি আজ আনন্দিত। কর্ক থেকে আরও উপস্থিত ছিলেন জনাব হাসান সরকার ঝিনুক, তিনি সকলের সাথে স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন বলে জানান।

লিমেরিক থেকে শম্পা লিলি সকলকে নিয়ে “রক্ত লাল রক্ত লাল” গানটি সমবেত কণ্ঠে গেয়ে উঠেন। স্বাধীনতা দিবসের প্রাণ ভরে যারা  উপভোগ করেছেন তাদের কিছু নাম আমরা এখানে প্রকাশ করলাম। এই অঙ্গনে মহিলাদের মধ্যে ছিলেন- লিলি শম্পা, মুক্তা মতিন, তফুরা খাতুন, শিরিন আখতার, নদী চৌধুরী, লুবনা আকতার, মনসুরা আরেফিন, আইনুন নাহার, আয়েশা আখতার, কলই, রাখি, সালমা আনিকা, নীলিমা রহমান, এশা চৌধুরী, সাজাং সীমা, হাসি, লুনা কামাল, সেরিনা সোমা, সাইয়েদা তানজিলা, তাসলিমা সরকার, ফারজানা, শোভনি, আয়েশা এবং অনন্যা।

শিশু কিশোরদের মধ্যে তাশফিয়া, আমিরাহ, ফারজানা, প্রান্ত, মাহিম, রাসেল, তানিশা, টিনা, মিনা, রাহুল, সাইয়েরা, সাজফা, রামিন, আনহা, জাসমির, জীহান, জান্নাত, মেহরাজ, মিনহাজ, রাহুল, মারিয়া, আজরা, আরসালান, নামিরা, হুজাইফা, তাফু, উম্মে, অলি, মাহিমা, ইউয়ান, জাফিরা, রাইসিয়া, রায়িদ, আহনাফ, জয়া, তায়িফসহ অনেকে।

পুরুষদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফকরুজ্জামান মিলাদুন নোভ, চঞ্চল, মান্নান সরকার, সাইয়েদ মনিরুল ইসলাম লিটন, আতিকুর রহমান, গোলাম মোস্তাফা, সাইফুল ইসলাম, শামিম আহমেদ, শাকিল আহমেদ, সাজ্জাত হোসেন প্রমুখ।

বাংলাদেশের সুনাম আরও বর্ধিত হোক, জনজীবন স্পন্দিত হোক, স্বাধীনতা নন্দিত হোক এই ছিল অনুষ্ঠানে উপস্থিত সবার একান্ত কামনা। আগামী দিনে স্বাধীনতা দিবস আরও উজ্জীবিত হোক- এই আমাদের কামনা।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[খতনার সঙ্গে ওষুধ লুঙ্গি-গেঞ্জি ফ্রি!]]> https://stage.jugantor.com/country-news/535525/খতনার-সঙ্গে-ওষুধ-লুঙ্গিগেঞ্জি-ফ্রি 535525 2022-03-29T01:45:13+06:00 গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি  খতনার সঙ্গে ওষুধ লুঙ্গি-গেঞ্জি ফ্রি!

খতনার সঙ্গে ওষুধ লুঙ্গি-গেঞ্জি ফ্রি!

সারাদেশ

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ঢাকাদক্ষিণের ডাকবাংলোয় এ খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। খতনার সঙ্গে শিশুদের দেয়া হয়েছে ওষুধ, লুঙ্গি ও গেঞ্জি।

খতনার মাধ্যমে এ ক্যাম্প উদ্বোধন করেন ডা. বাসু দেব। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ প্রবাসী কল্যাণ সংস্থার সহ-সভাপতি নুরুল ইসলাম, অর্থ সম্পাদক রায়হান আহমদ, সমাজসেবা সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মাহমুদ শাহ, ইউপি সদস্য আব্দু রউফ, রেজাউল করিম রাজু, রাজু আহমদ, রেদোয়ান হোসেন, আব্দুল মান্নান, ছুনু মিয়া, শেখ কামরুজ্জামান, আবুল লেইছ, ছয়েফ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আলেম খায়রুল আমীন মাহমুদী ও ফখরুল ইসলাম।

এ সময় প্রায় শতাধিক শিশুকে বিনামূল্যে খতনা দেয়ার পাশাপাশি তাদেরতে ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়। কয়েকজন চিকিৎসক দিনব্যাপী শিশুদের খতনা কাজে নিয়োজিত ছিলেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[যে কারণে গার্মেন্টসকর্মী স্ত্রীকে এসিড মারল স্বামী]]> https://stage.jugantor.com/country-news/535524/যে-কারণে-গার্মেন্টসকর্মী-স্ত্রীকে-এসিড-মারল-স্বামী 535524 2022-03-29T01:41:08+06:00 সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি যে কারণে গার্মেন্টসকর্মী স্ত্রীকে এসিড মারল স্বামী

যে কারণে গার্মেন্টসকর্মী স্ত্রীকে এসিড মারল স্বামী

সারাদেশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নেশার টাকা না দেওয়ায় গার্মেন্টসকর্মী স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রোজিনা আক্তার (৩৭) বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।

অভিযুক্ত জহিরুল ইসলাম (৪৭) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রে আব্দুল ছামাদ উল্লেখ করেন, তার মেয়ে রোজিনা আক্তার একজন গার্মেন্টস কর্মী। প্রতিদিনের মতো রোববার গার্মেন্টস ছুটির পর বাসায় গেলে তার মেয়ের স্বামী জহিরুল ইসলাম নেশা খাওয়ার কথা বলে টাকা চায়। টাকা না দেওয়ায় সে আমার মেয়ের শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। অভিযুক্ত জহিরুল একজন মাদকাসক্ত ব্যক্তি বলে উল্লেখ করা হয় ওই অভিযোগ পত্রে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[শপিংব্যাগে জীবিত নবজাতক!]]> https://stage.jugantor.com/country-news/535523/শপিংব্যাগে-জীবিত-নবজাতক 535523 2022-03-29T01:38:23+06:00 যশোর ব্যুরো শপিংব্যাগে জীবিত নবজাতক!

শপিংব্যাগে জীবিত নবজাতক!

সারাদেশ

যশোর ব্যুরো

যশোর সদরের চুড়ামনকাটি রেল লাইনের পাশে শপিং ব্যাগে ফেলে যাওয়া জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় এক নারীর সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে বাচ্চাটি পুরোপুরি সুস্থ আছেন বলে পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, চুড়ামনকাটি দাসপাড়ার অঞ্জলী রানী দাস নামের এক নারী সকালে হাঁটতে গিয়ে চৌগাছা সড়কের রেল ক্রসিংয়ে একটি শপিং ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগের নিকট গেলে দেখতে পান একটা বাচ্চা ব্যাগের ভিতর নড়াচড়া করছে। তিনি দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে যান।

পরে খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে ওয়ার্ড মেম্বর মাহবুব হাসান রানুর সহযোগিতায় মেয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

শিশুটি কুড়িয়ে পাওয়া অঞ্জলী বলেন, তিনিই শিশুটির লালন পালন করতে চান।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই শাহিন ফরহাদ জানিয়েছেন, বাচ্চাটি পুরোপুরি সুস্থ আছে। এখনো শিশুটির পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ধারণা ভোরে কেউ বাচ্চাটিকে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[দুই ডিলারের বিরুদ্ধে দুই কোটি টাকা ক্ষতিপূরণ মামলা]]> https://stage.jugantor.com/country-news/535464/দুই-ডিলারের-বিরুদ্ধে-দুই-কোটি-টাকা-ক্ষতিপূরণ-মামলা 535464 2022-03-29T01:31:38+06:00 যশোর ব্যুরো দুই ডিলারের বিরুদ্ধে দুই কোটি টাকা ক্ষতিপূরণ মামলা

দুই ডিলারের বিরুদ্ধে দুই কোটি টাকা ক্ষতিপূরণ মামলা

সারাদেশ

যশোর ব্যুরো

বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি’র) বাফার গুদামে ঢুকতে না দেয়া ৭০ মেট্রিক টন (পাঁচ ট্রাকে) ভেজাল  ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার দেওয়ার অভিযোগে ও ৭৩ মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

রোববার রাতে যশোর কোতোয়ালি থানায় দুইজন ডিলারের নামে মামলা করেছেন চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ সোলায়মান। মামলায় প্রায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ আদায় করতে বলা হয়েছে।

অভিযুক্তরা হলেন, চট্টগ্রামের মেসার্স সৈয়দ এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব ও একই জেলার সন্দ্বীপ থানার ইব্রাহিম হায়দার।

মামলায় বলা হয়েছে, যশোর বাফার গুদামে পরিবহনের জন্য মেসার্স সৈয়দ এন্টারপ্রাইজের অনুকূলে মোট ২৪১ মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়। যা গত ১৪ ও ১৫ মার্চ তারা ১৭টি ট্রাকযোগে নিয়ে যায়। এর মধ্যে ৫টি ট্রাকযোগে ১৭ মার্চ যশোর বাফার গুদামে ৭০ মেট্রিক টন সার আনলে গুদাম ইনচার্জ আক্তারুল ইসলাম সারগুলো ভেজাল সন্দেহে সেগুলো বাইরে আটকে রাখে। পরে তিন সদস্যের তদন্ত কমিটি সারের ৬টি নমুনা নিয়ে টিএসপির ল্যাবে পরীক্ষা করে। এতে সব সারই ভেজাল পাওয়া যায়। তদন্ত কমিটি গত ২৪ মার্চ তদন্ত রিপোর্ট টিএসপির এমডির কাছে জমা দেন। সেখানে দায়ীদের বিরুদ্ধে মামলা করাসহ কঠোর ব্যবস্থা নেবার সুপারিশ করা হয়েছিল।

যশোরে গুদামের ইনচার্জ আক্তারুল ইসলাম জানান, ১৭ মার্চ ওই সার যশোর গুদামে এসে পৌঁছায়। সৈয়দ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি সার কারখানা থেকে ৫টি ট্রাকে করে ৭০ মেট্রিক টন সার গত ১৫ মার্চ রাতে যশোর সদরের বাহাদুরপুরে অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন নিয়ন্ত্রিত বাফার গুদামের উদ্দেশ্যে রওনা হয়।
এ সময় ট্রাকে বোঝাই সার দেখে তার সন্দেহ হলে তিনি খালাস বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে  যোগাযোগ করে সন্দেহের বিষয়টি অবহিত করেন। এবং ওই দিনই টিএসপি কমপ্লেক্স লিমিটেডে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাকসহ সারগুলো জব্দ করার নির্দেশ দেয়।

২১ মার্চ টিএসপি কমপ্লেক্স লিমিটেডের পক্ষ থেকে তিন সদস্যর তদন্ত কমিটি যশোরে এসে জব্দকৃত সারের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সার কারখানার পরীক্ষাগারে নিয়ে যান। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন টিএসপির উপ-প্রধান রসায়নবিদ রেজাউল ইসলাম। অন্য দুইজন হলেন উপ প্রধান হিসাব রক্ষক নির্মল কুমার দত্ত ও ব্যবস্থাপক (উৎপাদন) শফিকুল ইসলাম।

মামলার বাদী টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের জানান, ডিলাররা সারে ভেজাল দিয়ে ও আত্মসাৎ করে বিসিআইসির সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে আত্মসাৎকৃত সারের মূল্য বাবদ এক কোটি ৮৫ লাখ নব্বই হাজার টাকা আদায়ের মামলা করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, টিএসপি থেকে সারে ভেজাল ও সার আত্মসাৎ নিয়ে মামলা করা হয়েছে। পুলিশ মামলা পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[অনুষ্ঠানে অতিথি না করায় যা করলেন আ’লীগ নেতা]]> https://stage.jugantor.com/country-news/535463/অনুষ্ঠানে-অতিথি-না-করায়-যা-করলেন-আলীগ-নেতা 535463 2022-03-29T01:27:07+06:00 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি অনুষ্ঠানে অতিথি না করায় যা করলেন আ’লীগ নেতা

অনুষ্ঠানে অতিথি না করায় যা করলেন আ’লীগ নেতা

সারাদেশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি না করায় এই ঘটনা ঘটিয়েছেন তিনি। ওই শিক্ষককে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দরগা বাজার এলাকায় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রধান শিক্ষকের দেওয়া একটি অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পথসভায় বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবি করেন। এ ছাড়া তারা মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলার দাশুড়িয়া দরগাবাজার উচ্চ বিদ্যালয় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস ও সভাপতিত্ব করেন সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস। ওই অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এলাকার রাস্তায় মোটরসাইকেল অবরোধ করে দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য আলাউদ্দিন খানের নেতৃত্বে বিএনপি জামায়াতের কিছু লোকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এমনকি তাকে স্কুলে না আসতে হুমকি দেওয়া হয়।

তারা অভিযোগ করে বলেন, স্কুলের অনুষ্ঠানে অতিথি না করায় আলাউদ্দিন খান হামলার সময় উপস্থিত থেকে এ ঘটনা ঘটান। 
এদিকে গত রোববার রাতে প্রধান শিক্ষক বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন খানসহ বিএনপি-জামায়াতের কয়েকজনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন খান বলেন, তিনি ঘটনার সময় ছিলেন না। তবে প্রধান শিক্ষক কিছু গুরুত্বপূর্ণ মানুষকে দাওয়াত দেননি, যারা স্কুলের উন্নয়নে অবদান রেখেছেন। হয়তো তারা রাগান্বিত হয়ে কিছু কথা বলেছেন। কিন্তু তাকে হুমকি দেওয়া হয়নি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[‘পৃথিবীর কোনো অপশক্তি আ.লীগের বিজয় ঠেকাতে পারবে না’]]> https://stage.jugantor.com/country-news/535462/পৃথিবীর-কোনো-অপশক্তি-আ.লীগের-বিজয়-ঠেকাতে-পারবে-না 535462 2022-03-29T01:24:41+06:00 আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ‘পৃথিবীর কোনো অপশক্তি আ.লীগের বিজয় ঠেকাতে পারবে না’

‘পৃথিবীর কোনো অপশক্তি আ.লীগের বিজয় ঠেকাতে পারবে না’

সারাদেশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  পৃথিবীর কোনো অপশক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না
 
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের কোনো ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি জামায়াত মানবে না শুধু পাকিস্তানের লোকজন দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি মানবে।
 
তিনি আরও বলেন, দেশে দ্রব্য মূল্যের দাম বেড়েছে এটা সত্য কিন্তু সরকার দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

হরতাল নিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, কিছু ভুঁইফোড় রাজনৈতিক দল দেশে হরতাল দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন কিন্তু আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

ত্রি-বার্ষিক সম্মেলনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক হিসেবে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ১নং যুগ্ম সম্পাদক হিসেবে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন খানের নাম ঘোষনা করা হয়। পরে ঢাকার আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিলেকসনে নির্বাচিত হয়েছে। 

ত্রি-বার্ষিক সম্মেলনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আব্দুস সোবহান গোলাপ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, বেনজীর আহমেদ এমপি, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন ফরাজী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[কানাডার সাস্কাটুনে মহান স্বাধীনতা দিবস পালিত]]> https://stage.jugantor.com/exile/535461/কানাডার-সাস্কাটুনে-মহান-স্বাধীনতা-দিবস-পালিত 535461 2022-03-29T01:23:10+06:00 রাজীব আহসান, কানাডা থেকে কানাডার সাস্কাটুনে মহান স্বাধীনতা দিবস পালিত

কানাডার সাস্কাটুনে মহান স্বাধীনতা দিবস পালিত

পরবাস

রাজীব আহসান, কানাডা থেকে

কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ–উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ানের (বিকাশ) উদ্যোগে কানাডার স্থানীয় সময় ২৬ মার্চ শনিবার স্থানীয় একটি চার্চে সন্ধ্যা ৭টায় মূল অনুষ্ঠান শুরু হয়। 

বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ানের (বিকাশ) সভাপতি মোহাম্মদ আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ড. মভিনুল হক, ড. জীবন পোদ্দার, নিশীত দত্ত, ফেরদৌস আলম, সাস্কাটুন ওয়েস্টের এমপি মি. রোডেকপ।

আলোচনা সভার পর স্বাধীনতা দিবসের পাশাপাশি বসন্তবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় নাসরিন শেলীর মনোমুগ্ধকর সেতার পরিবেশনার মধ্য দিয়ে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরাও আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[২ এপ্রিল থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা]]> https://stage.jugantor.com/country-news/535460/২-এপ্রিল-থেকে-সেন্টমার্টিনে-জাহাজ-চলাচল-বন্ধ-ঘোষণা 535460 2022-03-29T00:50:05+06:00 কক্সবাজার প্রতিনিধি ২ এপ্রিল থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

২ এপ্রিল থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সারাদেশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে আগামী ২ এপ্রিল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার  বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব (স্কুয়ার)।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি তোফাইল আহামেদ বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩০ মার্চ পর্যন্ত। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়াও ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এরপর আগামী অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ থাকবে।

তোফায়েল আহমেদ আরও বলেন, পর্যটক পারাপারে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখে।

সেন্ট মার্টিন দ্বীপ দোকান রেস্তোরা সমিতির সভাপতি আবু বক্কর বলেন, দ্বীপে পর্যটকের আগমন বন্ধ হয়ে যাবে জেনে ইতিমধ্যে ২০-৩০টি হোটেল-রেস্তোরাঁ ও শতাধিক দোকানপাট বন্ধ হয়ে গেছে। দ্বীপের ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। আগে দ্বীপের ৯০ শতাংশ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কয়েক বছর ধরে অধিকাংশ মানুষ পর্যটকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, ৩০ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ ছিল। কিন্তু জাহাজে করে দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এর জন্য দুই দিন সময় বাড়ানো হয়েছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[চাকরির সন্ধানে যাওয়া তরুণীকে দুদিন আটকে গণধর্ষণ]]> https://stage.jugantor.com/country-news/535459/চাকরির-সন্ধানে-যাওয়া-তরুণীকে-দুদিন-আটকে-গণধর্ষণ 535459 2022-03-29T00:43:05+06:00 হবিগঞ্জ প্রতিনিধি চাকরির সন্ধানে যাওয়া তরুণীকে দুদিন আটকে গণধর্ষণ

চাকরির সন্ধানে যাওয়া তরুণীকে দুদিন আটকে গণধর্ষণ

সারাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তুলে নিয়ে একটি ঘরে আটকে টানা দুই দিন ধরে তাকে ধর্ষণ করা হয়। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। পরে হাত-পা বেঁধে তাকে মহাসড়কের পাশে রাস্তায় ফেলে রাখা হয়।

গুরুতর অবস্থায় পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম থেকে কোম্পানিতে চাকরির সন্ধানে এসে তিনি এ ধর্ষণের শিকার হন।

ধর্ষিতার অভিযোগ স্থানীয় ইউপি মেম্বারসহ ৪ জন তাকে ধর্ষণ করেছে। নির্যাতন, মারপিটও করেছে।

ধর্ষণের ঘটনায় জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন বাঘাসুরা ইউনিয়নের মেম্বার (সাধারণ সদস্য) নূর ধন। তিনি বলেন, আমরা শুনেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রফিক মিয়া নামে একজনকে আটক করেছে। তিনি একজন সাধারণ কৃষক। তাজপুর গ্রামের মধু মিয়ার ছেলে। প্রকৃতপক্ষে ধর্ষণের ঘটনায় জড়িত রফিক রিয়াজনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দুধ মিয়া। তার অপর সহযোগীরা হচ্ছে- বিল্লাল, গিয়াস ও নজরুল। তারাও একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলাও রয়েছে।

ইউপি মেম্বার নূর ধন বলেন, শুনেছি যাকে আটক করা হয়েছে সে চেয়ারম্যান, মেম্বারসহ সবার নামই বলে যাচ্ছে।

বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদও একই কথা জানান। তিনি বলেন, আমি চিকিৎসা করাতে ঢাকায় অবস্থান করছি। ঘটনাটি শুনেছি। আমি এখান থেকে মোবাইল ফোনে বিষয়টি সম্পর্কে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা বখাটে। মাজারে মাজারে ঘুরে বেড়ায়।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি শুনার পর তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। তরুণীর কাছ থেকে লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে কাউকে এখনো আটক করা হয়নি।

র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, তারা অভিযান শুরু করেছেন। তবে এ ঘটনায় কাউকে এখনো আটক করেননি। অভিযান চলমান রয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সংস্থা কাজ করছে।

ধর্ষিতা জানান, বিল্লাল মিয়ার ঘরে নিয়ে তাকে দুই দিন আটকে রাখা হয়। বিল্লাল, রফিক ও নূর ধনসহ  (ইউপি মেম্বার) আরও একজন তাকে নির্যাতন করে। মারপিট করে। সদর হাসপাতালে সোমবার পরীক্ষার জন্য দেয়া হয়েছে। মঙ্গলবার রিপোর্ট দেবে।

তিনি বলেন, আমি প্রথমেই বিষয়টি থানায় অবহিত করেছি। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে আমার সঙ্গে কথা বলেছেন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে কোম্পানিতে কাজের সন্ধানে আসা এক তরুণীকে হবিগঞ্জের মাধবপুরে দুই দিন ঘরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই তরুণী হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৫ মার্চ সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে দরগা গেট এলাকায় একটি কোম্পানিতে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী।

এ সময় সিএনজি অটোরিকশাযোগে আসা ৩ যুবক ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে রিয়াজনগর গ্রামে যায়। সেখানে একটি ঘরে দুই দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তরুণীকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাত-পা বেঁধে ফেলে রাখে। পথচারীদের সহযোগিতায় ওই তরুণীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বাউবির এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০ দশমিক ৭১]]> https://stage.jugantor.com/country-news/535458/বাউবির-এইচএসসি-পরীক্ষায়-পাশের-হার-৭০-দশমিক-৭১ 535458 2022-03-29T00:39:08+06:00 গাজীপুর প্রতিনিধি বাউবির এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০ দশমিক ৭১

বাউবির এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০ দশমিক ৭১

সারাদেশ

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭০ দশমিক ৭১। সোমবার এ ফল প্রকাশিত হয়।

বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৪২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। 

শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন এ+, ৬ হাজার ৬৮৯ জন এ, ১১ হাজার ৯৩৫ জন এ-, ৭ হাজার ৯৫২ জন বি, ২ হাজার ৯১০ জন সি এবং ২২২ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ]]> https://stage.jugantor.com/country-news/535457/জাতীয়-বিশ্ববিদ্যালয়ের-ডিগ্রি-পরীক্ষার-ফল-প্রকাশ 535457 2022-03-29T00:35:37+06:00 গাজীপুর প্রতিনিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

সারাদেশ

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় এ ফল প্রকাশিত হয়।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারি ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাত ৮টা থেকে পাওয়া যাচ্ছে।

ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে। এ সময়ের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[তালাকের পর তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ]]> https://stage.jugantor.com/country-news/535456/তালাকের-পর-তরুণীকে-তুলে-নিয়ে-গণধর্ষণ 535456 2022-03-29T00:30:25+06:00 ফরিদপুর ব্যুরো তালাকের পর তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ

তালাকের পর তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ

সারাদেশ

ফরিদপুর ব্যুরো

ফরিদপুরের সালথা উপজেলায় ২২ বছর বয়সী এক সন্তানের জননীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার পর তালাক দিয়ে ফের তাকে জোর করে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে আদালতে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ নিয়েছেন।

এ ঘটনার প্রধান অভিযুক্ত যুবকের নাম মো. ফুয়াদ শেখ (২৪)। তিনি উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামের বাসিন্দা ইউপি সদস্য শাহজান শেখের ছেলে।

গত বৃহস্পতিবার এক সন্তানের মা ওই নারী বাদী হয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় ফুয়াদ শেখ এবং তার চার সহযোগী সিংহপ্রতাব গ্রামের সাইদুর রহমান সাহিদ শেখ (৪৫), জাকির মাতুব্বর (৪০), মুরাদ খালাসী (৩৫) ও জাফর শেখকে (৩৫) আসামি করা হয়েছে।

ধর্ষিতা ওই নারীর মা বলেন, বছরপাঁচেক আগে আমার মেয়ের বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার কাজলী গ্রামের বাসিন্দা এক এনজিও কর্মীর সঙ্গে। বিয়ের পর তাদের সুখের সংসার চলছিল। আমার মেয়ের একটি ছেলেসন্তানও রয়েছে। কিন্তু আমার মেয়ে যখন স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসত তখন তাকে নানাভাবে উত্ত্যক্ত করত ফুয়াদ শেখ। একপর্যায়ে আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সে। আনুমানিক দেড় মাস আগে আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেললে আমার মেয়ে তার স্বামীকে তালাক দেয়।

তিনি বলেন, পরে ফুয়াদ আমার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বিয়ের মাসখানেক যেতে না যেতেই গত ১০ মার্চ তাকে তালাক দেয় ফুয়াদ। গত ১২ মার্চ শনিবার সন্ধ্যায় আমার মেয়েকে বাড়ির পাশে রাস্তা থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ফুয়াদ শেখ ও তার সহযোগী সিংহপ্রতাব গ্রামের সাইদুর রহমান সাহিদ শেখ (৪৫), জাকির মাতুব্বর (৪০), মুরাদ খালাসী (৩৫) ও জাফর শেখ (৩৫)। পরে ফরিদপুর শহরের মহাবিদ্যালয়ের পাশে থাকা জাকিরের বাসায় আটকে রেখে টানা ৮ দিন একাধিকবার ধর্ষণ করে ফুয়াদ। এতে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে আমার মেয়ে মামলা করতে চাইলে ফুয়াদ তার সহযোগীদের বাসায় ডেকে নিয়ে ১৯ মার্চ রাতে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। শুধু ধর্ষণ নয়- তাকে নির্যাতন ও পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়ে পরদিন ২০ মার্চ বিকাল ৫টার দিকে বাড়ির পাশে ফেলে রেখে যায়। তখন বাড়ির লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওই নারীর মা অভিযোগ করে বলেন, মামলার পর থেকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসামিরা আমার স্বামী ও সন্তানদের এলাকা ছাড়া করে রেখেছেন। এমনকি আমাদের জমির পেঁয়াজও উঠাতে দিচ্ছে না তারা।

এ বিষয়ে অভিযুক্ত আসামিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করে ঘটনার ফুয়াদ শেখের বাবা ইউপি সদস্য শাহজাহান শেখ বলেন, ঘটনাটি সাজানো নাটক। আমাদের হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ওই নারীকে আমার ছেলে বিয়ে করেছিল। বিয়ের পর আবার তালাক দিয়েছে। তালাকের পর নতুন করে কোনো ঘটনা ঘটেনি।

এ মামলার বাদীপক্ষের  আইনজীবী আব্দুর রশিদ বলেন, ওই ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১২ মে।

ফরিদপুর পিবিআইর পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, আদালতের নির্দেশনা আমরা এখনো হাতে পাইনি। আদালতের নির্দেশনা পাওয়ার পর তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ইউপি নির্বাচনের ইভিএম মেশিন জব্দ]]> https://stage.jugantor.com/country-news/535455/ইউপি-নির্বাচনের-ইভিএম-মেশিন-জব্দ 535455 2022-03-29T00:23:44+06:00 বগুড়া ব্যুরো ইউপি নির্বাচনের ইভিএম মেশিন জব্দ

ইউপি নির্বাচনের ইভিএম মেশিন জব্দ

সারাদেশ

বগুড়া ব্যুরো

বগুড়ার সারিয়াকান্দির ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফলাফল পরিবর্তনের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনাল (সহকারী জেলা জজ) একটি কেন্দ্রের ইভিএম জব্দ করেছেন। বিচারক মমিনুল ইসলামের নির্দেশে সোমবার বস্তাসহ মেশিনটি জব্দ করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে সারিয়াকান্দি উপজেলার ১১ ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়। কাজলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহজাহান আলী (নৌকা), অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম (আনারস), এবিএম শামসউদ্দিন জিন্নাহ (মোটরসাইকেল) ও রাশেদ মোশারফ (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২ হাজার ৭০০ ভোটের মধ্যে অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম দুই হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট হওয়ার পর তিনি ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন।

ইভিএম মেশিনে ফলাফল পরিবর্তন করা হয়েছে মর্মে গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কার্যালয়ের সচিবের কাছে অভিযোগ করেন ৪২ ভোটে পরাজিত কাজলা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী। এছাড়া তিনি ১০ মার্চ বগুড়ার নির্বাচনী ট্রাইব্যুনালে (সহকারী জেলা জজ আদালত) মামলা করেন।

আদালতের নির্দেশে সোমবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস থেকে কাজলা ইউনিয়নের পাকুরিয়া চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইভিএম মেশিন জব্দ করা হয়।

নৌকা মার্কার পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী অভিযোগ করেন, তিনি গত ১৩ ফেব্রুয়ারি সারিয়াকান্দি নির্বাচন অফিস থেকে ইভিএমের প্রিন্ট কপি তোলেন। সেখানে দেখা যায়, পাকুরিয়া চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল প্রিন্ট করা হয়েছে ৩০ জানুয়ারি রাত ১০টা ৫৮ মিনিটে। অথচ ভোট হয়েছে ৩১ জানুয়ারি। তিনি ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সচিবের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।

ভোটের দিন হাতে লেখা ফলাফলে দেখানো হয় ওই কেন্দ্রে এএসএম রফিকুল ইসলাম ৩৭৬ ভোট, এবিএম শামসউদ্দিন জিন্নাহ ২৬ ভোট, রাশেদ মোশারফ ৩৮২ ভোট এবং শাহজাহান আলী ১৩০ ভোট পেয়েছেন। কেন্দ্রে মোট এক হাজার ২০৪ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ৯১৪ ভোট। নির্বাচনের দিন বিকাল ৪টা ৪৫ মিনিটে আগের দিনের প্রিন্ট করা ফলাফলের সিট হাতে লিখে কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়।

অভিযোগকারী শাহজাহান আলী জানান, কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ছাইহাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এএসএম রফিকুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। এ নিয়ে অভিযোগ করা হলেও প্রিসাইডিং অফিসারের পদ থেকে মতিয়ার রহমানকে সরিয়ে দেওয়া হয়নি।

অভিযোগ প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার মতিয়ার রহমান জানান, নির্বাচনের আগের রাতে ইভিএমের ফলাফল চূড়ান্ত করার অভিযোগ সঠিক নয়। তবে ইভিএমের ফলাফলের প্রিন্ট কপি প্রার্থীদের না দিয়ে হাতে লেখা ফলাফল সরবরাহ করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, আদালতের নির্দেশে ওই কেন্দ্রের ইভিএম মেশিন বস্তাসহ প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী রওনক জাহান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ইতিহাস সৃষ্টি করল “প্রিয় বাংলাদেশ”]]> https://stage.jugantor.com/entertainment/535454/ইতিহাস-সৃষ্টি-করল-“প্রিয়-বাংলাদেশ” 535454 2022-03-29T00:23:02+06:00 যুগান্তর ডেস্ক ইতিহাস সৃষ্টি করল “প্রিয় বাংলাদেশ”

ইতিহাস সৃষ্টি করল “প্রিয় বাংলাদেশ”

বিনোদন

যুগান্তর ডেস্ক

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আরো একটি ঐতিহাসিক মুহূর্তের শুভ সূচনা করলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। বামবা'র অন্তর্ভুক্ত পঞ্চাশটি ব্যান্ডের অংশগ্রহণে রিলিজ হলো “প্রিয় বাংলাদেশ” গানটি। 

যাদের আত্মত্যাগে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জন, তাদের এই আত্মত্যাগকে উৎসর্গ করে এবং যুদ্ধ পরবর্তী সময় থেকে যারা আমাদের ব্যান্ডসঙ্গীতকে সমৃদ্ধ করেছে তাদের প্রতি বামবা শ্রদ্ধার সঙ্গে নিবেদন করেছে “প্রিয় বাংলাদেশ” গানটি।

গত নভেম্বর মাসে নারায়ণগঞ্জের ওসমানি স্টেডিয়ামে “প্রিয় বাংলাদেশ” গানের মিউজিক ভিডিও শুট করা হয়। গানটি সুর করেছে নকীব খান ও লিখেছেন শাহান কাবন্ধ। গানটি সঙ্গীত আয়োজন করেছেন মানাম আহমেদ এবং রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছে আমজাদ হোসেন বাপ্পি। এর পাশাপাশি পুরো আয়োজনটি তে বামবার সকল ব্যান্ড মেম্বাররা সহযোগিতা করেছে, বিশেষ করে শেখ মনিরুল আলম টিপু, বাপ্পা মজুমদার, আলী সুমন, সাজু, নকীব খান প্রমুখ। 

“প্রিয় বাংলাদেশ” এই গানটির প্রজেক্টটিতে কনটেন্ট ও পারফরমেন্স- বামবা, গাজী এন আহমেদ শুভ্র এর পরিচালনায় রেড ডট ভিজ্যুয়াল ও প্রডাকশন এবং কনসেপ্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং এক্সিকিউশন পার্টনার হিসেবে কার্নিভাল যুক্ত ছিল। 

এছাড়াও গানটির পৃষ্ঠপোষকতায় যুক্ত আছে “মার্সেল”, “আকাশ” ও “একমি”। ২৬ই মার্চ, ২০২০ তারিখে টি এম রকস এর ব্যানারে গানটি অবমুক্ত করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[আগুনে পুড়ল মিলনের স্বপ্ন]]> https://stage.jugantor.com/country-news/535453/আগুনে-পুড়ল-মিলনের-স্বপ্ন 535453 2022-03-29T00:17:48+06:00 সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি আগুনে পুড়ল মিলনের স্বপ্ন

আগুনে পুড়ল মিলনের স্বপ্ন

সারাদেশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আর কয়েক দিন পরই রোজা। রোজাকে ঘিরে মুড়ি নিয়ে গোডাউন ভর্তি করেছিলেন বোয়ালখালীর মিলন দে। স্বপ্ন ছিল জমজমাট মুড়ির ব্যবসা করবেন। তবে সব স্বপ্ন পুড়ে গেছে এক অগ্নিকাণ্ডে।

সোমবার সকালে সাতকানিয়ার কেরানীহাটের আব্দুস সালাম মার্কেটের নিচে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে তার আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মিলন দে বলেন, মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে গোডাউন ভাড়া নিয়েছিলাম। ৯-১০টার দিকে দোকান খুলি। দোকান খোলার আগমুহূর্তে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রায় দুই লাখ টাকার মালামাল মজুদ করেছিলাম রোজার জন্য।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। কেননা ওই মার্কেটে বিদ্যুৎ সংযোগ বা গ্যাসের চুলা নেই।

© JUGANTOR.COM
]]>